রাজ্য

তাপপ্রবাহ চলছেই, বর্ষা পিছচ্ছে বঙ্গে

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আবহাওয়ার জোড়া ধাক্কা! প্রবল গরমে জেরবার রাজ্যবাসী। চাতক পাখির মতো আকাশের দিকে তাকিয়ে একটু বৃষ্টির আশা করছে মানুষ। কিন্তু আবহাওয়া দপ্তর কোনও আশার কথা শোনাতে পারছে না। উল্টে তারা যে পূর্বাভাস দিচ্ছে, তাতে স্পষ্ট যে এই ভোগান্তি এখন চলবে। আগামী ১০ জুন পর্যন্ত দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের তিন জেলায় তাপপ্রবাহ পরিস্থিতি চলবে বলে আগেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। সেই সঙ্গে তাদের পূর্বাভাস থেকে স্পষ্ট, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর হাত ধরে রাজ্যে বর্ষার আগমনও ক্রমশ পিছচ্ছে। 
রাজ্যে বর্ষা ঢোকার স্বাভাবিক সময় চলে এসেছে। কিন্তু আবহাওয়া দপ্তর এখনও নির্দিষ্ট দিনক্ষণ জানাতে পারছে না। বিশেষজ্ঞরা বলছেন, বর্ষাকে টেনে আনার মতো কোনও অনুকূল পরিস্থিতি বা ‘সিস্টেম’ বঙ্গোপসাগরে এখনও তৈরি হয়নি। পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে মায়ানমার উপকূলে গত কয়েকদিন ধরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করলেও সেটি দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর উপর কোনও প্রভাব ফেলছে না। ফলে স্বাভাবিক সময়ে রাজ্যে যে বর্ষার প্রবেশ ঘটছে না, তা একপ্রকার নিশ্চিত। আর বর্ষা না আসা পর্যন্ত এই জ্বালাপোড়া গরম থেকে রেহাই মিলবে না। ১০ তারিখের পরও তাপপ্রবাহ পরিস্থিতি চলবে কি না, সেই বিষয়ে এক-দু’দিনের মধ্যে নির্দিষ্ট পূর্বাভাস জারি করা হবে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা গণেশ দাস। স্থানীয়ভাবে সৃষ্ট বজ্রমেঘ থেকে বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টি হলেও তা গরমের দাপট কমাতে পারবে না। দক্ষিণবঙ্গের জেলাগুলির অনেক জায়গায় মঙ্গলবারও সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি ছিল। কলকাতায় এদিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.৮ ডিগ্রি, স্বাভাবিকের থেকে ২.৬ ডিগ্রি বেশি।
এদিকে, দক্ষিণ-পূর্ব আরব সাগরে একটি ঘূর্ণিঝড় তৈরি হতে চলেছে। কিন্তু তার জন্য কেরলে বর্ষার প্রবেশ ত্বরান্বিত হবে কি না, তা মঙ্গলবার পর্যন্ত বলেনি কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’ (বাংলাদেশের দেওয়া নাম) উপকূলের কোথায় আছড়ে পড়বে, তাও জানা যায়নি। আবহাওয়া দপ্তর আগে জানিয়েছিল, এবার ৪ জুন নাগাদ কেরলে বর্ষা ঢুকবে। কিন্তু তেমনটা ঘটেনি। দপ্তরের ডেপুটি ডিরেক্টর জেনারেল সঞ্জীব বন্দ্যেপাধ্যায় অবশ্য জানিয়েছেন, কেরলে বর্ষা আসার সঙ্গে বঙ্গে বর্ষা আগমনের সরাসরি কোনও সম্পর্ক নেই। 
তীব্র গরমে কাহিল পশু-পাখিরাও। দাবদাহ থেকে বাঁচতে জল ছিটিয়ে নিচ্ছে হাতি। মঙ্গলবার আলিপুর চিড়িয়াখানায় ভাস্কর মুখোপাধ্যায়ের তোলা ছবি।
15Months ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মের প্রসার ও উপার্জন বৃদ্ধির যোগ। গৃহ পরিবেশে চাপা উত্তেজনা। পেশার প্রসার।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.০৭ টাকা৮৪.৮১ টাকা
পাউন্ড১০৮.৬৫ টাকা১১২.২০ টাকা
ইউরো৯১.৫৭ টাকা৯৪.৭৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
17th     September,   2024
দিন পঞ্জিকা