পুজো ২০২৪

কাটোয়ার বনেদিবাড়ির পুজোয় নানা রীতি, কোথাও দেওয়া হয় ইলিশ, কোথাও বাটামাছের ভোগ 

সংবাদদাতা, কাটোয়া: কাটোয়ার বনেদিবাড়ির পুজোগুলির মধ্যে অন্যতম শহরের গঙ্গোপাধ্যায় পরিবারের দুর্গাপুজো। প্রাচীন তালপাতার পুঁথি দেখে আজও মন্ত্রপাঠ করা হয়। পুজোয় দেবীকে দিতে হয় জোড়া ইলিশের ভোগ। প্রায় ৩৫০বছরের বেশি সময় ধরেই এমন প্রথা চলে আসছে গঙ্গোপাধ্যায় পরিবারে।
পরিবারের সদস্যরা জানান, স্বপ্নাদেশ পেয়ে উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই পুজো শুরু হয়। তবে পরবর্তীকালে এই পরিবারের বংশধর না থাকায় দৌহিত্র বংশধর গঙ্গোপাধ্যায় পরিবার পুজোর দায়িত্ব নেয়। এদিকে গঙ্গোপাধ্যায় পরিবারেরও পরবর্তীকালে একই সমস্যা দেখা দেয়। তখন পরিবারের সদস্য তারাপদ গঙ্গোপাধ্যায় ক্ষুদিরাম মুখোপাধ্যায়কে কালনা থেকে কাটোয়ায় নিয়ে আসেন। সেখানেই তাঁর স্থায়ীভাবে বসবাসের ব্যবস্থা করে পুজোর দায়িত্ব দেন। সেই থেকেই ক্ষুদিরামবাবুর বংশধরেরাই এই পুজো চালিয়ে আসছেন। মুখোপাধ্যায়রা এই পুজো চালিয়ে এলেও এই পুজো গঙ্গোপাধ্যায় বা গাঙ্গুলিবাড়ির পুজো নামেই পরিচিত। 
এই পুজোর প্রধান বৈশিষ্ট্য এখনও সাবেকি আমলের তালপাতার পুঁথি দেখেই পুজো করা হয়। নবমীর দিন দেবীকে জোড়া ইলিশের ভোগ দেওয়া হয়। আগে গঙ্গোপাধ্যায় বাড়ির পুজোয় গঙ্গার টাটকা ইলিশ ভোগ দেওয়া হতো। কাটোয়ার জেলেপাড়ার এক পরিবার বংশ পরম্পরায় ওই জোড়া ইলিশ জোগান দেয়।
অন্যদিকে কাটোয়ার বনগ্রামের চট্টোপাধ্যায় বাড়ির দুর্গা ‘পুঁই-চিংড়ি দুর্গা’ নামে খ্যাত। শোনা যায়, চট্টোপাধ্যায়দের আদিবাসস্থান বনগ্রামে ছিল না। কোনও এক কুমোর গিন্নির ভিক্ষা ছেলে হিসেবে দুকড়ি চট্টোপাধ্যায় বনগ্রামে বসতি স্থাপন করেন। কুমোরদের গৃহদেবী ছিলেন মা দুর্গা। তারপর কুমোর বংশ লোপ পায়। তারপরেই চট্টোপাধ্যায়রাই এই পুজোর দায়িত্ব নেন। এখানেও পুজোর পুঁইশাক ও চিংড়ি মাছ ভাজার ভোগ নিবেদন করাটাই রীতি। প্রায় ৩০০বছর ধরে এই রীতি চলে আসছে।
অন্যদিকে কাটোয়া শহরের সিদ্ধেশ্বরী তলায় বিশ্বাসবাড়িতে দেবী দুর্গার আরাধনা হয় ইলিশ, চিংড়ি ও বাটা মাছের ভোগ নৈবেদ্য দিয়েও।  নিয়ম আছে মহালয়ার আগের দিন বাড়ির কোনও সদস্যই ঘুমাতে পারবেন না। আর মহালয়ার দিন থেকে দশমী পর্যন্ত যেকোনও মাছ দেওয়া হবে দেবীকে। আর নবমীর দিন ইলিশ, চিংড়ি ও বাটা মাছ দিতে হবে দেবীকে। তবে এরমধ্যে সপ্তমী থেকে দশমী পর্যন্ত শুক্রবার পড়লে সেদিন দেবীকে নিরামিষ ভোগ দেওয়া হয়। কারণ বাড়িতে সতীমাও থাকেন।  কিন্তু দেবীকে ইলিশ কেন দেওয়া হয়? শহরে ইতিহাস নিয়ে চর্চা করেন এমন অনেকের মতে, আসলে দেবী দুর্গাকে অনেকেই বাড়ির নিজের মেয়ের মতো দেখেন। তাই বাড়ির সদস্যরা যা খেতে ভালোবাসেন, সেটাই হয়তো ভোগ হিসেবে দেবী দুর্গাকে নিবেদন করেন।
8d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ধর্মকর্মে সক্রিয় অংশগ্রহণে মানসিক তৃপ্তি ও সামাজিক সুনাম। পেশাদার শিল্পীদের শুভ সময়।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৫ টাকা৮৪.৮৯ টাকা
পাউন্ড১০৮.২৫ টাকা১১১.৮০ টাকা
ইউরো৯০.৭১ টাকা৯৩.৮৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা