পুজো ২০২৪

ধাত্রীগ্রাম সম্প্রীতির এবার পুজোর থিম ‘ফিরে দেখা’

সংবাদদাতা, কালনা: হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের উদ্যোগে ধাত্রীগ্রাম সম্প্রীতির দুর্গাপুজো এবার ষষ্ঠবর্ষ। তাদের থিম ‘ফিরে দেখা’। বিষ্ণুপুরের পোড়ামাটির শিল্প সহ হারিয়ে যেতে বসা বিভিন্ন মাটির পাত্র, পুতুল, খেজুরপাতা দিয়ে তৈরি হচ্ছে বিশাল মণ্ডপ। তিন মাস ধরে ১৫জন কর্মী রাতদিন কাজ করে চলেছেন। উদ্যোক্তাদের দাবি, বিগত বছরের মতো এবারও পুজোর কয়েকদিন মণ্ডপে ভিড় উপচে পড়বে। পুজোয় সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি বস্ত্র বিতরণও করা হবে। 
পাঁচ বছর কয়েক আগে তাঁত অধ্যুষিত ধাত্রীগ্রামে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে মিলনের সেতুবন্ধন ও মানুষের সেবার লক্ষ্যে গড়ে ওঠে ধাত্রীগ্রাম সম্প্রীতি নামে কমিটি। এলাকার শিক্ষক, অধ্যাপক, ব্যবসায়ী ও যুবকদের নিয়ে গড়া কমিটি দুর্গাপুজো শুরু করতে সহমত হয়। সেই থেকে শুরু হয় দুর্গাপুজো। শুরুতেই বিগ বাজেটের পুজো করে চমকে দেয় দর্শনার্থীদের। পরপর কয়েক বছর ধরে বিগ বাজেটের আকর্ষণীয় পুজো করে আসছে তারা। কমিটির সক্রিয় সদস্য তরুণ বন্দ্যোপাধ্যায়, প্রীতম বসাক, উত্তম বসাক, গৌতম বসাক, অশোক চৌধুরী, গিয়াসউদ্দিন শেখ, আহাব শেখরা পুজোর প্রস্তুতিতে ব্যস্ত। পাশে পেয়েছেন সুব্রত পালকে। শুধু পুরুষরা নয়, পাশে রয়েছেন প্রবাসী গৃহবধূ পামেলি দেবনাথ সহ করুণা দেবনাথ, শীলা বসাকরা। 
২০২২সালে জেলার সেরা মণ্ডপসজ্জায় বিশ্ববাংলা শারদ সম্মান পায়। এবার তাদের বাজেট প্রায় দশ লক্ষ টাকা। বিশাল এলাকাজুড়ে মণ্ডপে থাকছে অতীত ও বর্তমানের হস্তশিল্প সহ প্রকৃতি থেকে নেওয়া গাছপালার অংশ দিয়ে সুদৃশ্য মণ্ডপ। দীর্ঘ এলাকাজুড়ে আলোর রোশনাই থাকছে। বিগত বছরের মতো এবার চতুর্থীতে পুজোর উদ্বোধনে সেলিব্রিটি থেকে বিশিষ্টরা হাজির থাকবেন। পুজো কমিটির সম্পাদক রেজাউল মোল্লা বলেন, ধর্ম যার যার উৎসব সকলের। এলাকার হিন্দু-মুসলিম সম্প্রদায়ের একতার বন্ধনই ধাত্রীগ্রাম সম্প্রীতির মূল কথা। সারা বছর আমরা দুঃস্থদের সাহায্য করার পাশাপাশি বিপদে আপদে মানুষের পাশে থাকি। দুর্গাপুজোয় ধর্মের বেড়াজাল ভেঙে একতার আনন্দই উৎসব। পুজোয় আর্থিক অনুদানের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমরা কৃতজ্ঞ। -নিজস্ব চিত্র
8d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ধর্মকর্মে সক্রিয় অংশগ্রহণে মানসিক তৃপ্তি ও সামাজিক সুনাম। পেশাদার শিল্পীদের শুভ সময়।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৫ টাকা৮৪.৮৯ টাকা
পাউন্ড১০৮.২৫ টাকা১১১.৮০ টাকা
ইউরো৯০.৭১ টাকা৯৩.৮৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা