পুজো ২০২৪

তারাপুরে সিংহবাহিনী দেবীর সঙ্গে থাকে না কার্তিক, গণেশ, লক্ষ্মী

সংবাদদাতা, পুরাতন মালদহ: নতুন করে মায়ের প্রাণ প্রতিষ্ঠা ও চক্ষুদান করা হয় না। কলা বউকেও পুজো করার নিয়মও এখানে নেই। দেবীর সঙ্গে  কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী থাকে না। ১ ফুট অষ্টধাতুর অসুরনিধনরত সিংহবাহিনীর মূর্তিতেই হয় পুজো। পুরাতন মালদহ শহরের তারাপুরে এই ঐতিহ্যবাহী পুজোর প্রস্তুতি শুরু হয়েছে। স্থানীয়দের দাবি, তিনশো বছর ধরে এই পুজো হয়ে আসছে। জনশ্রুতি রয়েছে, তিনশো বছর আগে পুরাতন মালদহের স্থানীয় একটি পুকুর থেকে এই মূর্তি পাওয়া যায়। দেবী সেখানকার চক্রবর্তী পরিবারকে এই পুজো করার স্বপ্নাদশ দেন। তখন থেকে স্বর্গীয় বসন্ত চক্রবর্তী দেবীকে তারাপুরে পুনঃপ্রতিষ্ঠা করেন। সিংহবাহিনী মন্দির তৈরি করে পুজোর প্ৰচলন করেন। পুজোর জন্য বেদি রয়েছে। সেখানে সিংহাসন রয়েছে। সেখানে মা বিরাজ করছেন। নিত্য পুজো হয়।  
শহরে একাধিক বিগ বাজেটের পুজো হলেও এই সিংহবাহিনীর পুজো ঐতিহ্য বহন করে। সিংহবাহিনী মন্দির সূত্রে জানা গিয়েছে, অন্য সর্বজনীন পুজো থেকে এই পুজোর নিয়ম আলাদা। সকাল সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে নিত্য পুজো হয়ে যায়। ষষ্ঠী থেকে দশমী পযর্ন্ত বিশেষ পুজো হয়। অন্নভোগ হয় না। কয়েকদিন মায়ের সামনে লুচি, হালুয়া, নানা রকমের ফলই অর্পণ করা হয়। নতুন করে প্রতিমা আনা হয় না। বিসর্জনও হয় না। জাগ্রত মাকে ঘিরে পুজোর সময় এলাকাবাসীর খুবই উৎসাহিত হয়ে রয়েছে। 
1d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

শেয়ার মেয়াদি সঞ্চয়সহ একাধিক ক্ষেত্র থেকে অর্থাগম যোগ। ব্যবসায় কেনাবেচা বাড়বে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৮৩ টাকা৮৪.৫৭ টাকা
পাউন্ড১১০.২৬ টাকা১১৩.৮৫ টাকা
ইউরো৯১.৭১ টাকা৯৪.৯১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা