অন্দরমহল

রেস্তোরাঁর খাবার

ফেয়ারফিল্ড বাই ম্যারিয়টে ব্যাক টু স্কুল
সামনেই শিক্ষক দিবস। সেই উপলক্ষ্যে ফেয়ারফিল্ড বাই ম্যারিয়ট হোটেলের কাওয়া রেস্তরাঁয় আয়োজিত হতে চলেছে ‘ব্যাক টু স্কুল’ লাঞ্চ। স্কুলের টিফিন থেকে বন্ধুদের সঙ্গে খাওয়া দাওয়া এবং আড্ডার এক রাশ স্মৃতি জড়িয়ে রয়েছে এই লাঞ্চ মেনুতে। তার মধ্যে পাবেন হারিসা তাওয়া ফিশ, গ্রিল্ড ফিশ ইন লেমন বাটার স্যস, মাশরুম ক্রস্টিনি, ভেজি চিজি সিগার রোল, চিজি চিকেন স্পিনাচ অ্যান্ড আর্টিচোক ‌ইত্যাদি। এছাড়াও স্কুলের টিফিন টাইমকে মনে করিয়ে দেওয়ার জন্য থাকবে নানাবিধ ডেজার্ট। তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি নাম হল, চকোলেট মাড পাই, অ্যাপেল টার্ট, ল্যামিংটন ইত্যাদি। দুপুর সাড়ে ১২টা থেকে ৩টে পর্যন্ত পাবেন এই মেনু। জনপ্রতি খাওয়ার খরচ ১৪৯৯ টাকা, কর অতিরিক্ত।  

নতুন রেস্তরাঁ ফিয়েস্তা
লিন্ডসে স্ট্রিটে একটি নতুন মাল্টি-কুইজিন ফ্যামিলি রেস্তরাঁ চালু হয়েছে। নাম ফিয়েস্তা। এখানকার বুফে স্প্রেডে নানা ধরনের খাবারের স্বাদ পাবেন। ৫৯৯ টাকায় পাবেন এশিয়া মহাদেশের বিভিন্ন ধরনের খাবারের সম্ভার। সেখানে রয়েছে নারকেল পুডিং এবং কোল্ড স্টোন আইসক্রিম পাবেন। এই উপকরণগুলো আলাদা করে যেমন মেনুতে পাবেন তেমনই এগুলো ব্যবহার করে অন্যান্য পদও বানানো হয়েছে। 
১২৯ টাকা থেকে শুরু হয়েছে আইটেমগুলোর দাম।  সুস্বাদু আইটেমের মধ্যে  রয়েছে ভেজিটেবল এবং চিকেন ডিমসাম, আমিষ ও নিরামিষ পাস্তা, চাইনিজ ভেলের লাইভ কাউন্টার, কোল্ড স্টোন আইসক্রিম দিয়ে তৈরি  নানা ডেজার্টের লাইভ কাউন্টারও পাবেন। 
লাঞ্চের জন্য রেস্তরাঁঁর টাইমিং দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল সাড়ে ৪টে পর্যন্ত। এবং ডিনারের আয়োজন শুরু হয় সন্ধ্যা সাড়ে ৬টা থেকে। চলে রাত ১১টা পর্যন্ত। টেকওয়ে এবং ডেলিভারি সার্ভিসও পাবেন ফিয়েস্তা রেস্তরাঁয়। প্রধান শেফ বলেছেন, তাঁর রেস্তরাঁয় বিরিয়ানি এবং চাঁপের  কম্বো থালি যেমন পাবেন তেমনই মাছের ঝোল, ডাল, আলু পোস্ত ও ভাতের থালিও পাবেন। পুজোয় বিশেষ বুফের আয়োজন থাকবে।
13Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

মৃৎশিল্পী, ব্যবসায়ী প্রমুখদের বিশেষ কর্মোন্নতি যোগ প্রবল। পেশাদারি কর্মে শুভ ফল প্রাপ্তি। মানসিক চাঞ্চল্য।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.০৯ টাকা৮৪.৮৩ টাকা
পাউন্ড১০৯.৪৭ টাকা১১৩.০৪ টাকা
ইউরো৯১.০৬ টাকা৯৪.২৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা