পুজো ২০২৪

শিলিগুড়িতে চারণ কবির স্মৃতিজড়িত আনন্দময়ী কালীবাড়িতে দুর্গামূর্তি বদল

সুব্রত ধর, শিলিগুড়ি: এ যেন একটি অধ্যায়ের অবসান! দশভুজার ‘আদলের’ পরিবর্তন। এবার মৃন্ময়ী দশভুজার পরিবর্তে পূজিত হবে ১০ ফুট উচ্চতা বিশিষ্ট মার্বেল পাথরের মূর্তি। তা রাজস্থান থেকে আনা হয়েছে। ইতিমধ্যে ওই মূর্তি প্রতিষ্ঠিত হয়েছে চারণ কবি মুকুন্দু দাসের স্মৃতিবিজরিত শিলিগুড়ির আনন্দময়ী কালীমন্দিরে। 
শহরের ঐতিহ্যবাহী দুর্গাপুজোগুলির মধ্যে আনন্দময়ী কালীবাড়ির পুজো উল্লেখযোগ্য। মাটির প্রতিমা দিয়েই এখানে দুর্গাপুজোর সূচনা হয়। এখানে মৃন্ময়ী মায়ের রূপ সাবেকি। মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে এখানে দুর্গামন্দির তৈরি করা হয়েছে। কয়েক মাস আগে বাসন্তী পুজোর দিন মন্দিরে প্রতিষ্ঠা করা হয় ১০ ফুটের মার্বেল পাথরের মূর্তি। তাতে নিত্য পুজো হয়। এবার দুর্গাপুজোও এখানে হবে। 
ভক্তদের কয়েক জন বলেন, বহুদিন ধরে চেষ্টা চালিয়ে একটি অধ্যায়ের পরিবর্তন করা সম্ভব হল। অর্থাৎ, স্থায়ী দুর্গামন্দির প্রতিষ্ঠিত হল। দীর্ঘদিনের আকঙ্খা পূরণ হল। আনন্দময়ী কালীবাড়ি সমিতির সাধারণ সম্পাদক ভাস্কর বিশ্বাস বলেন, দশভুজার রূপের কোনও পরিবর্তন হয়নি। মৃন্ময়ী মায়ের রূপ মার্বেল পাথরের মূর্তিতে ফুটিয়ে তোলা হয়েছে। দুর্গার সঙ্গেই লক্ষ্মী, সরস্বতী, কার্তিক ও গণেশ রয়েছে। রাজস্থানের মাকরান থেকে আনা এই মূর্তির উচ্চতা ১০ ফুট। এতে খরচ হয়েছে প্রায় ১৮ লক্ষ টাকা। ভক্তদের অনুরোধেই এই মূর্তি গড়া হয়েছে। এবার থেকে মূর্তির বিসর্জন হবে না। এখানে নিত্য পুজো হবে। 
আজ সন্ধ্যায় নাচ ও গানের মধ্যদিয়ে মহিষাসুরমর্দিনী পালা দেখানো হবে। মন্দির কমিটি জানিয়েছে, মহালয়ার পরে আরও দু’টি এখানে ভক্তিমূলক অনুষ্ঠান হবে। স্থানীয় একটি সাংস্কৃতিক সংস্থার সহযোগিতায় এমন পরিকল্পনা নেওয়া হয়ছে। প্রসঙ্গত, একদা মহাবীর স্থানের কাছে রেল স্টেশনের পাশেই ছিল জঙ্গল। তাতে ছিল বিপ্লবীদের ঘাঁটি। শরীর চর্চা থেকে লাঠি খেলা সবকিছুই হতো। ১৯২১ সালে এখানে কালীপুজোর সূচনা হয়। ১৯২৬ সাল নাগাদ চারণ কবি মুকুন্দদাস হাটখোলায় পালাগান করেন। সেখান থেকে সংগৃহীত অর্থের ৫০ শতাংশ মন্দির তৈরির জন্য দান করেন চারণ কবি। তিনিই মন্দিরের নামকরণ করেন আনন্দময়ী। পরবর্তীতে কাশি থেকে কষ্টিপাথরের কালীমূর্তি এনে মন্দিরে প্রতিষ্ঠা করেন কবি। ১৯৩১ সালে এখানে সূচনা হয় দুর্গাপুজোর।
শিলিগুড়ির আনন্দময়ী কালীবাড়ির নতুন দুর্গাপ্রতিমা। ছবিটি তুলেছেন পুলক কর্মকার। 
8d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ধর্মকর্মে সক্রিয় অংশগ্রহণে মানসিক তৃপ্তি ও সামাজিক সুনাম। পেশাদার শিল্পীদের শুভ সময়।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৫ টাকা৮৪.৮৯ টাকা
পাউন্ড১০৮.২৫ টাকা১১১.৮০ টাকা
ইউরো৯০.৭১ টাকা৯৩.৮৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা