বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

কলকাতা হাইকোর্টের ছুটির তালিকায় ঢুকল রামনবমী! উঠল প্রশ্নও

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতা হাইকোর্টের ছুটির তালিকায় নয়া সংযোজন। আগামী বছরে ছুটির তালিকায় সংযোজিত হয়েছে রামনবমী। ওইদিন আদালতের কাজকর্ম বন্ধ থাকবে। আর হাইকোর্টের এই প্রশাসনিক সিদ্ধান্ত ঘিরেই চাপানউতোর শুরু হয়েছে আইনজীবীদের মধ্যে। প্রশ্ন তুলছেন আইনজীবীদের একাংশ, আবেদন করার পরও কিন্তু ১ মে দিনটি ছুটির তালিকাভুক্ত হয়নি, আর সেখানে রামনবমীতে ছুটি? তাহলে কি কলকাতা হাইকোর্টেও গেরুয়াকরণ হল?
এর আগেও হাইকোর্টের ছুটি নিয়ে বিতর্ক হয়েছে। আর এবার রামনবমীতে ছুটির প্রশ্নে আইনজীবীদের একাংশের বক্তব্য, ২০১৭ সালের আগে, ছুটির তালিকায় অর্ন্তভুক্ত ছিল ১ মে দিন। কোনও কারণ ছাড়াই ওই ছুটি বাতিল করা হয়। এনিয়ে একাধিকবার আবেদনও জানানো হয়েছিল। তারপরও হাইকোর্টের ক্যালেন্ডারে ‘মে দিবস’ অন্তর্ভুক্ত করা হচ্ছে না। 
এদিকে রামনবমীতে ছুটি ঘোষণা হওয়ায় খুশি বিজেপিপন্থী আইনজীবীরা। তাঁদের একাংশের বক্তব্য, রামনবমী গোটা দেশের উৎসব। ওইদিন ছুটি থাকাই বাঞ্ছনীয়। অন্যদিকে, তৃণমূলপন্থী আইনজীবীরা অবশ্য বিষয়টি নিয়ে নিরপেক্ষ অবস্থান নিয়েছেন। তাঁদের একাংশের বক্তব্য, রামনবমীতে ছুটি দেওয়া হয়েছে, এনিয়ে বিতর্কের কিছু নেই। রথযাত্রা এবং বুদ্ধপূর্ণিমাতেও তো ছুটি রয়েছে। রামনবমীর ছুটি সমস্ত বিচারপতির একটি সম্মিলিত সিদ্ধান্ত। একে আমরা একটি সাধারণ ছুটি হিসেবেই দেখছি, গেরুয়াকরণ হিসেবে দেখা উচিত নয়।
1Month ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক ক্ষেত্রে বহু প্রচেষ্টার পর শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা। সন্তানের কর্ম উন্নতিতে আনন্দ লাভ। অর্থকর্মে শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৭৮ টাকা৮৭.৫২ টাকা
পাউন্ড১০৩.৬৮ টাকা১০৭.৩৮ টাকা
ইউরো৮৭.৬০ টাকা৯০.৯৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা