পুজো ২০২৪

স্বপ্নাদেশ পেয়ে প্রতিমার পেট কেটে উদ্ধার হয় পুরোহিতের জীবন্ত কন্যা

সংবাদদাতা, জঙ্গিপুর: স্বপ্নাদেশে প্রতিমার পেট কেটে উদ্ধার হয়েছিল পুরোহিতের নিখোঁজ জীবন্ত কন্যা। মুর্শিদাবাদ জেলার সূতির গদাইপুরে বন্দ্যোপাধ্যায় বাড়ির প্রায় ৩৫০বছরের পুরনো পেটকাটি দুর্গাকে ঘিরে এমনই কাহিনী রয়েছে। 
কথিত আছে, একবার সন্ধিপুজোর সময় পুরোহিতকন্যা পুজোর জোগান দিচ্ছিল। আচমকা কিশোরীটি উধাও হয়ে যায়। কোথাও তাকে পাওয়া যাচ্ছিল না। ঠাকুরঘরে গিয়ে দেখা যায়, দুর্গাপ্রতিমার মুখে পুরোহিত কন্যার পোশাকের অংশ লেগে রয়েছে। মেয়েকে খুঁজে না পেয়ে সস্ত্রীক দেবীর কাছে হত্যে দেন পুরোহিত। দেবী সেই রাতেই তাঁদের স্বপ্নাদেশ দেন, বলি বন্ধ করে দেওয়ায় তাঁদের কন্যার রূপে মুগ্ধ হয়ে দেবী তাকে খেয়ে ফেলেছেন। তাই পুজোয় ছাগবলি দিয়ে দেবীকে সন্তুষ্ট করে প্রতিমার পেট কেটে মেয়েটিকে উদ্ধার করতে হবে। সেইমতো ছাগবলির পর প্রতিমার পেট কেটে জীবন্ত কিশোরীকে উদ্ধার করা হয়। সেই থেকে বন্দ্যোপাধ্যায় পরিবারের দেবী ‘পেটকাটি দুর্গা’ নামে লোকমুখে পরিচিত।
সূতির ৩৪ নম্বর জাতীয় সড়ক ছেড়ে ঢালাই রাস্তা ধরে কিছুটা এগোলেই গদাইপুর গ্রাম। পেটকাটি দুর্গাপূজার জন্যই এই গ্রাম বিখ্যাত হয়ে উঠেছে। পেটকাটি দুর্গামন্দিরের পিছনে একটি পুকুর রয়েছে। পুজোর সময় দূরদূরান্ত থেকে পুণ্যার্থীরা দেবীদর্শনে আসেন। অনেকে সেই পুকুরে স্নান করেন। পুজো দেন। বন্দ্যোপাধ্যায় বাড়ির সদস্য তথা মন্দিরের সেবায়েত প্রণয়কুমার বন্দ্যোপাধ্যায় বলেন, মা খুবই জাগ্রত। দেশের বহু প্রান্ত থেকে ভক্তরা মায়ের দর্শন করেন। আশীর্বাদ নিয়ে যান।
রঘুনাথগঞ্জের বাসিন্দা তথা পেশায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রবীন দাস বলেন, প্রতিবছর সপরিবারে গদাইপুরে গিয়ে মায়ের আশীর্বাদ গ্রহণ করি। এবারও মায়ের আশীর্বাদ নিতে যাব। অপরদিকে, জঙ্গিপুরের পালবাড়ির পুজো এবার ২৮তম বর্ষে পা দিল। বর্তমানে পেশায় শিক্ষক কৌশিক পাল ছোটবেলাতেই বাড়িতে দেবী দুর্গাকে প্রতিষ্ঠা করেন। পালবাড়ির ছোট ছেলেটি তখন পাড়ার মন্দিরে আর পাঁচটা কিশোরের মতো কৌতুহল নিয়ে ঠাকুর গড়া দেখত। একদিন নিজেই বাড়িতে ঠাকুর তৈরি শুরু করে। কাঠামো তৈরি, মূর্তিতে মাটি দেওয়া, রঙের প্রলেপ, অলঙ্কার-সব নিজে হাতে করে ফেলে। পুরোহিতও সে নিজেই। প্রাথমিক বিদ্যালয়ে পড়তে পড়তেই দেবী দুর্গাকে ঘরে প্রতিষ্ঠা করে। সেই থেকে দুর্গা আরাধনা চলছে পালবাড়িতে।
কৌশিকবাবু বলেন, পাড়ার মন্দিরতলায় ঠাকুর গড়া দেখে আমি প্রতিমা তৈরি করে পুজো শুরু করি। মায়ের কাছে একটাই প্রার্থনা, সমস্ত বিপদের হাত থেকে মা আমাদের যেন রক্ষা করেন।
মণ্ডপের পথে...। নদীয়ায় তোলা নিজস্ব চিত্র। 
5d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ধর্মকর্মে সঞ্চীয় অংশগ্রহণে মানসিক তৃপ্তি ও সামাজিক সুনাম। পেশাদার শিল্পীদের শুভ সময়।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.৫০ টাকা১১২.০৬ টাকা
ইউরো৯১.০৪ টাকা৯৪.২২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
5th     October,   2024
দিন পঞ্জিকা