বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

বিহারে বেআইনি অস্ত্র তৈরির কারখানায় অভিযান কলকাতা পুলিসের, গ্রেপ্তার ৫

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মোটর পার্টসের দোকানের আড়ালে চলা অস্ত্র কারখানার খোঁজ পেল কলকাতা পুলিসের এসটিএফ। বিহার পুলিসকে সঙ্গে নিয়ে কলকাতা পুলিস যৌথ অভিযান চালায় মধুবনীতে। সেখান থেকে উদ্ধার হয়েছে সেভেন এমএম পিস্তল, লেদ ও ড্রিল মেশিন সহ আগ্নেয়াস্ত্র তৈরির প্রচুর সামগ্রী। সেই সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে পাঁচ অস্ত্র কারবারিকে। এই আগ্নেয়াস্ত্র বিহার থেকে কলকাতায় আসার কথা ছিল বলে জানা যাচ্ছে।
কয়েক মাস আগেই শিয়ালদহ এলাকা থেকে কয়েকজন অস্ত্র কারবারিকে গ্রেপ্তার করে এসটিএফ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র। ধৃতদের জেরা করে জানা যায়, এই আর্মস আসছে বিহার থেকে। সেই রাজ্যের মধুবনীতে বেআইনি আগ্নেয়াস্ত্র তৈরির একাধিক কারখানা গজিয়ে উঠেছে। তার ভিত্তিতে খোঁজখবর করতে গিয়ে একটি কারখানার খোঁজ পায় এসটিএফ। এরপরই কলকাতা এসটিএফের অফিসাররা মধুবনীতে পৌঁছে বিহার পুলিসের সঙ্গে যোগাযোগ করেন। এলাকা রেকি করে তাঁরা দেখে নেন কোথায় এই কারখানা চলছে। তাঁদের নজরে আসে মোটর পার্টসের দোকান সামনে রয়েছে, বাড়ির ভিতরে চলছে আগ্নেয়াস্ত্র তৈরির কাজ। এরপরই কলকাতা এসটিএফ ও বিহার পুলিস যৌথভাবে ওই বাড়িতে হানা দেয়। তখন সেখানে আগ্নেয়াস্ত্র তৈরির কাজ চলছিল। সেখান থেকেই গ্রেপ্তার করা হয় চারজনকে। উদ্ধার হয় বিপুল পরিমাণ বেআইনি আগ্নেয়াস্ত্র ও বিভিন্ন সরঞ্জাম। চারজনকে জেরা করে জানা যায় কাছেই আরও একটি কারখানা চলছে। সেখানে তল্লাশি চালিয়ে একজনকে গ্রেপ্তার করা হয়। এই কারখানাতেও সেভেন এমএম পিস্তল সহ বিভিন্ন সামগ্রী মিলেছে বলে খবর। উদ্ধার হওয়া এই আগ্নেয়াস্ত্র কলকাতায় পাঠানো হতো বলে ধৃতদের জেরা করে জেনেছেন তদন্তকারীরা।
13d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

মাতৃকুল থেকে সম্পত্তি প্রাপ্তির যোগ। ডাক্তার, আইনজীবী, প্রমুখের পেশার প্রসার, সুনাম ও উপার্জন বৃদ্ধির সম্ভাবনা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৯৮ টাকা৮৭.০৭ টাকা
পাউন্ড১০৫.০৯ টাকা১০৮.০০ টাকা
ইউরো৮৮.৭০ টাকা৯১.৩৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা