গ্রামে নানা হারানো সামগ্রী তুলে ধরবে সাঁইথিয়ার শিবেশ্বরধাম পুজো কমিটি

সংবাদদাতা, সিউড়ি: গ্রামের হারিয়ে যাওয়া নানা সামগ্রীকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরবে সাঁইথিয়ার শিবেশ্বরধাম দুর্গাপুজো কমিটি। সাঁইথিয়া আশ্রমপল্লি বাইপাস এলাকায় তাঁদের দ্বিতীয় বর্ষের পুজোর আয়োজন হয়েছে। রবিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পুজোর উদ্বোধন করেন। এই কমিটির পুজোর বাজেট প্রায় পাঁচ লক্ষ টাকা। থিম ‘হারিয়ে যাওয়া গাঁয়ের স্মৃতি’। পুরনো দিনের হ্যারিকেন, মই, খড়ের চালা, পটচিত্র, ধামা, কুলো-প্রভৃতি গ্রামের হারিয়ে যাওয়া জিনিস তারা তুলে ধরছে। সেইসঙ্গে সাবেকি প্রতিমা পুজো হবে।
স্থানীয়দের মতে, এই পুজো আগামী দিনে শহরের বিগ বাজেটের পুজোর তালিকায় নাম লেখাবে। স্থানীয় বিভিন্ন পরিবারের মহিলারা স্বতঃস্ফূর্তভাবে পুজোর আয়োজনে হাত লাগিয়েছেন। স্থানীয় বাসিন্দা মৌসুমি মহন্ত, প্রীতি বর্মা, চন্দনা মণ্ডল, সুস্মিতা দাস, সোনালি মণ্ডলরা বলেন, এই এলাকায় নতুন পুজোর আয়োজনে আমরা খুব খুশি। এবার পুজোকে ঘিরে খুব আনন্দ করব। সবাই একসঙ্গে মিলে পুজোর আয়োজন করছি।
পুজো কমিটির সম্পাদক সুরঞ্জন চট্টোপাধ্যায় ও সভাপতি সুশোভন মুখোপাধ্যায় বলেন, গত বছর আমরা খুব ছোট করে পুজোর সূচনা করেছিলাম। কিন্তু এবার আমাদের পুজোয় থিমের আয়োজন করা হয়েছে। আগামী দিনে আরও বড় আকারে পুজো করার চেষ্টা করব। এবার মুখ্যমন্ত্রী নিজে আমাদের পুজোর উদ্বোধন করেছেন। এতে আমরা সবাই খুব খুশি হয়েছি। এবার আমরা পুজোর আগে এলাকার প্রায় এক-দেড়শো দুঃস্থ মানুষকে বস্ত্র বিতরণ করব।
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

শেয়ার প্রভৃতি ক্ষেত্র থেকে অর্থাগমের প্রবল যোগ। জরুরি কাজগুলি আগে করুন। সাফল্য পাবেন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৩ টাকা৮৫.২৭ টাকা
পাউন্ড১০৭.৬২ টাকা১১১.৪০ টাকা
ইউরো৮৯.৩৬ টাকা৯২.৭৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
9th     November,   2024
দিন পঞ্জিকা