পুজো ২০২৪

কুমিরের পিঠে আবির্ভাব সরপাই সর্বমঙ্গলা দেবীর

সংবাদদাতা, কাঁথি: কাঁথি-৩ ব্লকে প্রাচীন মন্দিরগুলি ছাড়াও ক্লাবের পুজোগুলিকে ঘিরে এলাকার মানুষের মধ্যে বিশেষ আবেগ লক্ষ্য করা যায়।  মন্দিরের পুজোগুলির মধ্যে অন্যতম উল্লেখযোগ্য, নাচিন্দা মন্দির ও সরপাই সর্বমঙ্গলা মন্দিরের পুজো। এছাড়া কয়েকটি ক্লাবের পুজোতে মণ্ডপ-প্রতিমায় থাকে অভিনবত্ব। প্রতিটি জায়গায় পুজো উপলক্ষ্যে নানা অনুষ্ঠান ও কর্মসূচির আয়োজন থাকে।
নাচিন্দার ঐতিহ্যবাহী শ্রীশ্রী শীতলা ও চণ্ডীঠাকুরানির মন্দিরে মা চণ্ডী দুর্গারূপে পুজিতা হন। শতাধিক বছরের প্রাচীন এই মন্দিরে মা শীতলা, মা চণ্ডীর পাশাপাশি কালী ও রক্তাবতীর পুজো হয়। সপ্তমী থেকে দশমী পর্যন্ত মা দুর্গার বিশেষ পুজো আয়োজন করা হয়। মহাষ্টমীর দিন বহু মহিলা­­­­­-পুরুষ মন্দিরে অঞ্জলি দেন। পুজোকে কেন্দ্র করে মন্দির চত্বরে বসে মেলা। নাচিন্দা মন্দিরকে ঘিরে এলাকাবাসীর আবেগ রয়েছে চোখে পড়ার মতো।  সাধারণত সর্বত্র মহাষষ্ঠীর দিনই ঘটোত্তোলন বা দেবীর বোধন হয়। কিন্তু এখানে মহাসপ্তমীতেই বোধন হয়। তবে মন্দির চত্বরেই গ্রামবাসীদের পরিচালনায় একটি সর্বজনীন দুর্গাপুজোও হয়। আগে গ্রামবাসীরা পরিচালনা করলেও ৩০বছর ধরে মন্দির কর্তৃপক্ষ পুজোর সমস্ত দায়িত্ব নিয়েছে। নাচিন্দা শ্রীশ্রী শীতলা ও চণ্ডীঠাকুরানি মন্দির ম্যানেজিং সেবায়েত কমিটির চেয়ারম্যান তথা প্রাক্তন বিধায়ক অনিল মান্না বলেন, প্রচুর মানুষ অনুষ্ঠানে শামিল হন।
সরপাইতে শতাধিক বছরের প্রাচীন সর্বমঙ্গলা মন্দিরের পুজোকে কেন্দ্র করে মেতে ওঠেন এলাকার বাসিন্দারা। জনশ্রুতি রয়েছে, কুমীরের পিঠে চড়েই খাল থেকে খাঁড়ি হয়ে প্রবেশ করে জঙ্গলের মধ্যে মা সর্বমঙ্গলার আর্ভিভাব হয়েছিল। আর সেই সর্বমঙ্গলাই মা দুর্গারূপে পূজিত হন। এখানে দুর্গার মূর্তি গড়ে পুজো হয় না। সর্বমঙ্গলা মায়ের পুজোকে কেন্দ্র করে নানা জনশ্রুতি বিদ্যমান। তৎকালীন সময়ে ওড়িশা কোস্ট ক্যানেলের পার্শ্ববর্তী সরপাই এলাকাটি জঙ্গলময় ছিল। সর্বমঙ্গলা মা শীতলারই আরেক রূপ। সরপাই থেকে কয়েক কিলোমিটার দূরে নাচিন্দায় ঐতিহ্যবাহী শীতলা ও চণ্ডীঠাকুরানি মন্দির রয়েছে। কথিত আছে, সেই মন্দিরের পুরোহিতকে একদিন সর্বমঙ্গলা স্বপ্নে  দেখা দিয়ে বলেন, সরপাই এলাকায় জঙ্গলের মধ্যে তাঁর মূর্তি রয়েছে। স্বপ্নে মা তাঁকে ঩সেই মূর্তি উদ্ধার করে পুজো করার নির্দেশ দেন। এমনকী, দেবী কুমীরের পিঠে চড়ে খাল থেকে খাঁড়ি ধরে জঙ্গলের মধ্যে প্রবেশ করেছেন বলেও পুরোহিতকে জানান। এরপরই পুরোহিত সেখানে গিয়ে সত্যিকারেই খাঁড়িতে কুমীরের পায়ের ছাপ ও জঙ্গলে মায়ের মূর্তি দেখতে পান। সেই পুরোহিতের উদ্যোগে জঙ্গলেই মায়ের পুজো শুরু হয়। পরবর্তীকালে জঙ্গল পরিষ্কার করে মাটির মন্দির তৈরি হয়। বহুকাল মাটির মন্দিরই ছিল। কয়েকদশক আগে গ্রামবাসীদের উদ্যোগে পাকা হয়েছে। প্রতি সপ্তাহে মঙ্গলবার ও শনিবার পুজো হয়। পাশাপাশি শারদোৎসবের সময় সর্বমঙ্গলা দুর্গারূপে পুজিতা হন। মহানবমীর নিশিতে ছাগবলি বিশেষ আকর্ষণ। 
তবে শুধু নাচিন্দা কিংবা সর্বমঙ্গলা নয়-ব্লকে আরও বেশ কয়েকটি সর্বজনীন পুজো ধুমধাম করেই হয়। ব্লকের বহিত্রকুণ্ডা প্রভাতী সঙ্ঘের পরিচালনায় নবদুর্গার পুজোর এবার ২৪তম বর্ষ। পুজো উপলক্ষ্যে ১০দিনের মেলা বসে। মূল দুর্গাপ্রতিমার পুজো তো হয়ই, মা এখানে ন’টি রূপে পুজিতা হন। মহনবমীর দিন কুমারী পুজো বিশেষ আকর্ষণ। এছাড়া মারিশদা সপ্তর্ষি ক্লাব, ভাজাচাউলির গোবিন্দবাজার সর্বজনীন দুর্গোৎসব কমিটি, ধানঘরা খেয়ালি শিশুবৃন্দ, ধানঘরা মিলন সঙ্ঘ, কুমীরদা বাজার কমিটি, কালীনগর বাজার ব্যবসায়ী সমিতি, নাচিন্দা দক্ষিণ সর্বজনীন দুর্গোৎসব কমিটির পুজোও  উল্লেখযোগ্য।
8d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ধর্মকর্মে সক্রিয় অংশগ্রহণে মানসিক তৃপ্তি ও সামাজিক সুনাম। পেশাদার শিল্পীদের শুভ সময়।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৫ টাকা৮৪.৮৯ টাকা
পাউন্ড১০৮.২৫ টাকা১১১.৮০ টাকা
ইউরো৯০.৭১ টাকা৯৩.৮৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা