বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

বাংলাদেশিদের জাল নথি তৈরি করার ঘটনায় রহড়া থেকে গ্রেপ্তার ল’ক্লার্ক

নিজস্ব প্রতিনিধি, বারাসত: যতদিন যাচ্ছে ততই বারাসতে জাল পরিচয়পত্র তৈরিতে গ্রেপ্তারের সংখ্যা বাড়ছে। এই চক্রের সঙ্গে জড়িত দিবাকর বিশ্বাসকে বৃহস্পতিবার রাতে রহড়া থেকে গ্রেপ্তার করল বারাসত থানার পুলিস। দিবাকর পেশায় বারাসত আদালতের ল’ক্লার্ক (মুহুরি)। জাল নথি তৈরিতে ধৃত সমীর দাসকে জেরা করে দিবাকরের নাম উঠে আসে। সব মিলিয়ে ভুয়ো নথি তৈরির ঘটনায় গ্রেপ্তারের সংখ্যা বেড়ে দাঁড়াল চার। এ নিয়ে বারাসত পুলিস জেলার সুপার প্রতীক্ষা ঝাড়খড়িয়া বলেন, ‘সমীর দাসের কাছ থেকেই দিবাকরের নাম পাওয়া যায়। দিবাকরের ল’ক্লার্কের লাইসেন্স আছে। জাল নথি তৈরি সংক্রান্ত বিষয়ে সমীরের সঙ্গে দিবাকরের মোবাইল ফোনে চ্যাটও পাওয়া গিয়েছে।’
জানা গিয়েছে, মেডিক্যাল ভিসার মেয়াদ উত্তীর্ণ হওয়া বাংলাদেশিদের জাল নথি সাপ্লাই করত সমীর। যাতে তারা নিজেদের ভারতীয় নাগরিক হিসেবে পরিচয় দিতে পারে। এই অভিযোগে বারাসতের নবপল্লি থেকে সমীর দাসকে গ্রেপ্তার করেছিল পুলিস। এরপর এই চক্রে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হয় কৌশিক মণ্ডল ও চন্দন চক্রবর্তীকে। পুলিস জানিয়েছে, সমীর ও দিবাকরের বাড়ি ছিল বাংলাদেশের চট্টগ্রাম এলাকায়। তারা পূর্ব পরিচিত। দিবাকর ভারতে আসে ১৯৮৬ সালে। তার বহু পরিচিত ও আত্মীয় রয়েছে বাংলাদেশে। সমীরের সঙ্গেও বাংলাদেশের লোকজনের ভালো যোগ রয়েছে। দিবাকর থাকত অশোকনগরে। ল’ক্লার্কের লাইসেন্স রয়েছে তার। সে বারাসত আদালতে কাজ করত বলে জানতে পেরেছে পুলিস। বৃহস্পতিবার রাতে রহড়ার একটি ফ্ল্যাট থেকে তাকে গ্রেপ্তার করে পুলিস। কীভাবে চলত এই চক্র? তদন্তকারীদের দাবি, চিকিৎসার জন্য যে বাংলাদেশিরা এদেশে আসেন, তাঁরাই মূলত সমীর ও দিবাকরের ‘ক্লায়েন্ট’। এছাড়াও বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উপর নজর রাখত তারা। ওই বাংলাদেশিদের এদেশে থাকার ব্যবস্থা করে দিত সমীর। সেই জন্য সমীর ওই বাংলাদেশিদের জাল নথি, ভুয়ো ঠিকানা দিয়ে প্রথমে ভারতীয় আধার কার্ড তৈরি করত। সেইজন্য পাঠানো হতো কৌশিকের সাইবার কাফেতে। বাংলাদেশিদের ভারতীয় ভোটার ও প্যান কার্ডের জন্য একটি নির্দিষ্ট ঠিকানা প্রয়োজন। সমীর তার আত্মীয়ের বাড়ির ঠিকানা ব্যবহার করে তা ল’ক্লার্ক দিবাকরের কাছে পাঠাত। এরপর বারাসত আদালতে সহজেই এফিট-ডেফিট করিয়ে দিত দিবাকর। এছাড়া, দিবাকর নিজেও জাল নথি ব্যবহার করে বাংলাদেশিদের ভারতীয় ভোটার, প্যান কার্ড বানিয়ে দিত। বারাসত আদালতে তোলার সময় দিবাকর বললেন, আমাকে ভোটার কার্ড তৈরি করে দিতে বলেছিল সমীর। কিন্তু আমি তা করিনি। তাও কেন পুলিস গ্রেপ্তার করল জানি না। 
15d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পেশাগত উচ্চশিক্ষায় দিনটি বিশেষ শুভ। ধৈর্য ধরে মনোযোগ দিয়ে কাজ করুন সাফল্য পাবেন। অর্থ ও...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৪৮ টাকা৮৭.২২ টাকা
পাউন্ড১০৫.০৯ টাকা১০৮.৮১ টাকা
ইউরো৮৮.৪৭ টাকা৯১.৮৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
25th     January,   2025
দিন পঞ্জিকা