মঙ্গলবার, 24 জুন 2025
Logo
  • মঙ্গলবার, ২৪ জুন ২০২৫

দীঘার সমুদ্রে স্পিড বোটের ইঞ্জিন বিকল, উদ্ধার সাত যাত্রী

রবিবার দীঘার সমুদ্রে স্পিড বোটের ইঞ্জিন বিকল হয়ে বিপদে পড়া সাত যাত্রীকে উদ্ধার করলেন নুলিয়ারা। এদিন বেলা ১২টা নাগাদ ওই ঘটনায় ওল্ড দীঘায় হইচই পড়ে যায়।

দীঘার সমুদ্রে স্পিড বোটের ইঞ্জিন বিকল, উদ্ধার সাত যাত্রী

নিজস্ব প্রতিনিধি, তমলুক: রবিবার দীঘার সমুদ্রে স্পিড বোটের ইঞ্জিন বিকল হয়ে বিপদে পড়া সাত যাত্রীকে উদ্ধার করলেন নুলিয়ারা। এদিন বেলা ১২টা নাগাদ ওই ঘটনায় ওল্ড দীঘায় হইচই পড়ে যায়। দীঘার সমুদ্রে পাড় থেকে ২০০ মিটার পর্যন্ত স্পিড বোটে চড়ে ঘুরে বেড়ানোর ব্যবস্থা রয়েছে। একাধিক সংস্থার পক্ষ থেকে ভাড়ার বিনিময়ে পর্যটকদের আনন্দ দিতে এই ব্যবস্থা করা হয়। এদিন দীঘা মোহনা ও সি-হক ঘোলা ঘাটের মাঝে সমুদ্রে স্পিড বোটে ঘোরার রোমাঞ্চ নেওয়ার সময়ই তাল কাটে। আচমকা স্পিড বোটের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। সেই সময় হাওয়ায় বিকল হওয়া স্পিড বোট ভেসে সি-বিচ থেকে তিনশো মিটার দূরে চলে যায়। ওই ঘটনা নজরে আসতেই তিনজন নুলিয়া সৌমেন ঘোড়াই, তন্ময় মাইতি ও বিকাশ ঘোড়াই জেট-স্কি নিয়ে ঝাঁপিয়ে পড়েন। তাঁরা বিকল হয়ে যাওয়া স্পিড বোটে পৌঁছে সেখান থেকে সাত পর্যটককে উদ্ধার করে পাড়ে আনেন। 
দীঘা মোহনা থানার অধীন একটি জেট স্কি রয়েছে। স্পিড বোটের তুলনায় এটি বেশ দ্রুতগামী। মূলত উদ্ধার কাজে লাগানো হয়। দীঘা মোহনা থানার অধীনে তিনটি ঘাটে ঘুরিয়ে ফিরিয়ে ওই জেড-স্কি রাখা হয়। এদিন সি-হক ঘোলা ঘাটের মধ্যে সেটি ছিল। বিপদ বুঝে তিন নুলিয়া সেটি নিয়ে ঝাঁপিয়ে পড়েন। সৌমেন ঘোড়াই বলেন, ইঞ্জিন বিকল হওয়ার পর ওই স্পিড বোট হাওয়ায় ভেসে যাচ্ছিল। তাতে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। আমরা দ্রুত তাঁদের কাছে পৌঁছনোর পর তাঁরা আশ্বস্ত বোধ করেন।
উদ্ধার হওয়ার পর ওই যাত্রীরা নুলিয়াদের কৃতজ্ঞতা জানান। জেলা বিপর্যয় ব্যবস্থাপন অফিসার মৃত্যুঞ্জয় হালদার বলেন, আমাদের নুলিয়ারা তৎপরতার সঙ্গে বিকল হয়ে যাওয়া স্পিড বোটের যাত্রীদের উদ্ধার করেছেন।