রাজ্য

রাজ্যে জেলার সংখ্যা বৃদ্ধির কাজে
তৎপর হওয়ার নির্দেশ মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বুধবার নবান্ন সভাঘরের এক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে জেলার সংখ্যা বৃদ্ধির কথা বললেন ফের একবার। সূত্রের খবর, ওই রুদ্ধদ্বার বৈঠকে আধিকারিকদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনার সময় এই বিষয়টিও গুরুত্ব পায়। জেলার সংখ্যা বাড়লে কর্মসংস্থানের সুযোগ বাড়বে। মানুষ হাতের কাছেই পাবেন বিভিন্ন উন্নত পরিষেবা। কিছু ক্ষেত্রে আর্থিক বরাদ্দও বাড়বে। মুখ্যমন্ত্রী এই কারণগুলি তুলে ধরেই জেলার সংখ্যা বৃদ্ধির উপর জোর দেন। বিহারের উদাহরণ টেনে তিনি বলেন, ‘ওই রাজ্যের জনসংখ্যা আমাদের চেয়ে কম, কিন্তু জেলার সংখ্যা ৩৮।’ তাই বাংলায় জেলার সংখ্যা বাড়ানোর জন্য মমতা শীর্ষ আধিকারিকদের প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দেন। 
এর আগে আলিপুরদুয়ার, কালিম্পং, ঝাড়গ্রাম এবং বর্ধমান ভেঙে একটি নতুন জেলা সৃষ্টি হয়। তারপর ২০২২ সালের ২ আগস্ট আরও সাতটি নতুন জেলা তৈরির ছাড়পত্র দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। প্রস্তাবিত জেলাগুলি হল—বসিরহাট, ইচ্ছামতী, সুন্দরবন, বিষ্ণুপুর, বহরমপুর এবং কান্দি। 
এই জেলাগুলি তৈরির কাজ ছ’মাসের ভিতরে শেষ হবে বলে সেইসময় রাজ্যের তরফে জানানো হয়। প্রশাসনিক মহলের মতে, মুখ্যমন্ত্রীর এদিনের বার্তার পর সেই পরিকল্পনা রূপায়ণে গতি আসবে। তবে আরও কিছু নতুন জেলা সৃষ্টির প্রস্তাব আগামী দিনে আসে কি না, সেদিকেও তাকিয়ে রয়েছে ওয়াকিবহাল মহল।
16Months ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মে পরিশ্রম ও ব্যস্ততা বৃদ্ধি। ছোট ও মাঝারি ব্যবসায় অগ্রগতি। অর্থাগম যোগটি অনুকূল।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.৫০ টাকা১১২.০৬ টাকা
ইউরো৯১.০৪ টাকা৯৪.২২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
5th     October,   2024
দিন পঞ্জিকা