কলকাতা

নয়া সেতু, ৫ বছরের মধ্যেই মূল ভূখণ্ডের সঙ্গে জুড়বে গঙ্গাসাগর

নিজস্ব প্রতিনিধি, কলকাতা ও দক্ষিন ২৪ পরগনা: স্বাধীনতার ৭৭ বছর পর স্থলভাগের মুল ভুখণ্ডের সঙ্গে জুড়তে চলেছে সাগরদ্বীপ। তৈরি হতে চলেছে সেতু। চার বছরের মধ্যে মানুষকে তা উপহার দেওয়ার টার্গেট নিয়েছে রাজ্যের পূর্তদপ্তর। অর্থাৎ ২০২৯ সালের জানুয়ারি মাসে গঙ্গাসাগর মেলায় কলকাতা থেকে সোজা গাড়ি নিয়ে কপিল মুনির আশ্রম পর্যন্ত পৌঁছে যাওয়া যাবে। ঘণ্টার পর ঘণ্টা ভেসেলে নদী পার হওয়ার জন্য অপেক্ষা করতে হবে না। এক হাজার ৪৬০ দিনের মধ্যে সেতুর কাজ শেষের সময়সীমা বেঁধে দিয়ে দরপত্র জারি করল রাজ্য সরকার। 
একদিকে কাকদ্বীপ। মুড়িগঙ্গার অপর প্রান্তে কচুবেড়িয়া। মুড়িগঙ্গার উপরই চার কিলোমিটার দীর্ঘ সেতুটি নির্মাণ হবে। এ কাজে রাজ্যের কোষাগার থেকে খরচ হবে প্রায় এক হাজার ৪৩৯ কোটি টাকা। প্রসঙ্গত এই সেতু তৈরির কথা ছিল কেন্দ্রীয় সরকারের। প্রায় ছ’বছর আগে প্রস্তাবিত তাজপুর বন্দরের অংশীদার করার কথা বলেছিল রাজ্য। যার পরিবর্তে কেন্দ্রকে এই সেতু তৈরি করে দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রস্তাবে সারা দিয়েও শেষপর্যন্ত কোনও ইতিবাচক পদক্ষেপ নেয়নি কেন্দ্র বলে অভিযোগ। ফলে সাগরদ্বীপের সাধারণ মানুষের পাশাপাশি প্রতি বছর গঙ্গাসাগর মেলায় আসা কোটি কোটি পুণ্যার্থীর কথা ভেবে রাজ্যের কোষাগার থেকে টাকা খরচ করে এই সেতু তৈরির সিদ্ধান্ত নেন মমতা বন্দ্যোপাধ্যায়। গত বছর গঙ্গাসাগর মেলার প্রস্তুতি দেখতে গিয়ে রাজ্যের খরচে সেতু নির্মাণের ঘোষণা করেছিলেন তিনি। 
পূর্তদপ্তরের টেন্ডার বিজ্ঞপ্তি অনুযায়ী, কাজ শেষ হওয়ার পর টানা দশ বছর নির্মাণকারী সংস্থার উপরই সেতুর রক্ষণাবেক্ষণের দায়িত্ব ন্যস্ত থাকবে। আগামী বছর চার ফেব্রুয়ারির মধ্যে দরখাস্ত (বিড) জমা দিতে হবে। ছয় তারিখ তা খোলা হবে। প্রসঙ্গত ৬০ পাতার ডিটেইল্ড প্রজেক্ট রিপোর্টে বলা হয়েছে, চার লেনের হবে গঙ্গাসাগর সেতু। মোট খরচ ধরা হয়েছে এক হাজার ৪৩৮ কোটি ৬২ লক্ষ ৩৪ হাজার ৬৫৪ টাকা। ইতিমধ্যে প্রায় দেড়শো বাসিন্দার কাছ থেকে জমি কেনার জন্য তাঁদের নো অবজেকশন সার্টিফিকেট সংগ্রহ করেছে জেলা প্রশাসন। বাসিন্দারা কত টাকা পাবেন, সেটাও প্রাথমিকভাবে ঠিক হয়ে গিয়েছে। এবার টেন্ডার ডাকার বিজ্ঞপ্তি জারি হতেই আরও এক ধাপ এগল মুড়িগঙ্গা নদীর উপর গঙ্গাসাগর সেতু নির্মাণ প্রক্রিয়া। রাজ্যের এক আধিকারিক জানিয়েছেন. এটি হল মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প। উনি এবার গঙ্গাসাগর মেলার প্রস্তুতি দেখতে গিয়ে এর শিলান্যাসও করতে পারেন ধরে নিয়ে কাজ এগচ্ছে।
3d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

স্বদেশের বা বিদেশের নামী প্রতিষ্ঠানে বিদ্যালাভের সুযোগ পেতে পারেন। সব কাজে কমবেশি সাফল্যের যোগ। আয়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৭৩ টাকা৮৫.৪৭ টাকা
পাউন্ড১০৫.৮৫ টাকা১০৯.৬১ টাকা
ইউরো৮৭.৮২ টাকা৯১.২১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
1st     December,   2024
দিন পঞ্জিকা