বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

কাশ্মীরি শাল থেকে শাড়ি, ভিন রাজ্যের ব্যবসায়ীদের স্টল থেকে ভালোই বিক্রি

সংবাদদাতা, বারুইপুর: বাংলায় হাজির ভিন রাজ্যের ব্যবসায়ীরা। বারুইপুরের মিলন মেলায় কাশ্মীর থেকে শুরু করে উত্তরপ্রদেশ, বিহার, বা দিল্লির ব্যবসায়ীদের একের পর এক দোকানের পসরা। বিক্রি হচ্ছে কার্পেট থেকে শীতের বস্ত্র, রকমারি শাড়ি। পাশাপাশি, গৃহস্থালির জিনিস থেকে হস্তশিল্প, এমনকী বিনোদনের জন্য মজার রাইড– সবই মিলছে। মেলায় রোজ ভিড় জমাচ্ছে আট থেকে আশি।
মিলন মেলার কর্মকর্তা সঞ্জীব সরকার বলেন, ভিন রাজ্যের ব্যবসায়ীরা লাভের আশায় এসেছেন মেলায়। বাংলাদেশের ব্যবসায়ীরা ভিসা সংক্রান্ত সমস্যার জেরে এবার আসতে পারেননি। প্রায় ৭০টির মত স্টল আছে মেলায়। মেদিনীপুর, বীরভূমের হস্তশিল্পের নানা স্টল আছে। এছাড়াও বিনোদনের জন্য নানা রাইড উপভোগ করতে পারবেন সবাই।
বারুইপুরের নিউ ইন্ডিয়ান মাঠে ১৫ নভেম্বর শুরু হয়েছে এই মিলন মেলা। চলবে ১৬ ডিসেম্বর পর্যন্ত। শ্রীনগরের বাসিন্দা আব্দুল রউফের দোকানে কাশ্মীরি শাল থেকে শুরু করে নানা ডিজাইনের শাড়ি মিলছে। আব্দুল রউফ বলেন, বাংলায় ব্যবসা করতে এসে আমরা খুশি। এখানে মেলায় মানুষের আন্তরিকতা মুগ্ধ করে আমাদের। বেশ ভালোই বিক্রি হচ্ছে। ফেব্রুয়ারি মাসে দেশে ফিরব। আবার উত্তরপ্রদেশের মির্জাপুর থেকে এসেছেন মহম্মদ সাদিক। তাঁর দোকানে মিলছে নানা ধরনের কম্বল, কার্পেট। তিনি বলেন, এখানে মানুষের মধ্যে জিনিস কেনার আগ্রহ আছে। বিহার থেকে ভাগলপুর শাড়ির সম্ভার নিয়ে এসেছেন মহম্মদ মাদনি আনসারি। তিনি বলেন, ১৮০ টাকা থেকে শুরু করে ১৮০০ টাকার খাদি, কটনের ভাগলপুর শাড়ি বিক্রি হচ্ছে।
উত্তপ্রদেশের গাজিয়াবাদের কামিল আনসারি মেলায় হস্তশিল্পের দোকান দিয়েছেন। তিনি বলেন, বাংলায় ব্যবসা লাভজনক। যে কোনও জায়গায় মেলা হলেই আমরা সুযোগ পাই। মেলায় মাটির বিভিন্ন পাত্র যেমন বিক্রি হচ্ছে, তেমনই মেদিনীপুরের, বীরভূমের হরেক আচার, নানা ধরনের পিঠের পসরাও রয়েছে। শুধু মেলা দেখা নয়, রকমারি খাদ্যের দোকানেও ভিড় জমাচ্ছেন সকলে।
1Month ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক ক্ষেত্রে বহু প্রচেষ্টার পর শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা। সন্তানের কর্ম উন্নতিতে আনন্দ লাভ। অর্থকর্মে শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৭৮ টাকা৮৭.৫২ টাকা
পাউন্ড১০৩.৬৮ টাকা১০৭.৩৮ টাকা
ইউরো৮৭.৬০ টাকা৯০.৯৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা