পুজো ২০২৪

বাঁ দিকে গণেশ-সরস্বতী, ডানে কার্তিক-লক্ষ্মী, পুরনো নিয়ম মেনেই পুজো অশোকনগর সাহাবাড়িতে

শ্যামলেন্দু গোস্বামী, বারাসত : সালটা ১৯২৬। সেই সময় সাহা পরিবারের বসবাস অবিভক্ত বাংলার পাবনা জেলায়। খেলতে খেলতে একদিন মাটির দুর্গা গড়ে ফেললেন পরিবারের এক শিশু সত্যেন্দ্রনাথ। অব্রাহ্মণ হলেও শিশু অবস্থা থেকে উমার পুজো করতেন তিনি। সাধারণত দুর্গার বাম দিকে থাকে কার্তিক, গণেশ থাকে ডানদিকে। কিন্তু শৈশবে সত্যেন্দ্রনাথ দুর্গা তৈরি করেছিলেন ঠিক উল্টো করে। ভুল করে বাঁ দিকে রেখেছিলেন গণেশ ও সরস্বতীকে। ডানদিকে কার্তিক ও লক্ষ্মীকে। পরবর্তীকালে সত্যেন্দ্রনাথের তিন দাদা উদ্যোগী হয়ে বাংলাদেশের পাবনা জেলার নাটাবেড়িয়া বাড়ির নাটমন্দিরে পুরোহিতকে দিয়ে দুর্গাপুজো শুরু করেন। ছোট ভাইয়ের ভুলে কার্তিক ও গণেশের অবস্থানের পরিবর্তন হলেও সেই ধারা বজায় রেখে আজও সত্যেন্দ্রনাথের তৃতীয় প্রজন্ম অশোকনগরের কালোবাড়িতে দুর্গাপুজো করে চলেছে। সম্পূর্ণ বৈষ্ণব মতে পুজো হয় এখানে। দুর্গার সঙ্গে মহিষাসুর থাকলেও নেই মহিষ। অশোকনগরের কালোবাড়িতে সাহাদের দুর্গাপুজো এবার ৯৯ বছরে পড়ল। ভোগে উমাকে দেওয়া হয় ঘিয়ে ভাজা লুচি আর পায়েস।
তৃতীয় প্রজন্মের বিশ্বেশ্বর সাহা পেশায় শিক্ষক। তিনি ও তাঁর শরিকদের কাঁধেই এ বছরের দুর্গাপুজোর দায়িত্ব। একচালায় আট বাংলা সাজে দুর্গা পূজিতা সাহা বাড়িতে। বাংলাদেশের নাটাবেড়িয়ার বাড়ির নাটমন্দির থেকে মাটি তুলে অশোকনগরের বাড়িতে নিয়ে এসেছিল সাহারা। সেই মাটি দিয়ে তৈরি হয় দুর্গাদালান। বাংলাদেশের পুজোর আচার মেনে পুজো করে আসছে এই পরিবার। ষষ্ঠী ছাড়াও সপ্তমী, অষ্টমী ও নবমীতে বিভিন্ন ধরনের ভোগ সাজিয়ে পুজো দেওয়া হয়। দশমীর ভোগে থাকে নাড়ু, মুড়ি, মুড়কি ও অন্ন প্রসাদের সঙ্গে মানকচু, বিভিন্ন তরকারি, ডাল ও গন্ধরাজ লেবু। এরপর পারিবারিক নিয়ম মেনে অশোকনগরের সাহা বাড়ি থেকে উমা পাড়ি দেন কৈলাসে। বিশ্বেশ্বরবাবু বলেন, ‘এই পুজো আমাদের কাছে আবেগের। এই ক’টা দিনের জন্য আমরা মুখিয়ে থাকি।’
3d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

মেয়াদি সঞ্চয় বা পৈতৃক সম্পত্তি সূত্রে ধনাগম যোগ দেখা যায়। কাজকর্মের ক্ষেত্রে ও আর্থিক দিক...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.০৯ টাকা৮৪.৮৩ টাকা
পাউন্ড১০৯.৪৭ টাকা১১৩.০৪ টাকা
ইউরো৯১.০৬ টাকা৯৪.২৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা