ডাকঘর সংযুক্তি উদ্যোগের বিরুদ্ধে আন্দোলনে কর্মীরা
বড় ডাকঘরের সঙ্গে ছোট পোস্ট অফিসের সংযুক্তির মাধ্যমে ডাকঘরের সংখ্যা কমিয়ে ফেলার উদ্যোগ শুরু করেছে কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রক।

বর্তমান ওয়েবডেস্ক
জুন ১২, ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বড় ডাকঘরের সঙ্গে ছোট পোস্ট অফিসের সংযুক্তির মাধ্যমে ডাকঘরের সংখ্যা কমিয়ে ফেলার উদ্যোগ শুরু করেছে কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রক। তার প্রতিবাদে এবার আন্দোলনে নামলেন ডাককর্মীরা। পোস্টাল কো-অর্ডিনেশন কমিটির (এনএফপিই) ডাকে বুধবার যোগাযোগ ভবনে অনশন আন্দোলন শুরু করেন কর্মীরা। সংগঠনের কর্তাদের কথায়, পোস্ট অফিসের সংখ্যা কমানোর উদ্যোগ এবারই নতুন নয়। ২০০৭-০৮ সালে একটি বেসরকারি সংস্থাকে দিয়ে সমীক্ষা করিয়ে, প্রায় ১০ হাজার ডাকঘর মিশিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়। ন্যাশনাল ফেডারেশন অব পোস্টাল এমপ্লিয়জের সদস্যরা এর বিরুদ্ধে আন্দোলন শুরু করলে, সরকার সেই সিদ্ধান্ত থেকে পিছু হঠে। কর্মীদের কথায়, এরাজ্যে বহু জায়গা আছে, যেখানে কয়েক কিলোমিটার এলাকায় কোনও পোস্ট অফিস নেই। বারাসতে হেড পোস্ট অফিস থাকলেও উপ-ডাকঘর রয়েছে তার ২২ কিলোমিটার দূরে দেগঙ্গায়। ১১ কিলোমিটার দূরে আছে দত্তপুকুর পোস্ট অফিস। এর থেকেই স্পষ্ট, ডাকঘরের বিন্যাস এখনও ঠিক নেই। পোস্টাল কো-অর্ডিনেশন কমিটির (এনএফপিই) পশ্চিমবঙ্গ সার্কেলের সাধারণ সম্পাদক অসিত বঙ্গবাস বলেন, ‘যেখানে একান্তই স্থানান্তরের প্রয়োজন, সেখানে আমাদের আপত্তি নেই। কিন্তু ডাকঘর সংযুক্তির ফলে পোস্ট অফিসের সংখ্যা কমে যাবে। এতে গ্রাহক পরিষেবা ব্যাহত হবে। ডাকঘরগুলিতে চাপ বাড়বে।’ ডাকঘরের সংখ্যা কমানোসহ ছ’দফা দাবি জানিয়ে এদিন চিফ পোস্টমাস্টার জেনারেলের কাছে স্মারকলিপি জমা করেন কর্মীরা।
related_post
অমৃত কথা
-
অবিদ্যা
- post_by বর্তমান
- জুলাই 17, 2025
এখনকার দর
-
ইউরো
- post_by Admin
- জুলাই 17, 2025
-
পাউন্ড
- post_by Admin
- জুলাই 17, 2025
-
ডলার
- post_by Admin
- জুলাই 17, 2025
-
নিফটি ব্যাঙ্ক
- post_by Admin
- জুলাই 16, 2025
-
নিফটি ৫০
- post_by Admin
- জুলাই 16, 2025
-
রুপোর দাম
- post_by Admin
- জুলাই 17, 2025
-
সোনার দাম
- post_by Admin
- জুলাই 17, 2025