দিল্লির চিত্তরঞ্জন পার্কের পুজোয় থিম ও সাবেকিয়ানার মেলবন্ধন

দিব্যেন্দু বিশ্বাস, নয়াদিল্লি: খাস দিল্লিই হোক বা আশেপাশের ইন্দিরাপুরম, নয়ডা অথবা গুরুগ্রাম। দিল্লি এবং তার সংলগ্ন এলাকাগুলিতে বিগত কয়েক বছর ধরেই পুজোর কোনও কমতি নেই। শারদোৎসবে মাতোয়ারা আপামর প্রবাসী বাঙালি। তবুও সব ছাপিয়ে বাঙালি থেকে অবাঙালি দর্শনার্থী প্রত্যেকের প্রশ্ন একটিই— সিআর পার্ক এবার কী করছে?
দিল্লির বাঙালি মহল্লা চিত্তরঞ্জন পার্ক একবার ছুঁয়ে না এলে আমজনতার দুর্গাপুজো যেন সম্পূর্ণ হয় না। আর তা মাথায় রেখেই প্রতিবার নিত্যনতুন ভাবনায় মাতেন সিআর পার্কের পুজো উদ্যোক্তারা। পাশাপাশি বিভিন্ন খাদ্যসম্ভারের ‘আনন্দমেলা’ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান তাতে প্রতিবারই অন্য মাত্রা যোগ করে। আগামী বছর আবার সুবর্ণ জয়ন্তী বর্ষের উদযাপন সিআর পার্কের একাধিক পুজোর। ফলে এবারের ৪৯তম বছরে তারই প্রাক প্রস্তুতিতে মাতছে সেইসব পুজো। থিম এবং সাবেকিয়ানার মিশেলে তাই উৎসবের আবাহন শুরু হয়েছে দিল্লির বাঙালি পাড়ায়। সিআর পার্কের ‘ম্যাডক্স স্কোয়ার’ কালীবাড়িতে জুড়ছে পুজোর অন্যতম উপাচার - নিখাদ আড্ডা! 
কো-অপারেটিভ গ্রাউন্ড, মেলা গ্রাউন্ড এবং বি ব্লক - সিআর পার্কের এই তিনটি পুজোর এবার ৪৯তম বছর। কো-অপারেটিভ তাদের ভাবনায় তুলে এনেছে গ্রামবাংলার একটুকরো ছবি। মণ্ডপসজ্জায় ব্যবহৃত হচ্ছে হারিয়ে যেতে বসা হাতপাখা, গাছকৌটো এবং গামছা। মণ্ডপ সজ্জায় দেওয়া হচ্ছে আলপনাও। এমনকী প্রতিমার মুখশ্রীতেও গ্রামবাংলার ছাপ স্পষ্ট। পুজোর কোষাধ্যক্ষ লিপি চট্টোপাধ্যায় বললেন, প্রতিমায় গ্রামবাংলার ‘ইনোসেন্স’ ধরতে চেয়েছি আমরা। বি ব্লক তাদের পুজোর থিম করেছে কাশীর বিশ্বনাথ মন্দির। সম্পূর্ণ পরিবেশবান্ধব পদ্ধতি মেনে নিখুঁতভাবে তৈরি হচ্ছে সেই মন্দিরের আদল। ফুটিয়ে তোলা হচ্ছে কাশীর অলিগলি। মণ্ডপের মূল প্রবেশদ্বারেও বারাণসীর ছাপ রয়েছে। পুজোর বিনোদন আহ্বায়ক গোপা বসুর কথায়, এই বছর প্রতিমার উচ্চতাও কিছুটা বৃদ্ধি করা হচ্ছে। থিম থাকলেও আমাদের প্রতিমা অবশ্য সাবেকিই থাকে। এবারেও তার ব্যতিক্রম হচ্ছে না। মেলা গ্রাউন্ড পুজো কমিটির ব্যবস্থাপনা সম্পাদক নারায়ণ দে জানালেন, আমাদের যাবতীয় প্রস্তুতি চলছে আগামী বছর ৫০তম বছরকে মাথায় রেখেই। এবার আমরা পুজোর মূল রীতিনীতি এবং ভোগপ্রসাদের উপর জোর দিচ্ছি বেশি। তবে এই পুজোয় যে মেলা বসে, তাতে কোনও খামতি রাখার প্রশ্নই উঠছে না। 
সিআর পার্ক পকেট ফর্টি এবং কে ব্লকের সম্মিলিত পুজো নবপল্লি। সেখানেও সাবেক বাঙালিয়ানাকে ফুটিয়ে তুলছেন উদ্যোক্তারা। মণ্ডপ সজ্জায় ব্যবহার করা হচ্ছে মা দুর্গার মুখ। ডি ব্লক পুজো কমিটিও তাদের এবারের পুজোয় গ্রামাঞ্চলকে তুলে ধরতে কোমর বেঁধেছে। তবে এই প্রস্তুতি আরও প্রাণবন্ত করতে খোদ সুন্দরবন এবং নবদ্বীপ থেকে গ্রামবাংলার নিজস্ব পণ্য নিয়ে আসছেন উদ্যোক্তারা। সাধারণ সম্পাদক সুজয় ঘোষ জানালেন, সুন্দরবনের মধু, ঘি, নবদ্বীপের দই নিয়ে পুজো মণ্ডপে হাজির থাকবেন ওখানকার বাসিন্দারা। সেগুলি ক্রয়যোগ্যও বটে। পাশাপাশি মেদিনীপুরের প্রায় ৮০ জন শিল্পী আমাদের এই বছরের মণ্ডপসজ্জার দায়িত্বে আছেন। বিগত কয়েক বছরে ক্রমশ পাল্টেছে সিআর পার্কের চারিত্রিক বৈশিষ্ট্য। পুরনো বাড়ি ভেঙে গিয়ে ক্রমশ মাথা উঁচিয়ে দাঁড়িয়ে ফ্ল্যাট। তবুও পাল্টায়নি এখানকার আমবাঙালির বৈঠকী মেজাজ। সিআর পার্ক কালীবাড়ির মাঠে তাই সাবেকি পুজোয় অংশ নিয়ে এবারেও জমে উঠবে ভরপুর আড্ডা।
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক সম্পত্তি বিক্রয়ে অর্থাগমের যোগ। যেকোনও ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে চলুন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৮ টাকা৮৫.০২ টাকা
পাউন্ড১০৭.১৭ টাকা১১০.৯৫ টাকা
ইউরো৮৯.৮৫ টাকা৯৩.২৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা