পুজো ২০২৪

বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের চণ্ডীপাঠ শুনতে রেডিও সারানোর ধুম সিউড়ি, সাঁইথিয়া, দুবরাজপুরে

সংবাদদাতা, সিউড়ি: শরতের আকাশ এবং কাশফুলের সমারোহ শারদ উৎসবের বার্তা ইতিমধ্যেই বয়ে নিয়ে এসেছে। তার মধ্যে মহালয়ার ভোরবেলা মহিষাসুরমর্দিনী আনুষ্ঠানিকভাবে দেবীপক্ষের সূচনা করে। আর সেই ভোরবেলা প্রাচীন প্রথা মেনে রেডিওতে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের চণ্ডীপাঠ আজও আপামর বাঙালির রীতি রেওয়াজ হয়ে রয়েছে। তাই মহালয়ার আগে বাড়ির এক কোণে অবহেলায় পড়ে থাকা পুরনো সেই রেডিও মেরামত করা একটা প্রচলন হয়ে দাঁড়িয়েছে। এবছরও বহু মানুষ মহালয়ার আগে রেডিও সারানোর জন্য হাজির হচ্ছেন সিউড়ির বিভিন্ন ইলেকট্রনিক মেকানিকের দোকানে। শুধু সিউড়ি নয়, সাঁইথিয়া, দুবরাজপুর সহ বিভিন্ন জায়গায় মহালয়ার বিশেষ দিনের জন্য রেডিওতে মহিষাসুরমর্দিনী শোনার অভ্যাস আজও রয়েছে গ্রাম বাংলায়। 
সিউড়ি আদালতের সন্নিকটে একটি ইলেকট্রনিক মেকানিকের দোকানে ইতিমধ্যেই ৬০ থেকে ৭০ জন তাঁদের পুরনো রেডিও মেরামত করেছেন। দোকানের মেকানিক অশোক চক্রবর্তী বলেন, যতই নতুন প্রযুক্তির উদ্ভাবন হোক না কেন, রেডিওতে মহালয়ার দিন মহিষাসুরমর্দিনী সোনার অভ্যাস বাঙালির আজও রয়ে গিয়েছে। ভোরবেলায় বাড়িতে বাড়িতে রেডিওর শব্দ শারদোৎসবের সূচনা বার্তা বয়ে নিয়ে আসে। এবছরও অসংখ্য মানুষ ইতিমধ্যেই রেডিও সারিয়ে নিয়ে গেছেন। অনেকে নতুন রেডিও কিনে নিয়ে গেছেন। এই যুগে বিভিন্ন ডিজিটাল মাধ্যম থাকলেও রেডিওতে মহালয়া  শোনার আনন্দ এখনও উপভোগ করেন সাধারণ মানুষ। শুধু সিউড়ি নয় আশপাশের বিভিন্ন গ্রামগঞ্জ থেকেও সাধারণ মানুষ আসছেন রেডিও মেরামত করতে। এখন রেডিও মেরামতের জন্য নাওয়া খাওয়া ভুলে কাজ করতে হচ্ছে। ৫০ থেকে ৭০টি রেডিও ইতিমধ্যেই মেরামত করেছি। আরও বেশ কয়েকটি আছে। 
অন্যদিকে, দুবরাজপুর ও সাঁইথিয়া শহরে ও একাধিক মেকানিকের কাছে রেডিও মেরামত করার জন্য আসছেন বহু মানুষ। সাঁইথিয়ার একটি দোকানে রেডিও মেরামত করতে আসা এক ব্যক্তি অজিত মুখোপাধ্যায় বলেন, ছোটবেলা থেকে মহালয়ার ভোরবেলা রেডিওতে মহিষাসুরমর্দিনী শুনে বড় হয়েছি। ওইদিন ভোরবেলা মহিষাসুরমর্দিনী শুনলেই ছোটবেলায় পড়াশোনাতে আর মন বসত না। ভোরবেলা থেকেই মহালয়া রেডিওতে শোনার পর দূরদর্শন টিভিতেও মহিষাসুরমর্দিনী দেখতাম। এখন অনেক বেসরকারি চ্যানেলে মহিষাসুরমর্দিনী দেখানো হয় ঠিকই, কিন্তু মহিষাসুরমর্দিনীর বিকল্প আজও তৈরি হয়নি। তাই রেডিও মেরামত করে নিয়ে যাচ্ছি মহালয়া শোনার জন্য।
8d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ধর্মকর্মে সক্রিয় অংশগ্রহণে মানসিক তৃপ্তি ও সামাজিক সুনাম। পেশাদার শিল্পীদের শুভ সময়।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৫ টাকা৮৪.৮৯ টাকা
পাউন্ড১০৮.২৫ টাকা১১১.৮০ টাকা
ইউরো৯০.৭১ টাকা৯৩.৮৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা