কলকাতা

বারুইপুরে নেশামুক্তি কেন্দ্রে রোগীর মৃত্যু, উত্তেজনা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বারুইপুরে একটি নেশামুক্তি কেন্দ্রে এক যুবকের মৃত্যুকে ঘিরে উত্তেজনা। মৃতের নাম সৌরভ মণ্ডল (৩৫)। তাঁর বাড়ি বারুইপুরের দক্ষিণ গড়িযায়। গতকাল, শুক্রবার বিকেলে তাঁকে অসুস্থ অবস্থায় বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তাঁর মৃত্যু হয়। এই ঘটনার পর সৌরভের পরিবারের লোকজন ওই নেশামুক্তি কেন্দ্রে ভাঙচুর চালান বলে অভিযোগ।
স্থানীয় সূত্রে খবর, গত ১০ বছর ধরে বারুইপুর এলাকার একটি বাড়িতে নেশামুক্তি কেন্দ্রটি চলত। অভিযোগ, আধিকাংশ সময়েই সেখানে ভর্তি রোগীদের লাঠি দিয়ে মারধর করা হত। তাঁদের ঠিক মতো দেখাশোনা করা হত না। রোগীদের আর্তনাদ ভেসে আসত নেশামুক্তি কেন্দ্রটি থেকে। রাত বাড়লে তাঁদের উপর অত্যাচারের মাত্রাও বৃদ্ধি পেত। ওই কেন্দ্রের মালিককে একাধিকবার বলা সত্ত্বেও তিনি কর্ণপাত করেননি বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ। এরপর গতকাল অর্থাৎ শুক্রবার দুপুরে অসুস্থ হয়ে পড়েন সৌরভ। বিকেলে তাঁকে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তাঁর মৃত্যু হয়।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মারধরের কারণেই অসুস্থ হয়ে পড়েন সৌরভ। পাশপাশি হাসপাতালেও তাঁর সঠিক চিকিৎসা হয়নি বলে অভিযোগ করেছেন তাঁরা। জানা গিয়েছে, এই ঘটনার পর থেকেই ওই নেশামুক্তি কেন্দ্রের কয়েকজন কর্মী পলাতক। কেন্দ্রটি বন্ধ করার দাবিতে সরব হয়েছেন এলাকাবাসী। এলাকার বাসিন্দা ঝর্ণা গোস্বামী বলেন, “রোগীদের চিৎকারে আমরা রাতে ঘুমোতে পারতাম না। আমরা কেন্দ্রের  মালিক ইন্দ্রজিৎ ধরকে এই ব্যাপারে একাধিকবার অভিযোগ করলেও তিনি কোনও গুরুত্ব দেননি।”
3d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

স্বদেশের বা বিদেশের নামী প্রতিষ্ঠানে বিদ্যালাভের সুযোগ পেতে পারেন। সব কাজে কমবেশি সাফল্যের যোগ। আয়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৭৩ টাকা৮৫.৪৭ টাকা
পাউন্ড১০৫.৮৫ টাকা১০৯.৬১ টাকা
ইউরো৮৭.৮২ টাকা৯১.২১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
1st     December,   2024
দিন পঞ্জিকা