কলকাতা

প্রকাশ্য রাস্তায় স্ত্রীর গায়ে কেরোসিন ছিটিয়ে আগুন, ধৃত অভিযুক্ত স্বামী, বেলঘরিয়ায় তীব্র চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, বরানগর: সর্বাঙ্গ দাউদাউ করে জ্বলছে। ‘বাঁচাও বাঁচাও’ আর্তনাদ করে দৌড়চ্ছেন এক গৃহবধূ। তাই দেখে হতভম্ব স্থানীয়রা। কেউ জল ছুঁড়ছেন, কেউ ব্যালকনি থেকে কাপড় ছুড়ে চাপা দিতে বলছেন। শুক্রবার বিকেলে বেলঘরিয়ার আর্যনগর এলাকার ভয়ঙ্কর এই দৃশ্য দেখে বাকরুদ্ধ স্থানীয়রা। পুলিস ও এলাকার বাসিন্দারা সঙ্গীতা সরকার (২৭) নামের ওই গৃহবধূকে উদ্ধার করে প্রথমে এক বেসরকারি হাসপাতালে নিয়ে যান। পরে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিস জেনেছে, দাম্পত্য কলহের জেরে গৃহবধূর স্বামী নিলয় সরকার তাঁর গায়ে কেরোসিন তেল ছিটিয়ে আগুন লাগিয়ে দেয়। পুলিস অভিযুক্ত নিলয়কে গ্রেপ্তার করেছে।
পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গৃহবধূর বাপের বাড়ি কলকাতার আমহার্স্ট স্ট্রিট এলাকায়। তাঁর স্বামী নিলয়ের বাড়ি খড়দহের বিবেকনগর। সে বেসরকারি সংস্থার কর্মী। দীর্ঘদিন ধরে তাঁদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল। তাঁরা আলাদা থাকছিলেন। এদিন আর্যনগর এলাকার এক পরিচিত বন্ধুর বাড়িতে এসেছিলেন সঙ্গীতা। এদিন সাড়ে পাঁচটা নাগাদ তিনি বাড়ি ফিরছিলেন। গোপনে এক বন্ধুকে সঙ্গে নিয়ে স্ত্রীর পিছু নিয়েছিল নিলয়। আর্যনগর অনুপমা রোডে সে স্ত্রীর পথ আটকায়। দু’এক কথার পরই নিলয় বোতলে থাকা কেরোসিন তেল স্ত্রীর গায়ে ঢেলে আগুন লাগিয়ে চম্পট দেয়। সঙ্গীতাদেবী অগ্নিদগ্ধ অবস্থায় আর্ত চিৎকার করে দৌড়তে শুরু করেন। স্থানীয়রা কোনওমতে আগুন নিভিয়ে বেলঘরিয়া থানায় খবর দেন। পুলিস এসে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যায়। 
ঘটনার প্রত্যক্ষদর্শী এক গৃহবধূ বলেন, আচমকা ‘বাঁচাও বাঁচাও’ চিৎকার শুনে দরজা খুলেছিলাম। দেখি এক মহিলা রাস্তায় দৌড়চ্ছেন। শরীর দাউ দাউ করে জ্বলছে। রাস্তার উল্টো দিক থেকে আসা এক যুবক জল ছেটাচ্ছেন। আমি ঘরের উপর থেকে মোটা কাপড় ফেলে শরীরে জড়াতে বলেছিলাম। এখনও আতঙ্কে কাঁপছি। চোখ বন্ধ করলে ওই ছবি ভেসে উঠছে। পুলিস জানিয়েছে, ধৃত নিলয়ের সঙ্গে তার এক বন্ধুও ছিল। তার খোঁজ চলছে। ধৃতকে জেরা করে ঘটনার প্রকৃত কারণ জানার চেষ্টা চলছে।
3d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

স্বদেশের বা বিদেশের নামী প্রতিষ্ঠানে বিদ্যালাভের সুযোগ পেতে পারেন। সব কাজে কমবেশি সাফল্যের যোগ। আয়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৭৩ টাকা৮৫.৪৭ টাকা
পাউন্ড১০৫.৮৫ টাকা১০৯.৬১ টাকা
ইউরো৮৭.৮২ টাকা৯১.২১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
1st     December,   2024
দিন পঞ্জিকা