কলকাতা

ক্রাইম সিনেমা দেখে খুনের প্লট, জেরায় জানাল বালির তবলা শিক্ষক খুনে ধৃত সিরিয়াল কিলার

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জেলে থাকার সময়েই খুনের ঘটনায় অভিযুক্ত গ্যাংস্টারদের সঙ্গে বন্ধুত্ব পাতিয়েছিল বালির তবলা শিক্ষক সৌমিত্র চট্টোপাধ্যায় খুনে ধৃত রাহুল জাঠ। বিভিন্ন কৌশলে কীভাবে টার্গেটকে নিকেষ করতে হয়, তার ‘ক্লাস’ তাদের কাছেই করেছিল। জামিন পেয়ে বেরিয়ে সিরিয়াল কিলিং বা নৃশংস খুনের দৃশ্য রয়েছে, এমন সিনেমা দেখা অভ্যাসে পরিণত করেছিল রাহুল। সেখান থেকেই তার মাথায় আসে সিরিয়াল কিলিংয়ের। কাটিহার এক্সপ্রেসে খুনের ঘটনায় অভিযুক্ত রাহুলকে জিজ্ঞাসাবাদ করে এই তথ্য জেনেছে গুজরাত পুলিস। তার ফিঙ্গার প্রিন্ট সংগ্রহ করেছেন তদন্তকারীরা। যা ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে।
তদন্তকারীরা বলছেন, কাটিহার এক্সপ্রেসে তবলা শিক্ষককে খুনের পর অভিযুক্ত টাটানগর গিয়েছিল। সেখান থেকেই দক্ষিণ ভারতগামী ট্রেনে চাপে সে। তবে কাটিহার এক্সপ্রেসে তার মোবাইলের লাস্ট টাওয়ার লোকেশন মালদহের আশপাশে হওয়ায় অনুমান করা হচ্ছে, সেখান থেকে ‘মেমু’ প্যাসেঞ্জারে চেপে টাটানগরে পৌঁছেছিল রাহুল। তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। গুজরাত পুলিস এখন জানতে চাইছে, যে পাঁচটি খুনের ঘটনা সামনে এসেছে, তার বাইরে আর কোনও হত্যার সঙ্গে সে যুক্ত ছিল কি না! তদন্তকারীদেরকারীদের কাছে রাহুল দাবি করেছে, পুনে–কন্যাকুমারী এক্সপ্রেসে মহারাষ্ট্রের শোলাপুরের এক মহিলাকে খুন করে ‘ট্রেন কিলিং’য়ে তার হাতেখড়ি হয়। তারপর তার সাহস বেড়ে যায়। এরপর শুরু করে টার্গেট বাছাই করে একের পর এক খুন। গুজরাতের ভাপিতে আসার আগে কোনও ঘটনা ঘটিয়েছে কি না, এই প্রশ্নে প্রথমে জানায়, কয়েকজনকে টার্গেট করেছিল। এরজন্য প্রতিবন্ধী কামরাকেই বেছেছিল। কিন্তু বিভিন্ন কারণে তা সফল হয়নি। পরে বয়ান বদলে জানায়, সেকেন্দ্রাবাদের ঘটনার পরই সে বুঝে যায় পুলিস তার পিছু নিয়েছে। তাই পালানোর চেষ্টা করছিল। তদন্তকারীদের সন্দেহ, কোনও বিষয় আড়াল করার চেষ্টা করছে রাহুল। তবে চলতি বছরের মে মাসে জেল থেকে ছাড়া পাওয়ার পরই যে সিরিয়াল কিলিংগুলি রূপায়নের পরিকল্পনা করেছিল, তা সে জেরায় তদন্তকারীদের কাছে স্বীকার করেছে। 
চুরি-ছিনতাই বা বেআইনি আগ্নেয়াস্ত্রের ব্যবসা ছেড়ে সে কেন খুন শুরু করল? জবাবে অভিযুক্ত গুজরাত পুলিসকে জানিয়েছে, বিভিন্ন রাজ্যের জেলে থাকার সময় তার সঙ্গে বড় বড় অপরাধীর পরিচয় হয়। তাদের কাছ থেকে খুন –ডাকাতির গল্প শুনত। পাশাপাশি পুলিসকে কীভাবে ধোঁকা দিয়ে পালিয়ে থাকতে হবে, তার প্রাথমিক শিক্ষাও নিয়েছিল। অভিযুক্ত জেরায় জানিয়েছে, তার বিশ্বাস ছিল ট্রেন বদল করে বিভিন্ন জায়গা ঘুরে বেড়ানোয় পুলিস সহজে তাকে ধরতে পারবে না। এই সুযোগে একের পর অপরাধ করে পুলিসের কাছে ত্রাস হয়ে উঠবে। কিন্তু গুজরাতে তরুণী ধর্ষণ-খুনের ঘটনা ঘটিয়েই পুলিসের জালে ধরা পড়ল রাহুল জাঠ। 
3d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

স্বদেশের বা বিদেশের নামী প্রতিষ্ঠানে বিদ্যালাভের সুযোগ পেতে পারেন। সব কাজে কমবেশি সাফল্যের যোগ। আয়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৭৩ টাকা৮৫.৪৭ টাকা
পাউন্ড১০৫.৮৫ টাকা১০৯.৬১ টাকা
ইউরো৮৭.৮২ টাকা৯১.২১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
1st     December,   2024
দিন পঞ্জিকা