পুজো ২০২৪

কাত্যায়নী মন্ত্রে পূজিত হন বউবাজার বড়পাঠক বাড়ির চিন্তামণি কুঞ্জের দুর্গা

সংবাদদাতা, নবদ্বীপ: নবদ্বীপের বউবাজার বড়পাঠক বাড়ির চিন্তামণি কুঞ্জে দেবীদুর্গা ‘কাত্যায়নী’ মন্ত্রে পূজিত হয়ে আসছেন। ২১৫ বছরের প্রাচীন এই পুজো। একটা সময় চিত্রপটে এই পুজো হতো। স্থানীয় মানুষের চাহিদা মেনে এলাকার মানুষজন যাতে এই পুজোয় অংশ নিতে পারেন, সেই চিন্তাভাবনা থেকেই গত পাঁচ বছর ধরে মন্দিরের একটি ঘরে মৃন্ময়ী মূর্তি পুজো করার সিদ্ধান্ত নেন মন্দির কর্তৃপক্ষ। এই পুজো শুরু করেছিলেন কুঞ্জের প্রতিষ্ঠাতা রামসুন্দর বিদ্যালঙ্কার। উল্লেখ্য, এই কুঞ্জের মন্দিরে সারা বছর পূজিত হন গৌর গদাধর, রাধা গোবিন্দ বিগ্রহ এবং প্রাচীন প্রায় সাড়ে তিনশো বছরের শালগ্রাম শিলা। দুর্গাপুজোর দিনগুলিতে একই সঙ্গে দেবী দুর্গার পাশাপাশি অন্যান্য বিগ্রহগুলি আলাদা আলাদাভাবে পুরোহিত পুজো করেন। বৈষ্ণবীয় মন্দিরে দেবী দুর্গার পুজোর ষষ্ঠীতে পঞ্চব্যঞ্জন সহকারে অন্নভোগ দেওয়া হয়। সপ্তমীতে অন্ন কচুর শাক, অষ্টমীতে খিচুড়ি, নবমীর ভোগে কচু সহ পাঁচ তরকারি আর দশমীতে দেবীকে পান্তাভোগ দেওয়া হয় । 
বড় পাঠকবাড়ি চিন্তামণি কুঞ্জের অন্যতম সেবায়েত প্রভুপাদ কৃষ্ণেন্দু চক্রবর্তী বলেন, শ্রীমদ্ভাগবত মহাপুরাণ মতে দ্বাপর যুগে কৃষ্ণকে পেতে কাত্যায়নী আরাধনা করেছিলেন ব্রজ গোপীগণ। এই পরম্পরাকে ধরে রেখে আজকের দিনেও বৈষ্ণব সমাজ এই ব্রতটি পালন করেন। সেই ধারাতেই এখানে কাত্যায়নী মন্ত্রে দেবী দুর্গার পুজো হয়। দশ মহাবিদ্যার একটি রূপ কাত্যায়নী। আমরা বৈষ্ণবগণ দেবী দুর্গাকে কাত্যায়নী রূপে পুজো করে মায়ের কাছে রূপ, যশ, ধনের পরিবর্তে শুধু এইটুকুই চাই সারাজীবন যেন গোবিন্দের সেবা করে যেতে পারি। বড়পাঠক বাড়ির গৃহকর্ত্রী শৈলজা দেবী বলেন, এই দেবীর পুজার মূল ভোগ বাড়ির মহিলাদের আয়োজন করতে হয়। প্রতিদিন নতুন পাঁচ রকমের সব্জি ও মিষ্টান্ন ও অষ্টমীতে খিচুড়ি ভোগ হয়। এখানে সন্ধিপুজোর বিশেষ আকর্ষণ ১০৮টি ঘৃত প্রদীপ নিবেদন। এই পুজো দেখতে স্থানীয় বাসিন্দা এবং মন্দিরের ভক্তরা ভিড় করেন।
8d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ধর্মকর্মে সক্রিয় অংশগ্রহণে মানসিক তৃপ্তি ও সামাজিক সুনাম। পেশাদার শিল্পীদের শুভ সময়।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৫ টাকা৮৪.৮৯ টাকা
পাউন্ড১০৮.২৫ টাকা১১১.৮০ টাকা
ইউরো৯০.৭১ টাকা৯৩.৮৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা