পুজো ২০২৪

বাঘের সঙ্গে সুন্দরবনের মহিলাদের লড়াই এবারের থিম বেহালা ক্লাবে

স্বার্ণিক দাস, কলকাতা: ‘আমার মাথায় যতগুলি চুল রয়েছে, ততবার আমি বাঘ দেখেছি। প্রায় প্রতি সপ্তাহেই গর্জন শুনি। শুধু তাই নয়, কামড়ও খেয়েছি। ডোরাকাটা জন্তুটার সঙ্গে লড়াই করে নির্ঘাত মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছি স্বামীকে।’ বলছিলেন ভক্তদি। হ্যাঁ, এই নামেই সুন্দরবনের কোর এলাকায় পরিচিত তিনি। বাঘ-মানুষের লড়াইয়ে নিত্যদিন জিততে হয় তাঁকে। না হলেই দক্ষিণরায়ের পেটে যাওয়া স্রেফ সময়ের অপেক্ষা। 
কলকাতা থেকে দূরত্ব খুব বেশি নয়। শীত কিংবা বর্ষায় সুন্দরবন বাঙালির অন্যতম পছন্দ। উদ্দেশ্য একটাই, বাঘ দেখা। তবে শহরবাসীর কাছে সেটা উদ্দেশ্যর থেকে স্বপ্ন বলাই ভালো। কারণ, তা দেখা যায় কদাচিৎ। তবে পেটের তাগিদে ভক্ত দিদি, মল্লিকা দিদিদের প্রতিদিনই লড়তে হয়। কেউ বনে গিয়ে মধু সংগ্রহ করেন। কেউ আবার কাঁকড়া ধরেন। কিন্তু সবারই লক্ষ্য থাকে পিছন থেকে হালুম শব্দে তেড়ে এল না তো সে। সুন্দরবনের সেই সব ‘দশভুজা’দেরই জীবনকাহিনী তুলে ধরবে বেহালা ক্লাব। এবারের থিম ‘আরণ্যক’। ম্যানগ্রোভ এলাকার নারীদের না বলা কথাই শহর ও শহরতলিকে জানাচ্ছেন শিল্পী প্রদীপ দাস। সাত হাজার বর্গফুট জুড়ে তৈরি হয়েছে গোটা মণ্ডপ। ভিতরে থাকছে বিভিন্ন ধরনের ইনস্টলেশন। মণ্ডপের সঙ্গে তাল মিলিয়ে সেজে উঠবেন দেবী। প্রতিমা শিল্পী পিন্টু সিকদার মা’কে একেবারে ঘরোয়া সাজে মানুষের সামনে হাজির করবেন। পুজোর কমিটির অন্যতম উদ্যোক্তা সায়ন্তন ভট্টাচার্য বলেন, এবারের পুজোয় অন্যতম আকর্ষণ হতে চলেছে বেহালা ক্লাব। তিনগুণ বাজেট বাড়িয়ে মানুষের জন্য বিশেষ বার্তা দেওয়া হচ্ছে। 
বেহালার পশ্চিম পাড়ের এই পুজো দেখে ডায়মন্ডহারবার রোড ধরে কিছুটা এলেই শোনা যাবে বাংলা ও আইরিশ ভাষার সংমিশ্রণে এক পৌরাণিক কাহিনী। সঞ্চালনা বেহালা নূতন দল। এবারে আয়ারল্যান্ড ও ভারতীয় শিল্পকলার মেলবন্ধনের ছোঁয়া মিলবে এই পুজো মণ্ডপে। থিমের নাম ‘কল্পনা’। বাস্তবায়নে শিল্পী সঞ্জীব সাহা। মানুষের জীবনধারার থেকে প্রকৃতিকে আরও বৃহৎ রূপে দর্শকদের সামনে মেলে ধরেছেন তিনি। তাঁর কথায়, প্রকৃতিই জীবকুলের প্রধান শক্তি। সেই শক্তিকে বোঝানো হয়েছে মণ্ডপসজ্জার উপকরণ পেরেকের মাধ্যমে। তাল মিলিয়ে দেবী এখানে চলমান। মূল মণ্ডপে প্রবেশের আগেই চোখে পড়বে আয়ারল্যান্ডের শক্তির দেবী ‘দানু’। তিন আইরিশ শিল্পীর হাতে তৈরি হয়েছেন ইউরোপীয় দেশের পুরাণ ও সংস্কৃতির প্রতীক। ক্লাবের সভাপতি দেবব্রত মুখোপাধ্যায় আহ্বান, ‘আমাদের পুজো দেখুন। আশা করি ভিন্ন ঘরানার স্বাদ পাবেন।’ 
বেহালা নূতন দল থেকে ঢিল ছোড়া দূরত্বে ২৯ পল্লির পুজো মণ্ডপ। এবারে তাদের থিম মলিনতার মুক্তি। সৃজনে রয়েছেন অমিত বিশ্বাস। তাঁর ভাবনায়, আমাদের সমাজ জীবনে মলিনতা ঘিরে ধরেছে। তা ছড়িয়েছে জীবনযাত্রায়। এই মলিনতা দূর করতেই শান্তির বার্তা দেবে বেহালা ২৯ পল্লি। সবমিলিয়ে বেহালার পুজোগুলি একে অপরকে টেক্কা দিতে শেষ মুহূর্তে তাল ঠুকছে। 
তৈরি হচ্ছে বেহালা নূতন দলের মাতৃপ্রতিমা। -নিজস্ব চিত্র
5d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ধর্মকর্মে সঞ্চীয় অংশগ্রহণে মানসিক তৃপ্তি ও সামাজিক সুনাম। পেশাদার শিল্পীদের শুভ সময়।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.৫০ টাকা১১২.০৬ টাকা
ইউরো৯১.০৪ টাকা৯৪.২২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
5th     October,   2024
দিন পঞ্জিকা