পুজো ২০২৪

শ্যামনগরের বড় বাড়িতে বিসর্জনের আগে ওড়ে নীলকণ্ঠ পাখি

সঞ্জয় গাঙ্গুলি, বারাকপুর: নবাবি আমলে শুরু হওয়া শ্যামনগরের ব্যানার্জি পাড়ার বড় বাড়ির পুজো ৩৩১ বছরে পড়ল। এই পূজোর সূচনা করেছিলেন বারো ভূঁইয়ার এক ভূঁইয়া নক্ষত্র রায়। কিছু দিন আগে পর্যন্ত ঠাকুর দালানে একচালায় প্রতিমা তৈরি হতো। পুজো হতো জাঁকজমক করে। তোপধ্বনি, শূন্যে গুলি ছোড়ার চল ছিল। এখন তা বন্ধ। তবে বিসর্জনের আগে নীলকণ্ঠ পাখি ওড়ানো হয়। পরিবারের দাবি, এই বাড়িতে এক সময় অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায়, বিকাশ রায়, জহর রায়রা বিনা পারিশ্রমিকে অভিনয় করতেন। শুধু গাড়ি ভাড়া নিয়ে আসতেন তাঁরা। গান গেয়ে গিয়েছেন শ্যামল মিত্র, মানবেন্দ্র মুখোপাধ্যায়রা। এখনও নানা ধরনের অনুষ্ঠান হয়। এই বাড়ির পুরুষ সদস্যরা কাঁধে করে দুর্গাকে বিসর্জন দিতে গঙ্গায় নিয়ে যান। 
এক সময়ে শ্যামনগরের রামনাথ তর্ক পঞ্চানন রোড এলাকায় ছিল টোলপাড়া। সেখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আসতেন। সে টোল নেই। বড় বাড়ির বর্তমান সদস্য দেবব্রত ভট্টাচার্য বলেন, ‘এখন সপ্তম প্রজন্মের হাতে পুজোর ভার। পুজো শুরু হয় পঞ্চমী থেকে। ষষ্ঠী থেকে দুর্গাকে দু’বার করে ভোগ দেওয়া হয়। ভোগে থাকে আমাদের পুকুরের মাছ। এছাড়া খিচুড়ি সহ অন্নভোগ, পাঁচ রকম ভাজা, তরকারি, চাটনি, মিষ্টান্ন থাকে। সন্ধ্যায় দেওয়া হয় শীতল ভোগ। তার মধ্যে থাকে লুচি, হালুয়া, মিষ্টি। নবমীতে কয়েক হাজার মানুষ ভোগ পান।’ বর্তমানে পরিবারের সদস্য সংখ্যা ১৮২। 
তাঁদের দেওয়া চাঁদায় পুজো হয়। প্রতিমা তৈরি ও পুজোর পুরোহিত বংশ পরম্পরায় যুক্ত। ভট্টাচার্য পরিবারের রেওয়াজ হল, এই পরিবারে বিয়ে হওয়া কোনও মেয়ে পুজোর সময় আর বাপের বাড়িতে যেতে পারেন না। পুজোর ক’দিন থাকতে হয় শ্বশুরবাড়িতেই। দশমীতে পান্তা ভাত খাইয়ে বিদায় জানানো হয় দুর্গাকে। শ্যামনগরের এই বনেদি বাড়ির পুজো দেখতে বহু মানুষ ভিড় করেন।
23h 23m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

শেয়ার মেয়াদি সঞ্চয়সহ একাধিক ক্ষেত্র থেকে অর্থাগম যোগ। ব্যবসায় কেনাবেচা বাড়বে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৮৩ টাকা৮৪.৫৭ টাকা
পাউন্ড১১০.২৬ টাকা১১৩.৮৫ টাকা
ইউরো৯১.৭১ টাকা৯৪.৯১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা