বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

শীতের শুরুতে টাকিতে পর্যটকদের  দেখা মিলছে না, চিন্তায় ব্যবসায়ীরা

সংবাদদাতা, বসিরহাট: পর্যটকশূন্য টাকি পর্যটন কেন্দ্র। বাংলাদেশে অশান্তির কারণেই এই অবস্থা বলে ধারণা সেখানকার ব্যবসায়ীদের। শীত পড়তে না পড়তেই টাকিতে ইছামতী নদীর পাড়ে পর্যটকদের ভিড় দেখা যায় অন্যান্য বছর। কিন্তু এবার সেভাবে পর্যটকদের দেখা যাচ্ছে না সেখানে।
ইছামতীর নৌকা মাঝিরা বলেন, শীত পড়লেই দেশ-বিদেশ থেকে অনেক পর্যটক আসেন এই সীমান্ত শহরে। কিন্তু এবার সেভাবে পর্যটকদের দেখা যাচ্ছে না। বাংলাদেশে অশান্তির কারণে পর্যটকরা হয়তো ভাবছেন, সীমান্ত লাগোয়া টাকিতে নিরাপত্তা জোরদার করতে প্রশাসন কড়া ব্যবস্থা নেবে। সেই কারণে আসছেন না তাঁরা। এই শীতের মরশুমে যদি এলাকা এমন পর্যটকশূন্য থাকে, তাহলে আর্থিকভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হব আমরা। একই মত হোটেল ব্যবসায়ীদেরও।
টাকিতে বেড়াতে আসা বর্ধমানের বাসিন্দার কৌশিক রায় বলেন, ভেবেছিলাম টাকি পর্যটন কেন্দ্রে গেলে নিরাপত্তার কারণে প্রশাসনের বাঁধার মুখে পড়তে হবে। কিন্তু বাস্তবে দেখছি তা নয়। তবে অন্যান্য বছরের তুলনায় এবার খাঁ খাঁ করছে পর্যটন কেন্দ্রগুলি। যে সমস্ত দর্শনীয় স্থানগুলি এখানে আছে, সেখানেও তেমনভাবে লোকজনও দেখা যাচ্ছে না। এ দৃশ্য আগে কখনও দেখিনি টাকিতে। বসিরহাট দক্ষিণের বিধায়ক ডাঃ সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় বলেন, টাকি পর্যটন কেন্দ্র নিয়ে কোনও সমস্যা নেই। পর্যটকরা স্বাভাবিকভাবেই আনন্দ উপভোগ করতে পারবেন। স্থানীয় পুরসভা পর্যটকদের সুরক্ষার জন্য সব সময়ে সতর্ক আছে। এছাড়াও পর্যটকদের আকর্ষণের জন্যে টাকি পর্যটন কেন্দ্রকে নতুনভাবে সাজানো হয়েছে। 
1Month ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সন্তানের তীক্ষ্ণ বাক্য ও উদ্ধত আচরণে মনঃকষ্টের যোগ। কর্ম নিয়ে জটিলতার অবসান। অর্থকড়ি দিক অনুকূল।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.০৬ টাকা৮৬.৮০ টাকা
পাউন্ড১০৩.৮৯ টাকা১০৭.৫৮ টাকা
ইউরো৮৬.৮৫ টাকা৯০.১৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
11th     January,   2025
দিন পঞ্জিকা