পুজো ২০২৪

দুর্গাপুজোর থিমে নারীর লড়াই, সামাজিক প্রতিকূলতা তুলে ধরছে দণ্ডপাণিতলা ঘাট

সাংবাদদাতা, নবদ্বীপ: নবদ্বীপের দণ্ডপাণিতলা ঘাট দুর্গোৎসব কমিটির পুজো অন্যতম নজরকাড়া পুজো হিসেবে পরিচিত। বেশ কয়েক বছর ধরে নিত্যনতুন পরিকল্পনা নিয়ে দর্শনার্থীদের মন জয়ের মরিয়া প্রয়াস চালান এই পুজোর উদ্যোক্তারা। এবার নবদ্বীপ দণ্ডপাণিতলা ঘাট দুর্গোৎসব কমিটির পুজো ১৭ বছরে পা দিল। ২০২৩ সালে নবদ্বীপ পুরসভার সামগ্রিক বিচারে দ্বিতীয় স্থানে থেকে দুর্গাশ্রী পুরস্কার পেয়েছে এই পুজো কমিটি। এছাড়া বিভিন্ন সংস্থার থেকেও একাধিক পুরস্কার এই পুজো পেয়েছে।
নবদ্বীপ দণ্ডপাণিতলা ঘাট দুর্গোৎসব কমিটির এ বছর তাদের থিম ‘নারীর টান’। এই থিমে শুধু ‘নারী’ নয়, ‘নাড়ি’-কেও বোঝানো হচ্ছে। তার ব্যাখ্যা থিমের মধ্যে তুলে ধরা হচ্ছে। নারীশক্তি মাতৃশক্তি। নারীর নাড়ির সঙ্গে যুক্ত থাকে তাঁর জঠরস্থ সন্তান। মাতৃজঠরে দশমাস দশদিন লালিত হয়ে পৃথিবীর আলো দেখে শিশু। ওই দশমাস দশদিন মায়ের নাড়ি থেকেই খাদ্য আহরণ করে বেঁচে থাকে সে। সেই নাড়ি কেটেই সদ্যোজাতকে বের করে আনা হয়। পরবর্তীতে ওই শিশুকন্যা নারীতে রূপান্তরিত হয়। এটাই তুলে ধরা হচ্ছে। সেই নারী পুরুষের সঙ্গে সমানতালে অগ্রসর হতে থাকে। সেটা যেমন দেখানো হচ্ছে তার সঙ্গে আরেকটা বিষয় তুলে ধরতে চেষ্টা করছে পুজো কমিটি। পরবর্তীকালে সেই নারী বিভিন্ন প্রতিকূলতার মধ্যে বর্তমান পরিবেশে কীভাবে বিপথগামী হয়ে পড়ছে। সেই নারী সাংসারিক চাপে পারিপার্শ্বিক চাপে, দুষ্টচক্রের পাল্লায় পড়তে বাধ্য হচ্ছে। কখনও বা পাচার হয়ে যাচ্ছে। সেগুলো বিভিন্ন মডেল এবং আলোক সজ্জার মাধ্যমে তুলে ধরছে পুজো কমিটি। বাঁশ, কাঠ, টিন এবং কাপড় দিয়ে প্রায় ৩০ ফুট চওড়া এবং ৩৫ ফুট উচ্চতার এই পুজো মণ্ডপ তৈরি হচ্ছে। 
পুজো কমিটির সম্পাদক বিমান দত্ত বলেন, নারী শব্দটি দু’ অক্ষরের হলেও  কিন্তু এর ব্যাপ্তি যে কত বিশাল তা বলে বোঝানো যায় না। এই নারী যখন নিজের যোগ্যতায় সমাজের উচ্চশিখরে পৌঁছে যায়, তখন সে কোনও অংশে পুরুষের চেয়ে কম নয়। আমরা এবারের থিমের মাধ্যমে সেই নারীশক্তিকেই তুলে ধরছি। নারীর টান এই থিমের মধ্যে দিয়ে বর্তমান সমাজের কাছে আমরা বার্তা পৌঁছে দিতে চাই। পুজো প্রাঙ্গণে তৈরি করা হচ্ছে একটি পতিতাপল্লি। দেখানো হবে ওই সব মহিলাদের খাঁচাবন্দি জীবনযাপন থেকে বেরিয়ে আসার আকুতি। 
 পুজো কমিটির সহ সম্পাদক  রানা সাহা ও সমীরকুমার দত্ত বলেন, পুজোর ক’টা দিন কেউ গান, কেউ নাচ পরিবেশন করবেন। এলাকার মহিলাদের মধ্যে বিভিন্ন প্রতিযোগিতা এবং শিশুদের জন্য অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হবে।  এছাড়াও গতবছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে নবদ্বীপের মধ্যে প্রথম স্থানাধিকারীদের সংবর্ধনা দেওয়া হবে। দেবীকে কোনওদিন অন্ন, কোনওদিন খিচুড়ি ভোগ নিবেদন করা হয়। অষ্টমীর দিন এলাকার প্রায় পাঁচশো বাড়িতে খিচুড়ি, পুষ্পান্ন, পরমান্ন প্রসাদ পৌঁছে দেওয়া হয়।
কমিটির সহ সভাপতি বিশ্বপতি দাস বলেন, সকলে মিলে এই পুজোটাকে কীভাবে নিষ্ঠা সহ পালন করা যায় সেই চেষ্টাই করি। এলাকার মহিলারা উপবাস থেকে পুজোর সমস্ত আয়োজন করেন। স্থানীয় বিধায়ক পুরসভার চেয়ারম্যান এবং প্রশাসনের থেকে সবরকম সহযোগিতা পাই। -নিজস্ব চিত্র
3d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

মেয়াদি সঞ্চয় বা পৈতৃক সম্পত্তি সূত্রে ধনাগম যোগ দেখা যায়। কাজকর্মের ক্ষেত্রে ও আর্থিক দিক...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.০৯ টাকা৮৪.৮৩ টাকা
পাউন্ড১০৯.৪৭ টাকা১১৩.০৪ টাকা
ইউরো৯১.০৬ টাকা৯৪.২৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা