পুজো ২০২৪

সোনারপুরের মণ্ডপে ওলিম্পিক্স ও সুকুমার থেকে লক্ষ কাচের চুরি

সৌম্যজিৎ সাহা, দক্ষিণ ২৪ পরগনা: কারও ভাবনায় সুকুমার রায়। কেউ ওলিম্পিক গেমস থিম বানাচ্ছেন। কোদালিয়া নেতাজি সঙ্ঘ সর্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো এবার ৩৫ বছরে পা দিল। শিশু সাহিত্যিক সুকুমার রায়কে শ্রদ্ধা জানিয়ে ‘অসম্ভবের ছন্দেতেই’ থিমে সাজিয়েছে তারা। সুকুমার রায় সৃষ্ট একাধিক চরিত্র মডেল আকারে তুলে ধরা হবে। থাকবে হাতে আঁকা ছবিও। তৈরি হয়েছে মানানসই থিম সং। যা প্যান্ডেলে ঢুকলে শোনা যাবে। পুজো কমিটির কার্যকরী সভাপতি অর্কদেব চট্টোপাধ্যায় বলেন, সাহিত্যকে সব শ্রেণির মানুষের কাছে পৌঁছে দিতেই এমন ভাবনা। এবার পুজোর বাজেট আট লক্ষ টাকা। প্যান্ডেল পঞ্চমীর দিন খুলে দেওয়া হবে। হরিণাভি চক্রবর্তী পাড়ার পুজো এবার ৮১ বছরে পদার্পণ করল। এ পুজো কমিটি এবার হিমাচল প্রদেশের জাটুলি শিব মন্দিরের আদলে মণ্ডপ তৈরি করছে। প্যান্ডেল সাজাতে ব্যবহার হয়েছে এক লক্ষ কাচের চুড়ি। এছাড়াও ফাইবার, দড়ি প্রভৃতি উপাদান তো আছেই। পুজোয় বাজেট প্রায় ২২ লক্ষ টাকা বলে জানিয়েছেন পুজো কমিটির সম্পাদক চঞ্চল চক্রবর্তী। থিমের মণ্ডপ হলেও ঠাকুর তৈরি হচ্ছে সাবেকি। চতুর্থীতে উদ্বোধন। হরিণাভি পল্লিমঙ্গল সমিতির এবার সুবর্ণজয়ন্তী বছর। পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত মৃৎশিল্পী সনাতন রুদ্র পাল প্রতিমা তৈরি করছেন। আলো দিয়ে তৈরি হচ্ছে মণ্ডপ। সভাপতি বিশ্বরঞ্জন ঘোষ বলেন, ছোট-বড় নিয়ন আলো দিয়ে গোটা প্যান্ডেল সাজানো হচ্ছে। রাতে দেখলে মনে হবে, শুধু আলো রয়েছে আর কিছু নেই। সাবেকি প্রতিমা। তৃতীয়াতে উদ্বোধন। মানিকপুর অগ্রগামী সঙ্ঘের এবার ৮৬তম বছর। ওলিম্পিক গেমসকে থিম হিসেবে তুলে ধরা হচ্ছে মণ্ডপে। ভিতরের অংশ বিভিন্ন খেলার সরঞ্জাম দিয়ে সাজানো থাকবে। বাইরে থাকবে সোনা ও রুপো জয়ী অ্যাথলিট নীরজ চোপড়ার হাতে জ্যাভলিন থাকা মূর্তি। পুজো কমিটির সম্পাদক শ্রীবাস মজুমদার বলেন, থিমের সঙ্গে সাযুজ্য রেখে প্রতিমা। এলাকায় লাইটিংয়ের উপর বিশেষ জোর দেওয়াও হয়েছে। সুভাষগ্রাম পল্লিবাসীবৃন্দের পুজো এবার ৪১তম বছরে পা দিল। গুজরাতের একটি মন্দিরের আদলে মণ্ডপ। ঠাকুর সাবেকি। প্যান্ডেল তৈরি করতে বাটাম, প্লাইউড, থার্মোকল ইত্যাদি ব্যবহার হচ্ছে। প্যান্ডেলের ভিতরে আলোকসজ্জার উপর বিশেষ জোর দেওয়া হচ্ছে বলে উদ্যোক্তারা জানিয়েছেন। তাদের বাজেট ৯ লক্ষ টাকা। পঞ্চমীতে পুজোর উদ্বোধন হবে।
3d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

মেয়াদি সঞ্চয় বা পৈতৃক সম্পত্তি সূত্রে ধনাগম যোগ দেখা যায়। কাজকর্মের ক্ষেত্রে ও আর্থিক দিক...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.০৯ টাকা৮৪.৮৩ টাকা
পাউন্ড১০৯.৪৭ টাকা১১৩.০৪ টাকা
ইউরো৯১.০৬ টাকা৯৪.২৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা