শনিবার, 14 জুন 2025
Logo
  • শনিবার, ১৪ জুন ২০২৫

ছবি ছাড়লেন শ্রদ্ধা

পারিশ্রমিক নিয়ে টানাপোড়েনের কারণে ছবি ছাড়লেন অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। সূত্রের খবর, একতা কাপুর প্রযোজিত একটি ছবি করার কথা ছিল তাঁর। পরিচালকের দায়িত্বে ছিলেন ‘তুমবাদ’ খ্যাত রাহি অনিল বার্ভ।

ছবি ছাড়লেন  শ্রদ্ধা

পারিশ্রমিক নিয়ে টানাপোড়েনের কারণে ছবি ছাড়লেন অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। সূত্রের খবর, একতা কাপুর প্রযোজিত একটি ছবি করার কথা ছিল তাঁর। পরিচালকের দায়িত্বে ছিলেন ‘তুমবাদ’ খ্যাত রাহি অনিল বার্ভ। তবে সাম্প্রতিক জল্পনা, এই ছবিটি করছেন না শ্রদ্ধা। সূত্রের দাবি, একটি নারীকেন্দ্রিক ছবির জন্য শ্রদ্ধা যে পারিশ্রমিক দাবি করছেন, তা প্রচণ্ড বেশি। পারিশ্রমিক ইস্যুতে একমত হতে পারেননি তাঁরা। এ কারণেই ছবিটি ছাড়তে বাধ্য হয়েছেন নায়িকা। শ্রদ্ধার পরিবর্তে কে মুখ্য চরিত্রে থাকবেন, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।