বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

অটো উল্টে মৃত্যু ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার, সিঁথিতে উত্তেজনা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নির্ধারিত রুট ছেড়ে শর্ট কাট। সরু গলির মধ্যে দ্রুত গতি। এই দুইয়ের জেরে বেপরোয়া গতির অটো রিকশ উল্টে গেল সাউথ সিঁথিতে। তাতেই প্রাণ হারালেন অটোর পিছনের সিটে বসে থাকা ইঞ্জিনিয়ারিং পড়ুয়া। মৃতের নাম সায়ন ভট্টাচার্য (২০)। উত্তর ২৪ পরগনার ভাটপাড়ার বাসিন্দা তিনি। দুর্ঘটনায় জখম হন সায়নের এক বন্ধু। তাঁর নাম অয়ন মণ্ডল (২০)। এই ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়ায়। 
বুধবার সকাল সাড়ে ১১টা নাগাদ সিঁথি থানা এলাকার হেম দে লেনে দুর্ঘটনাটি ঘটে। সিঁথি থানা এলাকায় বিড়লা ইনস্টিটিউট অব টেকনোলজি কলেজ থেকে অটো ধরেন দুই ইঞ্জিনিয়ারিং পড়ুয়া। সায়ন ও অয়ন দু’জনেই দ্বিতীয় বর্ষের ছাত্র। এদিন কলেজ শেষে বাড়ি ফিরছিলেন তাঁরা। সিঁথির মোড় থেকে সায়নের বাড়ি ফেরার জন্য বাস ধরার কথা ছিল। সাউথ সিঁথির কাছে তারকেশ্বর মিষ্টান্ন ভাণ্ডারের সামনে গলির বাঁকে উল্টে যায় সিঁথি মোড়গামী ওই অটোটি। পিছনের আসনে ছিলেন দুই বন্ধু। বাঁদিকে বসে ছিলেন সায়ন। সেদিকেই উল্টে যায় অটোটি। মাথায় গুরুতর চোট পান ইঞ্জিনিয়ারিং পড়ুয়া। তাঁর উপরে হুড়মুড়িয়ে পড়েন অয়ন। সেকারণেই তাঁর কম আঘাত লাগে। 
চলন্ত অটো উল্টে যাওয়ায় বিকট শব্দ হয়। স্থানীয় বাসিন্দারা আওয়াজ শুনে আসেন। স্থানীয়রাই সিঁথি থানায় খবর দেন। পুলিস গিয়ে আহতদের উদ্ধার করে আর জি কর হাসপাতালে পাঠায়। সেখানেই সায়নকে মৃত বলে ঘোষণা করা হয়। হাসপাতাল সূত্রে খবর, অয়নের শরীরের একাধিক জায়গায় আংশিক চোট-আঘাত লেগেছে। গুরুতর চোট নেই। তাই প্রাথমিক চিকিৎসার পর ওই পড়ুয়াকে ছেড়ে দেওয়া হয়। ঘটনার প্রত্যক্ষদর্শী হনুমানপ্রসাদ সাউ বলেন, আচমকা আওয়াজ পাই। দোকান থেকে বের হয়ে দেখি অটো উল্টে গিয়েছে। চালক সহ তিনজন মাটিতে পড়ে কাতরাচ্ছিলেন। অটোটি খুব গতিতে আসছিল। কিছুক্ষণের মধ্যে পুলিস এসে অটো চালককে আটক করে নিয়ে যায়। 
এলাকাবাসীর দাবি, দমদম স্টেশন থেকে সিঁথি মোড় পর্যন্ত রুটের অটো হেম দে লেন হয়ে সচরাচর যায় না। কলেজ টাইমে ছাত্রছাত্রীরা রিজার্ভ করলে, তখন ওই গলি দিয়ে শর্টকাট রুটে চলাচল করে অটো। তবে কলেজ টাইমে অটোর এই রুট ভেঙে যাতায়াত ও মারাত্মক গতি নিয়ে স্থানীয়রা প্রশ্ন তুলেছেন। ক্ষোভপ্রকাশ করে স্থানীয় এক মহিলা বলেন, সরু গলির মধ্যে দিয়ে বেপরোয়াভাবে অটো চলাচল করে। পথচারীরাই মাঝেমধ্যেই দুর্ঘটনার কবলে পড়ে। বিনা কারণে একজন ছাত্রের মৃত্যু হল। এর দায় কে নেবে? লালবাজারের দাবি, চালককে আটক করা হয়েছে। তার দাবি, অটোর ব্রেক ফেল করেছিল। তা যাচাইয়ের জন্য অটোর ফরেন্সিক পরীক্ষা হবে। এদিন সন্ধ্যা পর্যন্ত ঘটনাস্থলে পুলিস মোতায়েন রাখা হয়েছে। অন্যদিকে, ভাঙরের উত্তর কাশীপুর থানা এলাকায় আবু হুদা রোডে অটো উল্টে মৃত্যু হয়েছে একজনের। নাজমুল মোল্লা (৭৫) নামে ওই বৃদ্ধ ভাঙরের বামুনিয়ার বাসিন্দা।
1Month ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক ক্ষেত্রে বহু প্রচেষ্টার পর শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা। সন্তানের কর্ম উন্নতিতে আনন্দ লাভ। অর্থকর্মে শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৭৮ টাকা৮৭.৫২ টাকা
পাউন্ড১০৩.৬৮ টাকা১০৭.৩৮ টাকা
ইউরো৮৭.৬০ টাকা৯০.৯৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা