বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

বাড়িতে মেশিন এনে ব্যাঙ্ক লুটের সোনা গলানোর পরিকল্পনা ছিল ধৃত আরিফের

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ব্যাঙ্কের ভল্ট থেকে লুট করে আনা সোনা বাড়িতে গলানোর পরিকল্পনা করেছিল মহেশতলা কাণ্ডের মূল অভিযুক্ত আরিফ হোসেন। সোনা গলানোর মেশিন এবং এ কাজে পারদর্শী লোক খুঁজছিল সে। তদন্তকারীরা বলছেন, লুট পর্বে নির্দিষ্ট সময় পরও যাতে ওই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ভল্ট বন্ধ না হয়, তারজন্য টাইমারই অকেজো করে দিয়েছিল আরিফ। অ্যালার্মের তার কেটে দিয়েছিল সে। যাতে সতর্কমূলক ঘণ্টি শুনে পুলিস পৌছতে না পারে। গোটাটাই করা হয় অত্যন্ত পরিকল্পমাফিকভাবে। ধৃত আরিফকে জিজ্ঞাসাবাদ করে এই তথ্য পেয়েছেন তদন্তকারীরা। প্রসঙ্গত, ওই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে হাউস কিপিং স্টাফ হিসেবে এজেন্সির মাধ্যমে ঢুকেছিল আরিফ। কিন্তু ব্যাঙ্কের এক কর্মী ও এক গ্রাহকের সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে বরখাস্ত করা হয়।  
রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ভল্ট থেকে টাকা ও সোনা হাতানোর ঘটনায়  আরিফ  ও তার স্ত্রী রুবিনা যে মুল মাথা, তা বুঝতে পারছেন তদন্তকারীরা। তাঁরা জেনেছেন, দু’জন ভিতরে ঢুকলেও, বাইরের গেটে পাহারা দিচ্ছিল আরিফের ভাই শোয়েব। মাল হাতানোর পর তিনজনে একসঙ্গে চম্পট দেয়। শোয়েবকে বলা হয়েছিল, লুটের মালের একটা ভাগে সে পাবে। তদন্তকারীরা বলছেন, জেরায় শোয়েব বলার চেষ্টা করে, তার সঙ্গে আরিফের কোনও সম্পর্ক নেই। কিন্তু লুটের ঘটনার আগে ও পরে দুজনের মধ্যে দীর্ঘ ফোনলাপের কল ডিটেইলস তথ্য তুলে ধরতেই ঘাবড়ে গিয়ে সে ব্যাঙ্কের সামনে উপস্থিতির কথা স্বীকার করে নেয়। শোয়েব পুলিসকে জানিয়েছে, দাদা অনেক চেষ্টা করছিল চাকরি ফিরে পাবার। কিন্তু কোনও কাজ না হওয়ায় ভল্ট লুটের ছক করে আরিফ। সেইমতো সে স্ত্রী ও ভাইকে নিয়ে  বুঝিয়ে দেয়, কীভাবে অপারেশন চালাতে হবে। ভল্ট খোলা নিয়ে তাদের প্রশিক্ষণ দেয় এই অভিযুক্ত।
 ব্যাঙ্কের ভল্টে বাইরের কেউ হাত দিলেই অ্যালার্ম বেজে ওঠে। একইসঙ্গে একটা টাইমার থাকে। যে কারণে নির্দিষ্ট সময় পর ভল্ট বন্ধ হয়ে যায়। পাশাপাশি স্থানীয় থানার সঙ্গে  অ্যালার্ম  সংযুক্ত থাকায় সেটি বেজে উঠলেই সঙ্গে সঙ্গেই পুলিস জানতে পারবে। জেরায় ধৃত পুলিসকে জানিয়েছে, ভল্ট খোলাতে অভ্যস্ত থাকায় সে গোটা বিষয়টি জানত। তাই ব্যাঙ্কে কাজ করার সময় সে ভালোভাবে দেখে নেয়, অ্যালার্মের সুইচ ও  টাইমারের তারের সংযোগ কোন জায়গায় রয়েছে। ব্যাঙ্কের দুই কর্মীর নির্দেশে ভল্ট খোলার সময় সে পরীক্ষা করে দেখে নেয়, কোন তার বিচ্ছিন্ন করে দিলে অ্যালার্ম ও টাইমার বন্ধ হয়ে যাবে।  তাই গত ২২ নভেম্বর লুটের দিন ব্যাঙ্কে ঢোকার পর সে অ্যালার্ম ও টাইমার অকেজো করে দেয়। বিপদঘন্টি না বাজায়, অনায়াসে অপারেশন চালিয়ে পালায়। 
ধৃত আরিফকে জেরা করে তদন্তকারীরা জেনেছেন, সোনার অলঙ্কার  উস্তির বাড়িতে রাখলেও, সে চেষ্টা করছিল সেগুলি গলিয়ে ফেলার। দু-একটি অলঙ্কার তার স্ত্রীর পছন্দ হয়েছিল। সে সব গয়না পরেও দেখে।  তাই কয়েকটি অলঙ্কার বাদে বাকিগুলি গলানোর জন্য লোক খুঁজছিল। বাইরে নিয়ে গেলে বিষয়টি জানাজানি হয়ে যাবে বলে বাড়িতেই সে এই কাজ করিয়ে নিতে চাইছিল।  কিন্তু তার আগেই  সে ধরা পড়ে যায়।  
1Month ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সন্তানের তীক্ষ্ণ বাক্য ও উদ্ধত আচরণে মনঃকষ্টের যোগ। কর্ম নিয়ে জটিলতার অবসান। অর্থকড়ি দিক অনুকূল।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.০৬ টাকা৮৬.৮০ টাকা
পাউন্ড১০৩.৮৯ টাকা১০৭.৫৮ টাকা
ইউরো৮৬.৮৫ টাকা৯০.১৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
11th     January,   2025
দিন পঞ্জিকা