পুজো ২০২৪

প্রজন্ম ভেদে পাল্টে গিয়েছে মহালয়া উদযাপন 

সৌম্য দে সরকার, মালদহ: মহালয়া মানেই পুজোর ঢাকে বোল। পুজো শুরু। তবে প্রজন্ম ভেদে মহালয়া নিয়ে উৎসবের চরিত্রও ভিন্ন। চল্লিশ পেরিয়ে আসা মালদহ শহরের বাসিন্দাদের কাছে মহালয়ার সেলিব্রেশন সদ্য তরুণ প্রজন্মের থেকে অনেকটাই আলাদা। প্রজন্ম ভেদে মহালয়াকে ঘিরে আতিশয্যের এই ভিন্ন প্রকাশ কেন তাও ব্যাখ্যা করেছেন বিভিন্ন বয়সের মানুষ। 
৭৫ বছর পেরিয়ে আসা প্রবীণা ঝর্ণা সরকার বলেন, আমাদের কাছে মহালয়া মানে এখনও বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের দৃপ্ত কণ্ঠে চণ্ডীপাঠ। ভাইবোন মিলে একসঙ্গে শিউলি ফুল কুড়োতে বেরিয়ে পড়া। সময় অনেক কিছু বদলে দিয়েছে। তবে বাড়িতে যতদিন রেডিও ছিল, এক অমোঘ টানে মহালয়ার দিন ব্রাহ্ম মুহূর্তে রেডিওর নবটা ঘুরিয়ে মহালয়া শুনেছি। তারপর টিভিতেও দেখেছি। এই অভিজ্ঞতা আজও যেন অনন্য আমাদের প্রজন্মের প্রায় সকলের কাছে।
পঞ্চাশের দোরগোড়ায় দাঁড়িয়ে থাকা পেশায় ব্যবসায়ী সুরজিৎ দাসের কথায়, ছোটবেলায় রেডিওতে মহালয়া শোনা নিঃসন্দেহে এক অনবদ্য অভিজ্ঞতা। কিন্তু কলেজে পা রাখার পর মহালয়ার আগের রাতে বন্ধুবান্ধবের সঙ্গে পিকনিক করার কথাও খুব মনে পড়ে। 
বন্ধুদের সঙ্গে বাড়ির বাইরে রাত কাটানোর অনুমতি জোগাড় করা ছিল বেশ কঠিন। তবে ওই অনুমতি পেলে যেন এক স্বাধীনতার অনুভূতি হত। খাওয়াদাওয়া, আড্ডা এবং মহালয়ার ভোরে বন্ধুদের সঙ্গে মহানন্দা নদীর বাঁধরোড দিয়ে হাঁটার স্মৃতি আজও টাটকা মনে।
একটি বেসরকারি ব্যাঙ্কের কর্মচারী বছর তিরিশের অনুষ্টুপ তরফদার বলেন, আমরা রেডিওতে মহালয়া খুব একটা শুনিনি। তবে মহালয়া নিয়ে একটা তো আবেগ রয়েছেই। মহালয়া মানেই আসলে দুর্গাপুজো শুরু। মা বাবা কাছ থেকে পুজোর উপহার পেতে বরাবরই দারুণ লাগে। মহালয়া মানে আমাদের কাছে পুজোর চারদিনের প্ল্যান সেরে ফেলা। একই সঙ্গে কিছু পুজোবার্ষিকী হাতে পেলেই গোগ্রাসে পড়তে শুরু করা।
সপরিবারে ঘরের মেয়ে উমার সাজে খুদের দল। বালুরঘাটে তোলা নিজস্ব চিত্র
6d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ধর্মকর্মে সঞ্চীয় অংশগ্রহণে মানসিক তৃপ্তি ও সামাজিক সুনাম। পেশাদার শিল্পীদের শুভ সময়।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.৫০ টাকা১১২.০৬ টাকা
ইউরো৯১.০৪ টাকা৯৪.২২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
5th     October,   2024
দিন পঞ্জিকা