কলকাতা

বিবেকানন্দ পার্কে পুরসভার নয়া কমিউনিটি হল

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এই অঞ্চলে কলকাতা পুরসভার কোনও কমিউনিটি হল ছিল না। স্থানীয় বাসিন্দাদের অনুষ্ঠানের জন্য অন্যত্র বাড়ি ভাড়া নিতে হতো। সেই সমস্যা সমাধানে সাদার্ন অ্যাভিনিউয়ে বিবেকানন্দ পার্কের ভিতর একটি কমিউনিটি হল তৈরি হয়েছে। শুক্রবার সেটির উদ্বোধন করেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। উপস্থিত ছিলেন কলকাতা দক্ষিণের সাংসদ মালা রায়, রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, ৮৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সৌরভ বসু। দোতলা এই হলটিতে প্রায় এক হাজার মানুষ একসঙ্গে অনুষ্ঠান করতে পারবেন।
বিবেকানন্দ পার্ক আগে ছিল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটির (কেএমডিএ) অধীনে। সম্প্রতি সেটি কলকাতা পুরসভার হাতে এসেছে। কাউন্সিলার সৌরভ বসু বলেন, ‘এটি চালু হওয়ায় স্থানীয় বাসিন্দাদের সুবিধা হবে। তাছাড়া পুরসভার একটি নিজস্ব সম্পত্তিও বাড়ল। পুরসভারও আয় হবে।’ একটি কমিউনিটি হল পেয়ে খুশি স্থানীয় বাসিন্দারা। লেক রোডের বাসিন্দা সোমশুভ্র চট্টোপাধ্যায়, ইন্দ্রজিৎ ভৌমিক বলেন, ‘বেসরকারি হল বুক করতে বিপুল টাকা লাগে। পুরসভার কমিউনিটি হল নিতে গেলে ভাড়া অনেকটাই কম লাগবে। মধ্যবিত্তদের সুবিধা হবে।’ পুরকর্তৃপক্ষ জানিয়েছে, ‘পার্কের ভিতর একটি পুরনো ভগ্নপ্রায় বিল্ডিং ছিল। সেটি কোয়ার্টার হিসেবে ব্যবহার করত কেএমডিএ। প্রথমে ঠিক হয়েছিল, মূল কাঠামোটি রেখে সংস্কার করে নতুন কমিউনিটি হল বানানো হবে। পরে দেখা যায়, বহু বছরের পুরনো সেই বাড়ির স্বাস্থ্য ভালো নয়। তাই পুরো বাড়ি ভেঙে নতুন করে দোতলা বিল্ডিং বানানো হয়েছে। ২০টি বাতানুকূল যন্ত্র বসেছে হলটিতে।  - নিজস্ব চিত্র
3d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

স্বদেশের বা বিদেশের নামী প্রতিষ্ঠানে বিদ্যালাভের সুযোগ পেতে পারেন। সব কাজে কমবেশি সাফল্যের যোগ। আয়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৭৩ টাকা৮৫.৪৭ টাকা
পাউন্ড১০৫.৮৫ টাকা১০৯.৬১ টাকা
ইউরো৮৭.৮২ টাকা৯১.২১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
1st     December,   2024
দিন পঞ্জিকা