পুজো ২০২৪

বাগাডোবা নিউ ইয়ং স্টারের থিমে কেদারনাথের মন্দির

সংবাদদাতা, তেহট্ট: তেহট্ট থানার বারোয়ারি দুর্গাপুজোগুলির মধ্যে অন্যতম নাজিরপুরের বাগাডোবা নিউ ইয়ং স্টারের পুজো। ৩০তম বর্ষে এবার তাদের থিম ‘কেদারনাথ মন্দির’। উত্তরাখণ্ডের পাহাড়ের উপরের সেই বিশাল মন্দিরের আদলেই করা হচ্ছে মণ্ডপ। ইতিমধ্যেই যার কাজ এগিয়েছে অনেকটা। অন্যান্যবারের মতো এবারও দর্শকদের মন জয় করতে প্রস্তুত উদ্যোক্তারা।
উদ্যোক্তারা জানান, এরা প্রতিবার নানা রকমের থিম ও আলোকসজ্জা করে মানুষের মন জয় করে। প্রতিবছর এই পুজো দেখতে দূরদূরান্তের মানুষ ছুটে আসে। এখানের পুজোয় থাকে অভিনবত্বের ছোঁয়া। এবারও তার কোনও ব্যতিক্রম হয়নি। এর আগে এই ক্লাবের থিমে তুলে ধরা হয়েছিল ‘চন্দ্রযান’। সেই সঙ্গে শিশুদের জন্য করা হয়েছিল কার্টুনের দেশ। এবার তাঁদের থিম ‘কেদারনাথ মন্দির’। সেই সঙ্গে থাকছে নানা ধরনের আলোকসজ্জা। মণ্ডপে তুলে ধরা হবে বিভিন্ন সামাজিক সচেতনতামূলক প্রচার। ইয়ং স্টারের পুজো দেখতে গেলে নাজিরপুর কালীমন্দির থেকে ৩০০মিটার পূর্ব দিকে গিয়ে রাধাগোবিন্দ মন্দিরের সামনে যেতে হবে। এবার এই ক্লাবের বাজেট ৩লক্ষ টাকা। প্রতিমা বিসর্জনেও থাকবে চমক। আনা হবে নানা ট্যবলো, বাজনা সহ থাকবে সুসজ্জিত শোভাযাত্রা। 
ক্লাবের সভাপতি রাজীব সাহা বলেন, আমাদের পুজো এবার ৩০বছরে পড়ল। প্রতিবার আমাদের ঠাকুর ও প্যান্ডেল দেখতে দূরদূরান্তের মানুষ ভিড় জমায়। এবারও আশা রাখি আমাদের মণ্ডপে মানুষ ভিড় করবে। তিনি আরও বলেন, আমরা নানারকম সমাজসচেতনমূলক কাজ করি। আমাদের মণ্ডপে নানা ধরনের সামাজিক সচেতনতার বার্তা তুলে ধরব। আমরা বাইরে থেকে চাঁদা না তুলে এই পুজো করি। কারণ আমরা সরকারি আর্থিক সাহায্যের অনুদান পাই। সব মিলিয়ে আমরা প্রতিবারের মতো এবারও মানুষের মন জয় করতে পারব বলে আশা রাখি।
8d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ধর্মকর্মে সক্রিয় অংশগ্রহণে মানসিক তৃপ্তি ও সামাজিক সুনাম। পেশাদার শিল্পীদের শুভ সময়।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৫ টাকা৮৪.৮৯ টাকা
পাউন্ড১০৮.২৫ টাকা১১১.৮০ টাকা
ইউরো৯০.৭১ টাকা৯৩.৮৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা