বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

ইতালি থেকে প্যাকেজিংয়ের যন্ত্র আসতে বিলম্ব, উদ্বোধনই হচ্ছে না মোয়া হাবের, ক্ষুব্ধ ব্যবসায়ীরা

সংবাদদাতা, বারুইপুর: জয়নগরের মোয়ার নাম জগৎজোড়া। তারপর জিআই স্বীকৃতি পাওয়ার পর এই মিষ্টান্নটি আরও নামজাদা হয়ে উঠেছে। মোয়ার প্রসার ঘটাতে উদ্যোগী রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে মোয়া হাব তৈরির ঘোষণা করেছিলেন। তারপর জয়নগর-মজিলপুর পুর এলাকায় মোয়া হাবের জন্য বাড়ি তৈরির কাজ শুরু করেছিল খাদি গ্রামীণ শিল্প বোর্ড। সেই কাজ শেষ হয়ে গিয়েছে। কিন্তু উদ্বোধন এখনও হয়নি। কারণ হিসেবে খাদি বোর্ড সুত্রে জানা গিয়েছে, ইতালি থেকে প্যাকেজিংয়ের জন্য মেশিন আসতে দেরি হচ্ছে। ফলে দেখা দিয়েছে জটিলতা। খাদি গ্রামীণ শিল্প বোর্ডের প্ল্যানিং বিভাগের আধিকারিক বিশ্বজিৎ সরকার বলেন, ‘কিছু সমস্যা হয়েছে। তবে তা দ্রুত মেটানোর চেষ্টা হচ্ছে।’ তবে উদ্বোধন কবে হবে তা নিয়ে স্পষ্ট উত্তর এখনও মেলেনি। এ কারণে জয়নগর ও বহড়ুর মোয়া ব্যবসায়ীরা ক্ষুব্ধ। 
জয়নগর-মজিলপুর পুরসভার তিন নম্বর ওয়ার্ডে রয়েছে পুরসভার একটি মাঠ। সেখানে সাড়ে চার কাঠা জমিতে মোয়া হাব তৈরি হয়েছে। দু’কোটি ১২ লক্ষ টাকা খরচ করে প্রজেক্ট হয়েছে। এর আগে খাদি বোর্ডের কর্তারা জানিয়েছিলেন, চলতি বছরে মোয়ার মরসুম শুরুর আগেই উদ্বোধন হয়ে যাবে হাবের। প্রসঙ্গত জয়নগরে হাব তৈরির পরিকল্পনা হয় প্রায় তিন বছর আগে। কিন্তু বারবার জায়গা বদলের পরিকল্পনা হওয়ায় কাজ থমকে ছিল। প্রথমে জয়নগরের সাংসদ প্রতিমা মণ্ডল ও পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সুজিত সরখেলের উদ্যোগে মিত্রগঞ্জে জায়গা দেখা হয়েছিল। কিন্তু সেই জায়গা নিয়ে আপত্তি তুলেছিল খাদি বোর্ড। ফলে কাজ পিছিয়ে যায়। এরপর পুরসভার ক্ষমতায় আসে তৃণমূল। চেয়ারম্যান সুকুমার হালদার হাব তৈরির জন্য তিন নম্বর ওয়ার্ডে জায়গা চিহ্নিত করেন। গত জানুয়ারি মাস থেকে কাজ শুরু হয়। এরপর মুখ্যমন্ত্রী জয়নগরের বহড়ুতে একটি সরকারি অনুষ্ঠানে এসে মোয়া হাবের কাজ দ্রুত শেষ করার নির্দেশ দেন। সেই হাবের একতলায় হবে কমন ফেসিলিটি সেন্টার। জানা গিয়েছে, পানীয় জলের সংযোগ হয়ে গিয়েছে। শুধু প্যাকেজিং মেশিন নেই বলে উদ্বোধন হচ্ছে না। বহড়ুর মোয়া ব্যবসায়ীরা বলেন, মেশিন এলেই দ্রুত কাজ শেষ করে উন্নত প্যাকেজিংয়ের মাধ্যমে মোয়া রপ্তানি করা যাবে। কিন্তু বছরের পর বছর কেটে যাচ্ছে কিন্তু হাব চালু হচ্ছে না। 
1Month ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক ক্ষেত্রে বহু প্রচেষ্টার পর শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা। সন্তানের কর্ম উন্নতিতে আনন্দ লাভ। অর্থকর্মে শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৭৮ টাকা৮৭.৫২ টাকা
পাউন্ড১০৩.৬৮ টাকা১০৭.৩৮ টাকা
ইউরো৮৭.৬০ টাকা৯০.৯৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা