কলকাতা

ফের হাইকোর্টের রোষের মুখে বিধাননগর পুলিস কমিশনারেট

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জমি বিবাদ সংক্রান্ত মামলায় ফের আদালতের রোষের মুখে বিধাননগর পুলিস কমিশনারেট। এবার লেকটাউন থানার ভূমিকায় চূড়ান্ত ক্ষুব্ধ হাইকোর্টের সাফ বক্তব্য, ‘বেতন নিলে কাজ করতে হবে। নাহলে কীভাবে কাজ করাতে হয়, তা আদালত ভালো করেই জানে।’
লেকটাউন থানা এলাকায় রাজনৈতিক দলের মদতপুষ্টরা দীর্ঘদিন ধরে একটি জমি হাতানোর চেষ্টা করছে। পুলিসের কাছে অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি। তাই বাধ্য হয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন জমির মালিক তথা ইস্টার্ন পেপার মিল নামে একটি সংস্থা। সেই মামলায় লেকটাউন থানার কাছে রিপোর্ট তলব করেছিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। শুক্রবার আদালতে সেই রিপোর্ট জমা পড়ে। ওই রিপোর্টে ছত্রে ছত্রে তদন্তে গাফিলতি ধরা পড়েছে। রিপোর্টটি খারিজ করে ক্ষুব্ধ বিচারপতি বলেন, ‘এই কমিশনারেটের সবক’টি থানা জঞ্জালে পরিণত হয়েছে।’ এরপরই এজলাসে উপস্থিত সরকারি আইনজীবীকে উদ্দেশ্য করে বিচারপতি বলেন, ‘শেষবারের মতো বলে দিচ্ছি, পুলিসকে কাজ করতে হবে। শহরাঞ্চলে পোস্টিং নেব, আর কাজ করব না, এটা হয় না। আদালত এত বলার পরও পুলিস যদি নিজেকে না শোধরায়, তাহলে ফল ভুগতে হবে। বেতন নিলে কাজ করতে হবে। বেতন নেব কাজ করব না এটা হয় না।’
এরপরই সিবিআইয়ের প্রসঙ্গ উত্থাপন করে বিচারপতি স্পষ্ট জানিয়ে দেন, পুলিস তদন্ত না করলে সিআইডির কাছে তদন্তভার যাবে। আর তাদের অবস্থাও সিবিআইয়ের মতো হবে। মামলার বোঝা মাথায় নিয়ে কোন মামলাতেই কোনও সমাধান সূত্র বের করতে পারবে না। এটা হতে দেওয়া যাবে না। 
মামলায় পুলিসকে নতুন করে তদন্ত করে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি ঘোষ। উল্লেখ্য, এর আগেও একইভাবে জমি বিবাদ সংক্রান্ত মামলায় রাজারহাট এবং নিউটাউন থানা বিচারপতি ঘোষের রোষের মুখে পড়েছিল। ওই দুই থানার আইসিদের সরিয়ে দিতে বলেছিলেন বিচারপতি ঘোষ। এরপরও ওই দুই থানার আধিকারিকদের বদলের ব্যাপারে এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি রাজ্য। আদালতের এদিনের পর্যবেক্ষণের পর আদৌ বিধাননগর পুলিস কমিশনারেটে কোনও বদল আসে নাকি সেদিকেই এখন নজর থাকবে সব পক্ষের। 
8d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মস্থলে আকস্মিক জটিলতা সৃষ্টি হতে পারে। দুপুরের পর থেকে জটিলতা মুক্তি ও কর্মে উন্নতি। ভ্রমণ...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৮৫ টাকা৮৫.৫৯ টাকা
পাউন্ড১০৬.১০ টাকা১০৯.৮৬ টাকা
ইউরো৮৭.৯১ টাকা৯১.৩০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা