বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

কোর্টে আইনি বিয়ে ধর্ষিতাকে, একগুচ্ছ শর্তে জামিন যুবকের

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ ও প্রতারণা মামলায় গ্রেপ্তার হয়েছিলেন এক যুবক। সেই মামলায় পুলিস হেফাজতে থাকা অভিযুক্ত যুবক বুধবার ধর্ষিতাকে বিয়ে করতে চেয়ে আদালতে আর্জি জানান। সেই আর্জি মেনে নিয়ে শিয়ালদহ আদালত নির্দেশ দেয়,  এই আর্জির হলফনামা জমা দেওয়ার।  এরপর আদালত চত্বরে আইনি বিয়ের পর এদিনই একগুচ্ছ শর্তে জামিন মিলেছে ওই যুবকের। আদালতে এই নির্দেশ ও সিদ্ধান্তে সন্তুষ্ট দুই পরিবারই। মিষ্টিমুখে সাঙ্গ হয়েছে যাবতীয় বিদ্বেষ। 
ধর্ষণের মামলায় অভিযুক্ত যুবকের আর্জি ছিল, ওই তরুণীকে মর্যাদা দিয়ে বিয়ে করে তিনি সুখে‑শান্তিতে সংসার করতে চান। আদালত সূত্রের খবর, এই মর্মে ওই যুবক শিয়ালদহ কোর্টে হলফনামাও দেন। ইতিমধ্যে খবর পাঠানো হয় দুই পরিবারেরর কাছে। তাঁরা কোর্ট চত্বরে এসে হাজির হন। নিজেদের মধ্যে আলোচনাও শুরু হয়, দু’পক্ষই বিয়ে ব্যাপারে সম্মত হয়। আইনি বিয়ে শেষে ওই দম্পতি হাসিমুখে বাড়ি ফিরে যান। তার আগে অবশ্য বিয়ে সম্পন্ন হওয়ার বিষয়টি আদালতে নজরে আনেন দুই পরিবারের লোকজন। মুখ্য সরকারি কৌঁসুলি স্নেহাংশু ঘোষ বলেন, সমস্ত নথিপত্র খতিয়ে দেখেই বিচারক অভিযুক্তকে জামিন দিয়েছেন। জামিন হিসেবে কিছু শর্তও বেঁধে দিয়েছে আদালত। আশাকরি সেই শর্ত মেনে চলবে অভিযুক্ত ওই যুবক। অন্যদিকে, ওই যুবতীর আইনজীবী মহম্মদ সাজিদ বলেন, বিষয়টি ভালোয় ভালোয় মিটে যাওয়ায় আমরাও খুশি। আমরা চাই, ওঁনারা সুখে থাকুন। আগামী দিনে মামলা প্রত্যাহারের বিষয়টি আইন মে঩নেই যা করার করা হবে উচ্চ আদালতে। এদিন ওই দম্পতির বিয়েকে ঘিরে শিয়ালদহ কোর্ট চত্বরের বাইরে ভিড় জমে যায়। পথ চলতি বহু মানুষ ওই বিয়ে দেখার জন্য সেখানে আসেন।
আদালত সূত্রে জানা গিয়েছে, ওই তরুণী বিয়ের জন্য ম্যাট্রিমনিয়াল সাইটে বিজ্ঞাপন দিয়েছিলেন। তার প্রেক্ষিতে এক যুবক তাঁর সঙ্গে যোগাযোগ করেন। এরপর ওই যুবকের সঙ্গে তরুণীর সম্পর্ক গভীর হতে থাকে। অভিযোগ, তাঁরা বিভিন্ন জায়গায় ঘুরতে যান। এমনকী নানা হোটেলেও যান। সেখানে তাঁদের মধ্যে বেশ কয়েকবার শারীরিক সম্পর্কও স্থাপিত হয়। এই পর্বেই নানা অছিলায় যুবকটি দফায় দফায় তরুণীর কাছ থেকে কয়েক লক্ষ টাকা হাতিয়ে নিয়ে যোগাযোগ বন্ধ করে দেন। এমনকী তরুণীর ফোন নম্বরও ব্লক করে দেন। শেষে বেনিয়াপুকুর থানায় অভিযোগ দায়ের করা হয়। তার ভিত্তিতে সম্প্রতি অভিযুক্ত যুবককে পাকড়াও করে। এদিন পুলিস হেফাজত থেকে ওই যুবককে শিয়ালদহ কোর্টে হাজির করা হয়। সেখানেই তরুণীকে বিয়ে করার আগ্রহ প্রকাশ করার পরই শর্তাধীন জামিন মেলে অভিযুক্ত যুবকের। 
1Month ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক ক্ষেত্রে বহু প্রচেষ্টার পর শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা। সন্তানের কর্ম উন্নতিতে আনন্দ লাভ। অর্থকর্মে শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৭৮ টাকা৮৭.৫২ টাকা
পাউন্ড১০৩.৬৮ টাকা১০৭.৩৮ টাকা
ইউরো৮৭.৬০ টাকা৯০.৯৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা