পুজো ২০২৪

থিম ও সাবেকিয়ানার ছোঁয়ায় সেজে উঠছে দিল্লি এনসিআরের দুর্গাপুজো

দিব্যেন্দু বিশ্বাস, নয়াদিল্লি: দিল্লির উপকণ্ঠের জনপদ ইন্দিরাপুরম। তার পাশেই নয়ডা। এই বছরের পুজোয় সাবেকি বাঙালিয়ানাকে মূল ভিত্তি করেই উৎসবে মাততে চাইছেন দিল্লির পার্শ্ববর্তী এলাকার বাঙালিরা। কুটির শিল্প থেকে পটকথা। রামায়ণের ইতিবৃত্ত থেকে অন্তর্নিহিত শক্তির খোঁজ— এবার থিমের দৌড়ে একে অন্যকে টেক্কা দিতে কোমর বাঁধছে ইন্দিরাপুরম ও নয়ডার পুজো কমিটিগুলি। 
ইন্দিরাপুরম বঙ্গতরু পুজো কমিটির এবারের থিম ‘পটকথা’। হারিয়ে যেতে বসা পটচিত্রকে কেন্দ্র করেই এবার ২৪তম বছরে সেজে উঠছে তাদের মণ্ডপ। মণ্ডপের কারুকাজ, এমনকী প্রতিমাতেও ফুটে উঠছে সেই পটচিত্রের আদল। সভাপতি সুরজিৎ দে পুরকায়স্থ জানিয়েছেন, হুগলি থেকে ১৬ জন শিল্পীকে নিয়ে এসেছেন তাঁরা। এরকমই হারাতে বসা কুটির শিল্পকে তুলে আনছে ইন্দিরাপুরমের আর এক পুজো কমিটি প্রান্তিক। তাদের এবারের ভাবনা কুটির শিল্পের চোখে রামায়ণের ইতিকথা। তৈরি করা হচ্ছে কুঁড়েঘর। মণ্ডপসজ্জা জুড়ে রামায়ণের কাহিনী। প্রেক্ষাপট। মূল মণ্ডপ রথের আদলে। দৃশ্যপটে একটুকরো গ্রামবাংলা। কমিটির সভাপতি দেবযানী সামন্ত বলেন, ‘পুজোর এবার ১৬তম বছর। হারিয়ে যেতে চলা শিল্পকর্ম তুলে ধরে একটি বার্তাও দিতে চেয়েছি আমরা। তা হল, দুষ্টের দমন। বর্তমান আবহে এই বার্তা খুবই গুরুত্বপূর্ণ।’ 
ওই এলাকারই শিপ্রা রিভেরার পুজো আবার ২৬তম বছরে পা রাখল। তাদের ভাবনায় ‘শক্তি - দ্য পাওয়ার উইদিন’। কমিটির সাধারণ সম্পাদক মৌসুমী দাসের কথায়, ‘বর্তমান পরিস্থিতিতে প্রত্যেক মেয়ের নিজের ভিতরের দুর্গাকে জাগিয়ে তোলা প্রয়োজন। অন্তর্নিহিত শক্তিকে খুঁজে পাওয়ার লক্ষ্যেই আমাদের এই বছরের পুজো।’ থিমের ভাবনা থাকলেও এই পুজোর মূল ঘরানা অবশ্য সাবেকি। এদিকে, গাজিয়াবাদের বৈশালি সেক্টর থ্রিয়ের সর্বজনীন শ্রীশ্রী কালীপুজো সমিতি আয়োজিত দুর্গাপুজোয় এবারের থিম নারী স্বশক্তিকরণ। গ্রামের বাড়ির আদলে মণ্ডপসজ্জা, বাঁশ, চট, খড়ের ব্যবহারে এখানেও যেন উঠে এসেছে একটুকরো গ্রামাঞ্চল। সভাপতি উত্তম সরকারের কথায়, মায়ের জাতকে জাগ্রত করার ব্রত নিয়েছি আমরা। নয়ডা সেক্টর-১৬ বলাকা পুজোর এবার ১৬তম বছর। শান্তি ও সম্প্রীতিকে মাথায় রেখেই হচ্ছে পুজোর থিম। প্যান্ডেল হচ্ছে ৪২ ফুটের। তাতে শান্তি ও সম্প্রীতির বার্তাই থাকবে বলে জানালেন অন্যতম উদ্যোক্তা অনুজ চক্রবর্তী।
6d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ধর্মকর্মে সঞ্চীয় অংশগ্রহণে মানসিক তৃপ্তি ও সামাজিক সুনাম। পেশাদার শিল্পীদের শুভ সময়।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.৫০ টাকা১১২.০৬ টাকা
ইউরো৯১.০৪ টাকা৯৪.২২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
5th     October,   2024
দিন পঞ্জিকা