রাজ্য

কাকে কত দিয়েছেন, সবই নোটবুকে
লিখে রাখতেন অয়ন শীল
দাবি ইডির

শুভ্র মুখোপাধ্যায়, কলকাতা: নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত অয়ন শীলের নোটবুক তদন্তকারীদের কাছে ‘সোনার খনি’। প্রভাবশালী সহ বিভিন্ন আধিকারিকের কাছে কবে, কত টাকা তিনি পাঠিয়েছেন, তার হিসাব লেখা রয়েছে সেখানে। এই টাকা কে পৌঁছে দিয়েছিলেন, সেটিরও উল্লেখ রয়েছে। নোটবুক থেকে এই তথ্য উঠে এসেছে বলে দাবি করেছে ইডি। একইসঙ্গে শাসক দলের দুই প্রভাবশালীর সঙ্গে নিয়মিত চ্যাটের নথিও হাতে এসেছে তদন্তকারীদের। জানা গিয়েছে, এই প্রোমোটার প্রতি মাসে ভালো পরিমাণ সোনা কিনতেন। এই কাজে তাঁকে কয়েকজন জুয়েলারি ব্যবসায়ী সাহায্য করেছেন বলে অভিযোগ। এই নিয়ে খোঁজখবর চলছে।
ইডি জেনেছে, অয়ন প্রথম জীবনে এক প্রভাবশালী নেতার হাত ধরে রাজনৈতিক যোগাযোগ গড়ে তোলেন। ওই নেতা তাঁকে বিভিন্ন পুরসভায় নিয়ে গিয়ে কাউন্সিলারদের সঙ্গে যোগাযোগ করিয়ে দেন।  পুরসভায় যেতে যেতে একাধিক মেয়র বা চেয়ারম্যানের কাছের লোক হয়ে ওঠেন তিনি। সেখানে বিভিন্ন কাজে আসতেন দুই প্রভাবশালীর ডানহাত। তাঁদের মাধ্যমেই ক্ষমতাশালী দুই নেতার সঙ্গে পরিচয় হয় অয়নের। তাঁর সংস্থাকে কাজ দেওয়ার জন্য বিভিন্ন পুরসভার চেয়ারম্যান বা কমিশনের কাছে ওই প্রভাবশালীরা সুপারিশ করতেন বলে অভিযোগ। শান্তনু ক্ষমতাশালী হওয়ার পর অয়নের সঙ্গে আরও বড় মাপের নেতাদের আলাপ হয়ে যায়। তিনি তাঁদের ‘ঘরের ছেলে’ হয়ে ওঠেন। তদন্তে উঠে এসেছে, এর বিনিময়ে বিভিন্ন সুবিধা তাঁরা অয়নের কাছ থেকে পেয়েছেন। অভিজাত হোটেলে তাঁদের নিয়ে গিয়ে পার্টি করেছেন। তাঁদের পুজো বা সামাজিক অনুষ্ঠানে নগদের জোগান দিয়েছেন। এর বাইরেও ‘ক্যাশ’ পাঠিয়েছেন। এর প্রমাণ মিলেছে অয়নের সল্টলেকের ভাড়াবাড়ি থেকে উদ্ধার হওয়া নোটবুকটি থেকে। সেটি ঘেঁটে অফিসাররা জেনেছেন, মাসে এক একজনকে পাঁচ থেকে আট লক্ষ টাকা পাঠিয়েছেন অয়ন। পুজো বা অন্য কোনও উৎসবে এর পরিমাণ বেড়ে গিয়েছে। এর বাইরেও বিভিন্ন প্রভাবশালীকে প্রয়োজন মতো টাকা দিয়েছেন বলে অভিযোগ। টাকার পরিমাণ ও কোন তারিখে গিয়েছে সেটিও লিখে রেখেছিলেন এই প্রোমোটার। প্রভাবশালী ছাড়াও বিভিন্ন কাউন্সিলার সহ অন্যদের নাম রয়েছে বলে ইডি সূত্রে খবর। এদিকে এজেন্সি অয়নের আরও ১০টি অ্যাকাউন্টের খোঁজ পেয়েছে। পাশাপাশি শান্তনুর ২০টি অ্যাকাউন্টে থাকা ৫০ লক্ষ টাকা ফ্রিজ করে দিয়েছে তারা। তবে টাকার অঙ্ক কম হওয়ায় তদন্তকারীদের অনুমান, টাকা আত্মীয় বা শাগরেদদের নামে অ্যাকাউন্ট খুলিয়ে রেখেছেন ওই যুবনেতা।  এখন তারই খোঁজ চলছে।
17Months ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বহু প্রচেষ্টার পর আটকে থাকা কাজের জটিলতা মুক্তি। কৃষিজ পণ্যের ব্যবসায় বিশেষ উন্নতি। আয় বাড়বে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৪ টাকা৮৪.৮৮ টাকা
পাউন্ড১০৮.২৩ টাকা১১১.৭৮ টাকা
ইউরো৯১.১৫ টাকা৯৪.৩৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা