শনিবার, 19 এপ্রিল 2025
Logo
  • শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

মা হলেন অ্যামি

দ্বিতীয়বার মা হলেন অভিনেত্রী অ্যামি জ্যাকসন। পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় এই সুখবর শেয়ার করেছেন ‘সিং ইজ ব্লিং’, ‘২.০’ খ্যাত নায়িকা। লিখেছেন, ‘স্বাগত অস্কার আলেকজান্ডার ওয়েস্টউইক’।

মা হলেন অ্যামি

• দ্বিতীয়বার মা হলেন অভিনেত্রী অ্যামি জ্যাকসন। পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় এই সুখবর শেয়ার করেছেন ‘সিং ইজ ব্লিং’, ‘২.০’ খ্যাত নায়িকা। লিখেছেন, ‘স্বাগত অস্কার আলেকজান্ডার ওয়েস্টউইক’। জানা গিয়েছে, মা ও সন্তান দু’জনেই সুস্থ রয়েছেন। গত বছর অভিনেতা এড ওয়েস্টউইকের সঙ্গে দ্বিতীয়বার গাঁটছড়া বেঁধেছিলেন অ্যামি। এর আগে ২০১৯ সালে জর্জ পানাইওটোর সঙ্গে বাগদান হয়েছিল অভিনেত্রীর। তাঁদের একটি পুত্রসন্তান রয়েছে। ২০২১ সালে বিচ্ছেদ হয় তাঁর। এরপর ২০২২ সালে এডের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন নায়িকা। ২০২৪ সালের আগস্ট মাসে বিয়ে করেন তাঁরা। নতুন অধ্যায়ে অ্যামিকে শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগীরা। পেশাগত দায়িত্ব থেকে আপাতত কিছুদিনের বিরতি নেবেন অভিনেত্রী। মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে ফের ফিরবেন শ্যুটিংয়ে।