স্বল্প পরিসরে মণ্ডপসজ্জাই শুঁড়িপাড়া অগ্রগামী সঙ্ঘের পুজোর বিশিষ্টতা 

সংবাদদাতা, বোলপুর: ধর্ম পালনের পাশাপাশি দুর্গাপুজোয় সমাজ সচেতনতাকে যে ক’টি ক্লাব তুলে ধরে, তার মধ্যে শুঁড়িপাড়া অগ্রগামী সঙ্ঘ অন্যতম। প্রতিবছরই এদের প্রতিমায় থাকে সাবেকিয়ানা। পাশাপাশি স্বল্পপরিসরে মণ্ডপসজ্জাও দেখার মতো হয়। প্রতিবছরই সেই মণ্ডপে নানা সমাজ সচেতনতার বার্তা দেওয়া হয়। ‌এ বছরও যার অন্যথা হয়নি। ৬০ বছর আগে এই ক্লাবের পথ চলা শুরু। এবছর তাদের থিম হিন্দু পৌত্তলিকতা। যা মণ্ডপের প্রতিটি দেওয়ালে সুনিপুণভাবে তুলে ধরেছেন শিল্পীরা। রবিবার সন্ধ্যায় এই পুজোর ভার্চুয়াল উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 
শুঁড়িপাড়া বোলপুর পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের অন্তর্গত। বাসিন্দারা অধিকাংশই খেটে খাওয়া মানুষ। তবে তাঁরাও যাতে দুর্গাপুজোর উৎসবে শামিল হতে পারেন, সেজন্য এগিয়ে আসেন স্থানীয় যুবকরা। বিভিন্ন সামাজিক কাজের পাশাপাশি ছোট আকারে কালীপুজো, সরস্বতী পুজো করলেও দুর্গাপুজোর জন্য যেতে হতো অন্য পাড়ায়। এর ফলে বাড়ির মহিলা ও ছোটরা বাঙালির শ্রেষ্ঠ উৎসবে মন খুলে আনন্দ করতে পারত না। বিষয়টি ভাবিয়ে তোলে এলাকার যুবকদের। এরপর তাদের মিলিত প্রয়াসে গঠিত হয় শুঁড়িপারা অগ্রগামী সঙ্ঘ। ১৯৬৪ সালে ছোট আকারে প্রথম দুর্গাপুজোর আয়োজন করে এই ক্লাবের সদস্যরা। ক্লাব প্রতিষ্ঠার সময় যে সব সদস্য সক্রিয় ছিলেন তাঁদের অনেকেই আর এই জগতে নেই। কিন্তু তাঁদের তৈরি সেই চারাগাছকে যত্নে লালন করে মহীরূহ করে তুলেছেন ক্লাবের বর্তমান সদস্যরা। 
এবছর তাঁদের পুজোর থিমে হিন্দু ও সনাতন ধর্মের বৈশিষ্ট্যগুলি সযত্নে তুলে ধরা হয়েছে। এর জন্য এবছর পুজোর বাজেট তিন লক্ষ টাকা বলে জানিয়েছেন দুই সভাপতি সুলভ ঘোষ ও প্রবীর হাজরা। এছাড়া মন্দিরের থিমের বিষয়ে দুই সম্পাদক রাহুল চৌধুরী ও রোহিত বাগদি বলেন, প্রতিবছরই মণ্ডপের থিমকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। 
এবছর হিন্দু ধর্মের স্বস্তিক চিহ্ন, গণেশ মূর্তি প্রভৃতি বিষয়গুলি থার্মোকল, কাপড়, কাগজ ইত্যাদি দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। এছাড়া প্লাস্টিক মুক্ত সমাজ গড়ার বার্তা দেওয়া হয়েছে মণ্ডপের প্রতিটি দেওয়ালে। ‌পুজো শুরুর আগে থেকেই যেভাবে ভিড় উপচে পড়ছে তাতে আমাদের পরিশ্রম সার্থক। আজ, মঙ্গলবার সন্ধ্যায় মন্ত্রী চন্দ্রনাথ সিনহা পুজোর সূচনা করবেন। -নিজস্ব চিত্র
2Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিয়ে ব্যস্ততা বৃদ্ধি। গৃহে কোনও শুভানুষ্ঠান উপলক্ষে অতিথি সমাগমে আনন্দ। দেহে আঘাত...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৭৩ টাকা৮৬.৪৭ টাকা
পাউন্ড১০৫.৩৭ টাকা১০৯.০৯ টাকা
ইউরো৮৭.৪৫ টাকা৯০.৮১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
28th     December,   2024
দিন পঞ্জিকা