পুজো ২০২৪

বর্গি হানায় ভিটে হারিয়ে আশ্রয়, ডোমজুড়ে পুজো শুরু চন্দ্র পরিবারের

সুদীপ্ত কুণ্ডু, হাওড়া: বাংলায় নবাবি শাসন তখন মধ্য গগনে। কলকাতায় নজর পড়েছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির। এমন সময় বাংলায় শুরু হল বর্গি হানা। চন্দ্র পরিবার প্রাণে বাঁচতে বর্ধমানের আদরা থেকে নৌকায় সরস্বতী নদী পেরিয়ে উপস্থিত হলেন ডোমজুড়ের খাঁটোরা গ্রামে। সেখানে বহু কালী মন্দির দেখে গ্রামটি আশ্রয়ের জন্য নিরাপদ বলে মনে করেছিলেন নরসিংহ চন্দ্র। এরপর সেখানে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। নতুনভাবে বাণিজ্যও শুরু করেন। ব্যবসায় আর্থিক শ্রীবৃদ্ধি ঘটতেই চন্দ্র বাড়িতে শুরু হয় দুর্গার আরাধনা। বাংলার ১১০৪ সনে মহা ধুমধামের সঙ্গে পুজো শুরু হল। এ বাড়িতে বহুবার দুর্যোগ নেমে এলেও পুজো কোনওদিন বন্ধ হয়নি। ৩২৭ বছর পেরিয়ে খাঁটোরা গ্রামের চন্দ্রবাড়ির সে পুজো আজও বহন করে চলেছে অতীতের ঐতিহ্য।

এ পুজোয় প্রতিপদ তিথিতে দেবীর মূর্তি প্রতিষ্ঠা করে আহ্বান জানানো হয়। ষষ্ঠীর দিন ঘট স্থাপন। আগে মোষ বলির প্রচলন ছিল। এখন তা বন্ধ। তার বদলে মন্ত্র উচ্চারণের মাধ্যমে ফল বলি হয়। এখনও পুরনো বিশালাকার একটি খাঁড়ার পুজো হয় দুর্গা দালানে। সন্ধিপুজোর সময় ১০৮ পদ্ম দিয়ে অর্ঘ্য দেওয়ার নিয়ম। গত ৩০০ বছরে অগ্নিকাণ্ড, মড়ক ইত্যাদি বিপত্তির সম্মুখীন হয়েছে চন্দ্ররা। কিন্তু তাতেও বন্ধ হয়নি পুজো। শোনা যায়, অতীতে বাড়ির কোনও সদস্য মারা গেলে বা অন্যত্র বিয়ে হয়ে গোত্রান্তরিত হওয়া মেয়েরা গ্রামের বাসিন্দাদের সঙ্গে মিলে পুজোর আয়োজন করেছেন। একবার পুজো বন্ধ হয়ে যাবে শুনে বাড়ির এক গৃহকর্ত্রী আত্মঘাতী হতে চেয়েছিলেন। শেষ পর্যন্ত পরিবারের সদস্যরা মহা ধুমধামের সঙ্গে পুজো সম্পন্ন করেন। পরিবারের বর্তমান অর্থাৎ অষ্টম প্রজন্মের সদস্য অর্ণব চন্দ্র বলেন, ‘এখনও রীতি মেনে একাদশীতে ভোজের আয়োজন হয় বাড়িতে। এই পুজো শুধুমাত্র বনেদি বাড়িতেই সীমাবদ্ধ থাকেনি। চন্দ্র বাড়ির পুজো এখন গোটা খাঁটোরা গ্রামের গর্ব।’
1d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

শেয়ার মেয়াদি সঞ্চয়সহ একাধিক ক্ষেত্র থেকে অর্থাগম যোগ। ব্যবসায় কেনাবেচা বাড়বে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৮৩ টাকা৮৪.৫৭ টাকা
পাউন্ড১১০.২৬ টাকা১১৩.৮৫ টাকা
ইউরো৯১.৭১ টাকা৯৪.৯১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা