পুজো ২০২৪

কর্মমন্দির পরিচালিত দেয়ারাপাড়া সর্বজনীনের থিম ‘রহস্যময় অনুবিস’

সমীর সাহা, নবদ্বীপ: নবদ্বীপের প্রাচীন পুজোগুলির মধ্যে অন্যতম নবদ্বীপ কর্মমন্দির পরিচালিত দেয়ারাপাড়া সর্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো।  প্রতি বছর কোনও না কোনও নতুন থিমের ভাবনা ও পরিকল্পনার মধ্যে দিয়ে প্রতিমা, পুজো মণ্ডপ এবং আলোকসজ্জায় দর্শনার্থীদের নতুন কিছু উপহার তুলে দিচ্ছেন পুজো উদ্যোক্তারা। বিগত বছরও বিশ্ব বাংলা শারদ সম্মানে জেলার মধ্যে সেরা প্রতিমার শিরোপা পেয়েছে এই প্রাচীন পুজোটি ।
নবদ্বীপ কর্মমন্দির পরিচালিত দেয়ারাপাড়া সার্বজনীনের এই পুজো ৭৯ বছরের প্রাচীন। বারোয়ারি পুজো হলেও স্থানীয় বাসিন্দাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই পুজো বর্তমানে পারিবারিক পুজোর রূপ নিয়েছে।
কর্মমন্দিরের এবছরের থিম ‘রহস্যময় অনুবিস’। মৃত্যুজগতের দেবতার এক অলৌকিক ইতিহাস। মিশরীয় সভ্যতা বলতে সবারই জানা পিরামিড। পিরামিডেরও আলাদা একটা ইতিহাস আছে। মিশরে কেন পিরামিড ও মমি  এসেছিল এবং কারা এনেছিল, সে প্রশ্নকে সামনে রেখেই এগিয়েছে পুজোর থিম। সেখানে শেয়াল দেবতা বা অনুবিস থেকে আসে মমি আর সেই মমি থেকে আসে পিরামিড। কিন্তু পিরামিডের আগের ইতিহাসটা আজ পর্যন্ত কেউ দেখায়নি। সেই ইতিহাস আজও অজানা রয়ে গিয়েছে। অনুবিস বা শেয়াল দেবতার দুর্গ এই মুহূর্তে মিশরেও নেই। সেটা শুধু ছবিতেই রয়ে গিয়েছে। সেই দুর্গ কী রকম ছিল, তা অনুমান করে ইতিহাসের পাতা থেকে একটা ছবি সংগ্রহ করে এ বছর মণ্ডপের থিমে তুলে ধরা হচ্ছে। 
বাঁশ, কাঠ, তালপাতা, মাদুরের মতো বিভিন্ন রকমের চাটাই, ফোমের বিভিন্ন মডেল দিয়ে তৈরি করা হচ্ছে ৩৫ ফুট লম্বা ও ৩৫ ফুট চওড়া পুজামণ্ডপ। সেই পুজো মণ্ডপে বিশেষ আকর্ষণ থাকছে, অনুবিসের বাবাকে প্রথম যে মমি করা হয়েছিল, সেই মমির মতো একটি মমি থাকছে। এছাড়া অনুবিসের মডেলও থাকছে। অনুবিসকে বলা হয় মৃত্যুদেবতার ভগবান। কোনও মানুষ মারা যাওয়ার পর তাঁকে স্বর্গে নিয়ে যাওয়ার কাজ করত অনুবিস। প্যান্ডেলের সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি হচ্ছে একচালা ১৫ ফুটের আর্টের প্রতিমা। সম্পূর্ণ মাটির কাপড় আর মাটির সাজে রাজবেশে সজ্জিতা প্রতিমা। 
পুজো কমিটির সম্পাদক পুষ্কর সাহা বলেন, প্রতিদিন পঞ্চব্যঞ্জন দিয়ে অন্নভোগ  দেওয়া হয়। এছাড়া সপ্তমী থেকে দশমী পর্যন্ত প্রতিদিনই এলানিয়া শিবতলার আলোকনাথ শিবকে আমন্ত্রণ করে পুজো মণ্ডপে নিয়ে আসা হয়। সপ্তমীর দিন পুজো কমিটির সকল সদস্যরা প্রায় সাতশো  প্রতিবেশী নিয়ে একসঙ্গে বসে প্রসাদ পান। চতুর্থ থেকে নবমী পর্যন্ত পুজোমণ্ডপের সামনে মঞ্চ করে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 
8d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ধর্মকর্মে সক্রিয় অংশগ্রহণে মানসিক তৃপ্তি ও সামাজিক সুনাম। পেশাদার শিল্পীদের শুভ সময়।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৫ টাকা৮৪.৮৯ টাকা
পাউন্ড১০৮.২৫ টাকা১১১.৮০ টাকা
ইউরো৯০.৭১ টাকা৯৩.৮৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা