কলকাতা

জেলা পরিষদের বন ও ভূমি বিভাগের নয়া কর্মাধ্যক্ষ হলেন এটিএম আবদুল্লা

নিজস্ব প্রতিনিধি, বারাসত: উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের বন ও ভূমি বিভাগের নতুন কর্মাধ্যক্ষ হলেন প্রাক্তন বিধায়ক এটিএম আবদুল্লা (রনি)। শুক্রবার বারাসতে জেলা পরিষদ ভবনের তিতুমীর কক্ষে বৈঠকের পর এই খবর জানিয়েছেন সভাধিপতি নারায়ণ গোস্বামী। দায়িত্ব পেয়ে আগামী দিনে মানুষের স্বার্থে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন আবদুল্লা। তাঁর আগে এই পদে ছিলেন একেএম ফারহাদ। জানা গিয়েছে, সম্প্রতি তাঁর কিছু আপত্তিকর ভিডিও (ভিডিওর সত্যতা যাচাই করেনি ‘বর্তমান’) এবং অডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। তা নিয়ে তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটির কাছে লিখিত অভিযোগ জমা পড়ে ফারহাদের বিরুদ্ধে। গোটা ঘটনা খতিয়ে দেখার পর ফারহাদকে কর্মাধ্যক্ষের পদ থেকে অপসারণের জন্য স্থায়ী সমিতির সদস্যরা তাঁর বিরুদ্ধে অনাস্থা আনেন। অনাস্থাপত্রে সই করেন তিন সদস্য সামিম আরা খাতুন, ভানুমতি বালা ও এটিএম আবদুল্লা। তারপরই বৈঠক করে ফারদাহকে কর্মাধ্যক্ষের পদ থেকে অপসারণ করা হয়। শুক্রবার সেই পদে বসানো হল তৃণমূল নেতা তথা বসিরহাট উত্তরের প্রাক্তন বিধায়ক এটিএম আবদুল্লাকে। তিনি বলেন, ‘প্রশাসন পরিচালনার অভিজ্ঞতা আমার রয়েছে। যাঁরা আমার উপর আস্থা রেখে এত বড় দায়িত্ব দিলেন, তাঁদের কৃতজ্ঞতা জানাই।’ 
উল্লেখ্য, উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ, বর্তমানে জেলবন্দি শেখ শাহজাহানকে ছ’বছরের জন্য দল থেকে সাসপেন্ড করেছে তৃণমূল। সেই সঙ্গে জেলা পরিষদের মৎস্য ও প্রাণিসম্পদ বিভাগের কর্মাধ্যক্ষ পদ থেকেও তাঁকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে দল। তারপর চলতি বছরের ২ মার্চ জেলা পরিষদে ভবনে তাঁর নামের বোর্ড সরিয়ে ফেলা হয়েছে। কিন্তু সেই জায়গায় এখনও পর্যন্ত কোনও কর্মাধ্যক্ষ নিয়োগ হয়নি। কিন্তু, তড়িঘড়ি বন ও ভূমি কর্মাধ্যক্ষ একেএম ফারহাদের জায়গায় নতুন কর্মাধ্যক্ষ বসানো নিয়ে চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। এই পদে কে আসবেন, তা নিয়েও চলছে জল্পনা। এ প্রসঙ্গে জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী বলেন, ‘বন ও ভূমি কর্মাধ্যক্ষ এ কে এম ফারহাদের বিরুদ্ধে স্থায়ী সমিতির সদস্যরা অনাস্থা এনেছিলেন। সেই মতো আইন মেনে এদিন নতুন কর্মাধ্যক্ষ নির্বাচন করা হল।’ শাহজাহান প্রসঙ্গে তিনি বলেন, ‘বিষয়টি নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে।’
9h 9m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সপরিবারে নিকট ভ্রমণের পরিকল্পনা। সহকর্মীরা কর্মক্ষেত্রে শত্রুতা করতে পারে। নতুন কোনও কর্মপ্রাপ্তি বা কর্মক্ষেত্রে বদলির...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৬৭ টাকা৮৫.৪১ টাকা
পাউন্ড১০৪.৫৫ টাকা১০৮.২৭ টাকা
ইউরো৮৬.৮৯ টাকা৯০.২৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা