রবিবার, 20 জুলাই 2025
Logo
  • রবিবার, ২০ জুলাই ২০২৫

রোহিতের ছবিতে অজয়

ফের রোহিত শেট্টির ছবিতে দেখা যাবে অভিনেতা অজয় দেবগনকে। ‘গোলমাল’, ‘সিংহম’ সহ একাধিক ফ্র্যাঞ্চাইজিতে একসঙ্গে কাজ করেছেন তাঁরা। শোনা যাচ্ছে, ১৪তম ছবিতে জুটি বাঁধছেন অজয় ও রোহিত। 

রোহিতের ছবিতে অজয়

ফের রোহিত শেট্টির ছবিতে দেখা যাবে অভিনেতা অজয় দেবগনকে। ‘গোলমাল’, ‘সিংহম’ সহ একাধিক ফ্র্যাঞ্চাইজিতে একসঙ্গে কাজ করেছেন তাঁরা। শোনা যাচ্ছে, ১৪তম ছবিতে জুটি বাঁধছেন অজয় ও রোহিত। সেটিও একটি জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজির পঞ্চম ছবি— ‘গোলমাল ৫’। সূত্রের খবর, ২০২৬ সালেই ছবির কাজ শুরু করবেন দুই তারকা। বর্তমানে রাকেশ মারিয়ার বায়োপিকের কাজে ব্যস্ত রোহিত। জন আব্রাহাম অভিনীত এই ছবির শ্যুটিং শুরু হয়েছে মুম্বইয়ে। চলতি বছর সেপ্টেম্বরের মধ্যে সেই ছবির শ্যুটিং শেষ হওয়ার কথা। এরপর চলবে পোস্ট প্রোডাকশনের কাজ। ২০২৬ সালে মুক্তি পাবে এই সিনেমা। তারপরই ‘গোলমাল ৫’-এর কাজ শুরু করা হবে। ছবির কনসেপ্ট ভেবে রেখেছেন রোহিত। তা অত্যন্ত পছন্দ হয়েছে অজয়ের। চিত্রনাট্য সাজানো শেষ হলেই আগামী বছর ফেব্রুয়ারি বা মার্চের মধ্যে শ্যুটিং শুরু করা হবে। সবকিছু ঠিক থাকলে ২০২৭ সালে ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি।

রাশিফল