বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

সকাল-সন্ধ্যায় বিষধর সাপের উপদ্রব, নাকাল স্থানীয় বাসিন্দারা

নিজস্ব প্রতিনিধি, বারাসত: সাপের আতঙ্কে ঘুম উড়েছে মধ্যমগ্রামের ২৫ নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকার বাসিন্দাদের। সকাল বা সন্ধ্যায় বাড়ির সামনে চলে আসছে ছোট, বড় বিষধর সাপ। ফলে বাড়ি থেকে বের হওয়া দুর্বিষহ হয়ে উঠেছে কয়েক’শো পরিবারের পক্ষে। তবে, খবর পেয়ে বনদপ্তরের কর্মীরা গেলেও সাপ উদ্ধার করা যায়নি। এই এলাকায় বহু পরিত্যক্ত জলাজমি আছে। সেখানে সাপগুলি লুকিয়ে পড়ছে বলেই ধারণা এলাকার মানুষের।
মধ্যমগ্রাম পুরসভার ২৫ নম্বর ওয়ার্ডের দোহারিয়া ক্ষুদিরামপল্লি অত্যন্ত জনবসতিপূর্ণ এলাকা। কয়েকশো মানুষের বসবাস রয়েছে। কিন্তু শীত পড়তেই এই এলাকায় দেখা যাচ্ছে বিভিন্ন বিষধর সাপ। স্থানীয়দের কথা মতো, সাপগুলির দৈর্ঘ্য সাত ফুট বা তার থেকেও বেশি। শুক্রবার সকালেও একইভাবে সাপের দেখা মেলে। স্থানীয়রা তড়িঘড়ি খবর দেন বনদপ্তরে। কিন্তু বনকর্মীরা এসে চারিদিক খুঁজে দেখেন সাপ উধাও।
স্থানীয় এক বাসিন্দা রুমা ঘোষ বলেন, কয়েকদিন ধরে আমাদের এই এলাকায় সাপের উপদ্রব বেড়ে গিয়েছে। আশেপাশে প্রচুর জমিতে জল জমে রয়েছে। সে কারণেই সাপের উপদ্রব বাড়ছে। শুক্রবার সকালেও সাপ বেরিয়েছিল। বনদপ্তরে কর্মীরাও এসেছিলেন। কিন্তু তাঁরা সাপটিকে খুঁজে পাননি। আরেক এলাকাবাসী বরুণ মণ্ডল বলেন, আজ সকালে সাপটিকে দেখে অনেকেই ভয় পেয়ে গিয়েছিলেন। পড়শি এক ব্যক্তির বাড়িতে তা ঢুকে পড়ার উপক্রমও করেছিল। কিন্তু কোনওরকমে সেটিকে বের করা হয়। আমরা খুব চিন্তায় রয়েছি। মনে হয় সাপের গোপন ডেরা আছে এই মাঠে কোথাও! 
1Month ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক ক্ষেত্রে বহু প্রচেষ্টার পর শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা। সন্তানের কর্ম উন্নতিতে আনন্দ লাভ। অর্থকর্মে শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৭৮ টাকা৮৭.৫২ টাকা
পাউন্ড১০৩.৬৮ টাকা১০৭.৩৮ টাকা
ইউরো৮৭.৬০ টাকা৯০.৯৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা