বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

উত্তর ২৪ পরগনায় সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে মিলছে না অ্যান্টি র‌্যাবিস ভ্যাকসিন

নিজস্ব প্রতিনিধি, বরানগর: এক সপ্তাহ ধরে মিলছে না জলাতঙ্কের প্রতিষেধক (অ্যান্টি র‌্যাবিস ভ্যাকসিন)। সরকারি হাসপাতাল ও পুরসভার ক্লিনিকে গিয়ে ফিরে আসতে বাধ্য হচ্ছেন অনেকে। তাঁরা বাধ্য হচ্ছেন বাজার থেকে এই ভ্যাকসিন কিনতে। ভুক্তভোগীরা প্রশ্ন তুলছেন, দোকানে এই ভ্যাকসিন সহজে মিললেও সরকারি হাসপাতাল বা পুর-ক্লিনিকে কেন তা পাওয়া যাচ্ছে না? ইতিমধ্যে দক্ষিণ দমদম পুরসভা নিজেদের তহবিল থেকে খরচ করে ৩০০ ভায়াল ভ্যাকসিন কিনেছে। জেলা স্বাস্থ্যদপ্তরের তরফে দ্রুত পদক্ষেপের আশ্বাস দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত এক সপ্তাহ ধরে দক্ষিণ দমদম, উত্তর দমদম সহ উত্তর ২৪ পরগনা স্বাস্থ্যজেলার বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে এই ভ্যাকসিনের সঙ্কট দেখা দিয়েছে। গ্রামাঞ্চলের তুলনায় উত্তর ২৪ পরগনার শহর ও শহরতলি এলাকায় কুকুর, বেড়াল, বাঁদর কামড়ে-আঁচড়ে দেওয়ার ঘটনা বেশি হয়। দক্ষিণ দমদম পুরসভার জলাতঙ্ক বিভাগে প্রতিদিন গড়ে ৭০জনের এই ভ্যাকসিনেশন হয়। সোমবার থেকে ভ্যাকসিন আসা কার্যত বন্ধ। এদিন পুরসভার তরফে যে ২০টি ভায়ালের ব্যবস্থা করা হয়েছিল, তা দিয়ে ৪০ জনকে টিকা দেওয়া গিয়েছে। কিন্তু এসেছিলেন ৬৭জন রোগী। বাকি ২৬ জনকে বেলেঘাটা আইডি হাসপাতালে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। মঙ্গলবার সকাল থেকে একের পর এক কুকুরে কামড়ানো রোগীকে ফিরিয়ে দিতে হয়। তা নিয়ে রোগী ও তাঁদের আত্মীয়দের ক্ষোভ চরমে উঠেছে। 
চিকিৎসকদের সূত্রে জানা গিয়েছে, এই অ্যান্টি র‌্যাবিস ভ্যাকসিনের প্রথম ডোজ কুকুর কামড়ানোর দিনেই দিতে হয়। এরপর তিনদিন, সাতদিন ও ২৮ দিনের মাথায় ভ্যাকসিন দিলে গোটা প্রক্রিয়া সম্পূর্ণ হয়। এই দিনক্ষণে বদল হলে জলাতঙ্কে আক্রান্ত হওয়ার আশঙ্কা থেকে যায়। যে কারণে ভ্যাকসিন নেওয়ার পরও অনেক ক্ষেত্রে জলাতঙ্কে আক্রান্ত হওয়ার খবর মেলে। 
দক্ষিণ দমদম পুরসভার জলাতঙ্ক বিভাগের ভারপ্রাপ্ত আধিকারিক ডাঃ গৌতমপ্রসাদ সরখেল বলেন, ‘গত নভেম্বর মাসে এই কেন্দ্র থেকে নতুন করে ৫৫৬ জন অ্যান্টি র‌্যাবিস ভ্যাকসিন নিয়েছিলেন। এছাড়া পুরনো ও নতুন মিলিয়ে টিকা নিয়েছিলেন মোট ২,২২৪জন। দক্ষিণ দমদম ছাড়াও দমদম, রাজারহাট-গোপালপুর পুরসভা এলাকার প্রচুর মানুষ আসেন এখানে। কিন্তু গত সাতদিন ধরে ভ্যাকসিনের সঙ্কট চলছে। মানুষ আমাদের গালিগালাজ করছে।’ উত্তর ২৪পরগনা স্বাস্থ্যজেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সমুদ্র সেনগুপ্ত বলেন, ‘৭০দিন আগে জেলা থেকে এই ভ্যাকসিন চেয়ে চিঠি দেওয়া হয়েছিল। এখনও তা আসেনি। কোথাও স্টক থাকলে সেখান থেকে অন্যত্র পাঠানো হচ্ছে। দায়িত্বপ্রাপ্ত সংস্থা বৃহস্পতিবার দেড় হাজার ভ্যাকসিনের ডোজ পাঠাবে বলে জানিয়েছে। তাহলে পরিস্থিতি স্বাভাবিক হবে।’
1Month ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক ক্ষেত্রে বহু প্রচেষ্টার পর শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা। সন্তানের কর্ম উন্নতিতে আনন্দ লাভ। অর্থকর্মে শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৭৮ টাকা৮৭.৫২ টাকা
পাউন্ড১০৩.৬৮ টাকা১০৭.৩৮ টাকা
ইউরো৮৭.৬০ টাকা৯০.৯৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা