কলকাতা

পার্ক স্ট্রিটের মতো মেগা উৎসব শ্রীরামপুরে, উদ্যোগ পুরসভার

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: বাণিজ্য ও ঐতিহ্যকে উদ্ভাসিত করতে এবার শ্রীরামপুরকে উৎসব নগরীতে পরিণত করতে চাইছে পুরসভা। শ্রীরামপুরের সেন্ট ওলাভ চার্চ ও ডেনিস ট্যাভার্নকে সামনে রেখে কলকাতার পার্ক স্ট্রিটের আদলে উৎসবের প্রস্তুতি শুরু হয়েছে। বড়দিন ও ইংরেজি নতুন বছরকে কেন্দ্র করে এই পরিকল্পনা নিয়েছেন পুরকর্তারা। ইতিমধ্যেই তার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। ২০ ডিসেম্বর থেকে দুই জানুয়ারি পর্যন্ত উৎসব চলবে। সাংস্কৃতিক অনুষ্ঠান, চার্চের অনুষ্ঠান, খ্যাতনামা প্রতিষ্ঠানের ফুড স্টল সহ নানা ধরনের আয়োজনে জমজমাট উৎসবের রূপরেখা তৈরি করা হয়েছে। সবকিছুই হবে গঙ্গাপাড়ের সেন্ট ওলাভ চার্চ থেকে দু’দিকের রাস্তা ঘিরে। হুবহু পার্ক স্ট্রিটের মৌতাত আনতে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়ার কাজ পুরসভা শুরু করেছে।
শুক্রবার শ্রীরামপুরের ডেনিস ট্যাভার্নে একাধিক বাণিজ্যিক প্রতিষ্ঠানের প্রতিনিধি, সেন্ট ওলাভ চার্চের ফাদার সহ বিশিষ্টদের নিয়ে বৈঠক করেন পুরকর্তারা। সেখানে পুরসভার চেয়ারম্যান গিরিধারী সাহা, চেয়ারম্যান ইন কাউন্সিল সন্তোষ সিং (পাপ্পু) সহ অন্যান্য পুরকর্তারা উপস্থিত ছিলেন। ঐতিহ্য ও বাণিজ্যের ইতিহাস স্মরণে ওই উৎসবের দায়িত্ব পুরসভার পক্ষ থেকে সন্তোষ সিংকে দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘এ দেশে সরাইখানার ধারণা ছিলই। কিন্তু সাবেক দিনেমার কলোনির গঙ্গাপাড়েই আধুনিক রেস্তরাঁর জন্ম। তার ইতিহাস ধরে রেখেছে ডেনিস ট্যাভার্ন। সেই সঙ্গে আছে সেন্ট ওলাভের মতো সুপ্রাচীন এবং ঐতিহ্যবাহী চার্চ। আমরা বাণিজ্য ও ঐতিহ্যের ওই দুই স্মারককে সামনে রেখে উৎসব করব। বড়দিন ও ইংরেজি নতুন বছরকে ঘিরে পার্ক স্ট্রিটের উন্মাদনাকে শ্রীরামপুরে এনে ফেলতে চাই।’ পুরসভার চেয়ারম্যান বলেন, ‘শিল্পসংস্কৃতি থেকে চার্চ, নতুন বছর উদযাপন থেকে ঐতিহ্য, সমস্তটাকে আমরা একটা‌ ঩মোড়কে ধরতে চাইছি। তাই ১২ দিনের মেগা উৎসব উপহার দেওয়ার পরিকল্পনা হয়েছে।’
সাবেক দিনেমার কলোনি শ্রীরামপুরে ঐতিহ্যের অবহেলা কম হয় না। আবার ঐতিহ্যকে ধরে রাখার প্রয়াসও আছে। সেই প্রচেষ্টাতেই দিনেমার গর্ভনর হাউস, সেন্ট ওলাভ চার্চ, ডেনিস ট্যাভার্নকে সাজিয়ে তোলার কাজে শহরের মানুষ, পুরসভা উদ্যোগ নিয়েছে। সদ্য উপনিবেশীয় সময়ের হাট সংস্কৃতি স্মরণে গঙ্গাপাড়ে পোষ্য পশুপাখির হাট চালু হয়েছে। আর এবার পার্ক স্ট্রিটকে সামনে রেখে বাণিজ্য ও ঐতিহ্যের মেগা উৎসবের উদ্যোগে মাতোয়ারা শ্রীরামপুর।  নিজস্ব চিত্র
3d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

স্বদেশের বা বিদেশের নামী প্রতিষ্ঠানে বিদ্যালাভের সুযোগ পেতে পারেন। সব কাজে কমবেশি সাফল্যের যোগ। আয়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৭৩ টাকা৮৫.৪৭ টাকা
পাউন্ড১০৫.৮৫ টাকা১০৯.৬১ টাকা
ইউরো৮৭.৮২ টাকা৯১.২১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
1st     December,   2024
দিন পঞ্জিকা