বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

বানতলা চর্মনগরীতে নিকাশি নালা তৈরির কাজ বন্ধ করল কেএমডিএ

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতা লেদার কমপ্লেক্স এলাকায় নয়া নিকাশি পথ তৈরির কাজ আপাতত বন্ধ করে দিল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। কেএমডিএ সূত্রে খবর, সেক্টর ৬ ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অথরিটি ও এমএসএমই দপ্তরকে জানিয়ে দেওয়া হয়েছে, যতদিন না পর্যন্ত বানতলা চর্মনগরীর ট্যানারিগুলির রাসায়নিক মিশ্রিত তরল বর্জ্য রাস্তায় ফেলা বন্ধ হবে, ততদিন উন্নয়নের কোনও কাজ হবে না। 
উল্লেখ্য, বানতলা চর্মনগরীতে ১২-১৩ কিমি নতুন নিকাশি নালা তৈরি হওয়ার কথা। তার মধ্যে ৬৫ থেকে ৭০ শতাংশ পাইপলাইন পাতা হয়ে গিয়েছে। ম্যানহোল তৈরির কাজ চলছিল। ধাপে ধাপে কাজ এগচ্ছিল। রবিবার সেখানে চর্মনগরীর ৭ নম্বর জোনে ৪৫২ নম্বর প্লটের কাছে মাটির প্রায় ১০ ফুট গভীরে ম্যানহোলে নেমে কাজ করছিলেন শ্রমিকরা। সেখানে কোনওভাবে বিষাক্ত জল ঢুকে যায়। যার জেরে ঝাঁঝালো গন্ধে শ্বাসরোধ হয়ে তিনজন শ্রমিকের মৃত্যু হয়েছে। সেই ঘটনার পর পুলিস তদন্ত শুরু করেছে। কীভাবে নতুন নিকাশি পথে ট্যানারির তরল বর্জ্য ঢুকল, তা নিয়ে পৃথক তদন্ত করছে কেএমডিএ। এই প্রসঙ্গে কেএমডিএর এক কর্তা বলেন, চর্মনগরীর ওই অংশে কাজের পরিস্থিতি নেই। ট্যানারিগুলি পুরনো নিকাশি নালায় রাসায়নিক মিশ্রিত তরল বর্জ্য ফেলে না। এমনকী, পাম্পিং স্টেশনগুলিও ব্যবহার করা হয় না। গোটা এলাকায় বিভিন্ন কারখানার নোংরা বিষাক্ত জল রাস্তায় এসে পড়ছে। শ্যাওলা জমে রয়েছে। হাঁটা যায় না। ঝাঁঝালো সাদাটে তরল বর্জ্যে এলাকা ভরে গিয়েছে। সেই জলই কোনওভাবে নতুন নিকাশি পথে ঢুকে যাওয়ায় এই ঘটনা ঘটেছে। তাই, এই অবস্থায় সেখানে কোনও কাজ করা সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছে কেএমডিএ। রাস্তার উপর তরল বর্জ্য ফেলা বন্ধ করতে হবে ট্যানারিগুলিকে। সেটা নিশ্চিত করতে হবে চর্মনগরী কর্তৃপক্ষ, সেক্টর ৬ ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অথরিটিকে। ওই কর্তার সংযোজন, আমরা তদন্ত করছি। কিন্তু, আর কোনও ঝুঁকি নেওয়া যাবে না। আগে আমাদের শর্ত মানা হবে, রাস্তা পুরোপুরি শুকনো হবে। তারপর অবশিষ্ট কাজ শুরু হবে। 
4d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

অপ্রত্যাশিত ক্ষেত্র থেকে অর্থপ্রাপ্তি হতে পারে। কর্মস্থলে উপরওয়ালার আস্থা লাভে সক্ষম হবেন। ব্যবসায় উন্নতি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.৬৩ টাকা৮৮.৩৭ টাকা
পাউন্ড১০৬.৯২ টাকা১১০.৬৭ টাকা
ইউরো৮৯.১৭ টাকা৯২.৫৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা